নিতান্ত আনকোরা বোলার। চলতি আইপিএলের আগে চেন্নাই সুপার কিংসের মুকেশ চৌধরীর নাম সেই অর্থে পরিচিতই ছিল না ভারতীয় ক্রিকেটমহলে। তবে মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বাঁ-হাতি পেসারের নাম বৃহস্পতিবারের পরে মুম্বই ইন্ডিয়ান্স কখনও ভুলবে না নিশ্চিত।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে রোহিত শর্মাদের ত্রাস হয়ে দেখা দেন মুকেশ। প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দেন দুই ওপেনার রোহিত ও ইশান কিষাণকে। তবে ১৫.২৫ কোটির ইশানকে যে বলটিতে বোল্ড করেন মুকেশ, তা নিঃসন্দেহে চলতি আইপিএলের সেরা ডেলিভারি।
আরও পড়ুন:- CSK vs MI: ফের ব্যর্থ রোহিত, ফিরলেন শূন্যতে, IPL-এর ইতিহাসে লজ্জার নজিরও গড়লেন
মুকেশ ম্যাচের দ্বিতীয় বলেই আউট করেন রোহিত শর্মাকে। খাতা খোলার আগেই স্যান্টনারের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন হিটম্যান। সেই ওভারেই পঞ্চম বলে ইশানকে বোল্ড করেন তিনি। ইশানও খাতা খুলতে পারেননি।
ইনিংসের তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে ফের মুম্বই শিবিরে ধাক্কা দেন মুকেশ। এবার তিনি বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিসকে ধোনির দস্তানায় ধরা দিতে বাধ্য করেন। ব্রেভিস মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন। টানা ৩ ওভারের বোলিং স্পেলে মুকেশ ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।