বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs CSK: সেরা ফিনিশার শেষ বল পর্যন্ত খেললে জানতাম MI হারবে, ধোনিকে সার্টিফিকেট জাদেজার

MI vs CSK: সেরা ফিনিশার শেষ বল পর্যন্ত খেললে জানতাম MI হারবে, ধোনিকে সার্টিফিকেট জাদেজার

মহেন্দ্র সিং ধোনি। (ছবি সৌজন্যে পিটিআই)

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার ফলে চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ১৬ রান। প্রথম বলে মারাত্মক জোরে ছক্কা মারেন ধোনি। পরের বলটি ফাইন লেগের বাউন্ডারিতে চলে যায়। পঞ্চম বলে দু'রান নেন ধোনি। শেষ বলে চার রান দরকার ছিল চেন্নাইয়ের। লেগ স্টাম্পে ভালো ইয়র্কার করেন জয়দেব উনাদকাট। কিন্তু ধোনি তো ধোনিই হন। কবজির মোচড়ে শর্ট ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে বল পাঠিয়ে দেন মাহি। শেষপর্যন্ত ১৩ বলে ২৮ রান অপরাজিত থাকেন।

শুভব্রত মুখার্জি

বয়স এখনও যে তাঁর কাছে একটা সংখ্যা মাত্র, তা বারবার প্রমাণ করে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের অন্যতম সফল অধিনায়ক ব্যাট হাতে যে এখনও ক্রিকেট বিশ্বের সেরা ফিনিশারদের অন্যতম, তা ফের তুলে ধরলেন তিনি । 

বৃহস্পতিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপার কিংসকে এক অবিশ্বাস্য জয় উপহার দিলেন। শেষ চার বলে ১৬ রান করে খাদের কিনারা থেকে টেনে তুলে জয়ের রাস্তায় নিয়ে এলেন ধোনি। তাঁর ব্যাটিং, ক্রিজে উপস্থিতি দলকে এতটাই আশ্বস্ত করে যে অধিনায়ক রবীন্দ্র জাদেজাও স্বীকার করে নিলেন, তাঁরা জানতেন যে বিশ্বের সেরা ফিনিশার শেষ বল পর্যন্ত খেললে ম্যাচ তাঁরাই জিতবেন।

আরও পড়ুন: MI vs CSK: টুপি খুলে ধোনির সামনে মাথা নত জাদেজার, ভাইরাল ভিডিয়ো, স্যালুটও করা হল ফিনিশারকে

ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, 'সত্যি বলতে আমরা খুব টেনশনে ছিলাম। যেভাবে ম্যাচ গড়াচ্ছিল, তাতে টেনশন বাড়ছিল। একটা সময় পর্যন্ত আমরা এটা ভেবে নিশ্চিত ছিলাম যে খেলাটার সেরা ফিনিশার ক্রিজে রয়েছেন। যদি ও (ধোনি) ম্যাচের শেষ বল পর্যন্ত খেলে, তাহলে আমরা জানতাম যে আমরা ম্যাচটা জিততে পারব। সারা বিশ্বকে ও দেখিয়ে দিয়েছে এখনও ফুরিয়ে যায়নি। এখনও খেলা শেষ করার ক্ষমতা ধরে ও। '

MI vs CSK ম্যাচের পর আইপিএলের পয়েন্ট তালিকা দেখুন

এর পাশাপাশি দলের অপর দুই অভিজ্ঞ ক্রিকেটার আম্বাতি রায়াডু এবং ডোয়েন ব্র্যাভোর বিষয়ে জাদেজা বলেছেন, ‘আমাদের দলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। যাকে বলে অভিজ্ঞতার ভাণ্ডার। ওরা জানে, কখন পারফরম্যান্সটা করতে হবে। কোন পরিস্থিতিতে কী করতে হবে।ফলে আমরা ম্যাচ না জিতলেও ধীরস্থির এবং রিল্যাক্স থাকতে পারি।’ সঙ্গে বলেন, 'ফিল্ডিং নিয়ে একটুও গড়িমসি আমরা করি না। আমাদেরকে অনেক জায়গায় ফিল্ডিংয়ে কাজ করতে হবে। ক্যাচগুলো ঠিক করে ধরতে হবে। প্রতি ম্যাচে আমরা এইভাবে ক্যাচ ফেলতে পারব না।'

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী? মুলতালে শতরান ৩ পাক ব্যাটারের! পাল্টা লড়াই শুরু ইংরেজদেরও…বড় রানের লক্ষ্যে রুট ফুচকাওয়ালার স্টল ফেলে ভেঙে দিলেন সিংঘি পার্কের কর্মকর্তারা, ঘটনা ঘিরে শোরগোল প্রতিপদ থেকেই পুজোর রীতি, এই রাজবাড়িতে পর্যটকদের জন্য রয়েছে থাকার বন্দোবস্ত 'দুজনেই খুব লাজুক তাই…' প্রেমিকের সঙ্গে প্রথম পুজো, কী প্ল্যান করলেন দিতিপ্রিয়া 'আমার মা ভারতেই আছেন...', গুজব উড়িয়ে দাবি হাসিনার ছেলের ৯১৬৩৭৩…দুর্গাপুজোয় কেউ হারিয়ে গেলে ফোন করুন এই হেল্পলাইনে, উদ্যোগে কলকাতা পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.