পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দল। আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের ক্ষেত্রে যে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাঁরা দলে নেই। তাঁদের জায়গায় একাধিক তরুণ দলে সুযোগ পেয়েছেন। সেই পরিস্থিতিতে সিনিয়র ব্যাটার হিসেবে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের যে দায়িত্বটা পালন করার দরকার ছিল, সেটা তাঁরা করতে পারছেন না। তার জেরে আইপিএলের প্রথম দুটি ম্যাচেই হারতে হয়েছে মুম্বইকে। যে বিষয়টি স্বীকার করে নিতে কোনওরকম কুণ্ঠাবোধ করলেন না মুম্বইয়ের অধিনায়ক রোহিত। তিনি জানালেন, ব্যাট হাতে সিনিয়রদের নড়েচড়ে বসতে হবে। যে কাজটা তাঁকেই প্রথমে করতে হবে বলে জানালেন রোহিত।
শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সাত উইকেটে হারের পর রোহিত বলেন, ‘সিনিয়র খেলোয়াড়ের এগিয়ে আসতে হবে। অবশ্যই সেটা আমায় দিয়ে শুরু করতে হবে। আমরা আইপিএলের খেলার ধরন জানি। যখন টুর্নামেন্ট শুরু হয়, তখন নিজেদের কিছুটা ছন্দ পেতে হয়। নাহলে পুরো বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে যায়। আমরা সেই ছন্দ পাওয়ার চেষ্টা করছি। তবে এখন স্রেফ দুটি ম্যাচ হয়েছে। সবকিছু শেষ হয়ে যায়নি। কিন্তু আপনি যেমনটা বললেন (সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ধারাভাষ্যকার ইয়ান বিশপ প্রশ্ন করেন রোহিতকে), সেরকম করতে হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের দলের সিনিয়র ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে।’
অথচ শনিবার ওয়াংখেড়েটা শুরুটা খারাপ হয়নি মুম্বইয়ের। নিজেও প্রথম থেকে চালিয়ে খেলছিলেন রোহিত। প্রথম ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৬১ রান তুলে ফেলেছিল মুম্বই। কিন্তু মহেন্দ্র সিং ধোনি স্পিনার আনতেই হাসফাঁস করতে থাকেন মুম্বইয়ের ব্যাটাররা। পরপর উইকেট পড়তে থাকে। রোহিত পাওয়ার প্লে'তেই আউট হয়ে গিয়েছিলেন। মিচেল স্যান্টনারের বলে সূর্যকুমার একেবারে বাজেভাবে আউট হন। কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন তরুণ তিলক বর্মা, টিম ডেভিডরা। কিন্তু কোনও লাভ হয়নি। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি মুম্বই। যে রানটা ১১ বল বাকি থাকতেই তুলে নেয় চেন্নাই। যে ঘটনা মুম্বইয়ের প্রথম ম্যাচেও হয়েছিল। ডুবিয়েছিলেন সিনিয়র ক্রিকেটাররা।
আরও পড়ুন: MI vs CSK: 'ধোনি রিভিউ সিস্টেম'-র সামনে শেষ সূর্যের তেজও! ভুল স্বীকার করলেন আম্পায়ার
সেই পরিস্থিতিতে শনিবার রোহিত বলেন, 'আমরা অনেক কিছু জিনিস শুধরে নিতে চাই। আমরা যে বিষয়গুলি নিয়ে ড্রেসিংরুমে আলোচনা করেছি, সেগুলি মাঠে কাজে লাগাতে পারছি না। সেইসব বিষয়গুলি আমাদের ঠিক করতে হবে।' তারইমধ্যে নিজেকে কিছুটা আশার আলো দেখানোর চেষ্টা করে রোহিত বলেন, 'এই দুটি ম্যাচ এখন হয়ে গিয়েছে। এটার ফলাফল আমরা পালটাতে পারব না। আমাদের শিখতে হবে এবং মাঠে বিভিন্ন জিনিস কার্যকর করার ক্ষেত্রে সাহসী হতে হবে।'
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)