বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs GG WPL 2023: ৪ উইকেট বাংলার সাইকার, ১৪৩ রানের বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের
একাই চার উইকেট নেন সাইকা ইশাক। ছবি- বিসিসিআই।

MI vs GG WPL 2023: ৪ উইকেট বাংলার সাইকার, ১৪৩ রানের বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের

Mumbai Indians vs Gujarat Giants Women's Premier League Live Score: মাত্র ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত কউর। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন হেইলি ম্যাথিউজ। বল হাতে মাত্র ১১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন সাইকা ইশাক।

প্রতীক্ষার অবসান। দীর্ঘ ১৫ বছর ছেলেদের আইপিএল অনুষ্ঠিত হওয়ার পরে অবশেষে শুরু মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল। উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে সম্মুখমরে নামে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষমেশ ব্যাট-বলের লড়াইয়ে গুজরাটকে টেক্কা দেয় মুম্বই।

04 Mar 2023, 11:29:12 PM IST

 ম্যাচের সেরা হরমনপ্রীত

১৪টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৩০ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। 

04 Mar 2023, 11:11:24 PM IST

১৪৩ রানের বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের

চোট পেয়ে মাঠ ছাড়া বেথ মুনি নতুন করে ব্যাট করতে নামেননি। তাই গুজরাটকে অল-আউট হিসেবে ধরে নেওয়া হয়। মুম্বইয়ের ৫ উইকেটে ২০৭ রানের জবাবে গুজরাট জায়ান্টস আটকে যায় মাত্র ৬৪ রানে। ১৪৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। হেমলতা ২৩ বলে ২৯ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।

04 Mar 2023, 11:07:13 PM IST

সাইকার চতুর্থ শিকার মণিকা

১৫.১ ওভারে সাইকা ইশাকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মণিকা প্যাটেল। ৯ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। গুজরাট ৬৪ রান ৯ উইকেট হারায়। সাইকা ৩.১ ওভারে ১টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। 

04 Mar 2023, 11:01:55 PM IST

৫০ টপকাল গুজরাট

১৪তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় গুজরাট জায়ান্টস। তাদের স্কোর ৮ উইকেটে ৫৬ রান। হেমলতা ২৬ ও মণিকা ৫ রানে ব্যাট করছেন।

04 Mar 2023, 10:56:59 PM IST

সাইকার তৃতীয় শিকার মানসী

১২.৪ ওভারে সাইকার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মানসী যোশি। ১৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। গুজরাট ৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মণিকা। ১৩ ওভার শেষে গুজরাটের স্কোর ৮ উইকেটে ৪৯ রান। ২৪ রানে ব্যাট করছেন হেমলতা। সাইকা ৩ ওভারে ১টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

04 Mar 2023, 10:39:02 PM IST

১০ ওভারে গুজরাটের দরকার ১৭২ রান

১০ ওভার শেষে গুজরাট জায়ান্টসের সংগ্রহে রয়েছে ৭ উইকেটে ৩৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে ১৭২ রান দরকার তাদের। ১৭ রানে ব্যাট করছেন হেমলতা।

04 Mar 2023, 10:29:10 PM IST

সাজঘরে ফিরলেন তনুজা

একই ওভারে ২টি উইকেট তুলে নেন অ্যামেলিয়া কের। ৭.৪ ওভারে কেরের বলে ন্যাট সিভারের হাতে ধরা পড়েন তনুজা। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। গুজরাট ২৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মানসী যোশি।

04 Mar 2023, 10:28:00 PM IST

রানাকে ফেরালেন কের

৭.১ ওভারে অ্যামেলিয়া কেরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্নেহ রানা। ২ বলে ১ রান করে মাঠ ছাড়েন রানা। গুজরাট ২৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তনুজা কানওয়ার।

04 Mar 2023, 10:27:17 PM IST

জর্জিয়াকে ফেরালেন সাইকা

৬.৫ ওভারে সাইকা ইশাকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জর্জিয়া ওয়ারহ্যাম। ১১ বলে ৮ রান করেন তিনি। মারেন ২টি চার। গুজরাট ২২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্নেহ রানা। সাইকা ২ ওভারে ১১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

04 Mar 2023, 10:20:44 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাট জায়ান্টসের স্কোর ৪ উইকেটে ১৭ রান। জর্জিয়া ও হেমলতা উভয়েই ৪ রানে ব্যাট করছেন। ইসি ওং ৩ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

04 Mar 2023, 10:13:16 PM IST

সাদারল্যান্ডকে ফেরালেন সাইকা

৪.২ ওভারে নিজের বলেই অ্যানাবেল সাদারল্যান্ডের ক্যাচ ছাড়েন সাইকা ইশাক। তবে এমন ভুলের মাশুল দিতে হয়নি তাঁকে। ৪.৪ ওভারে সাদারল্যান্ডকে বোল্ড করেন সাইকা। ১৪ বলে ৬ রান করেন অ্যানাবেল। গুজরাট ১২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জর্জিয়া ওয়ারহ্যাম। তিনি মাঠে নেমেই চার মারেন। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর ৪ উইকেটে ১৬ রান।

04 Mar 2023, 10:03:06 PM IST

সিভারের দ্বিতীয় শিকার মেঘনা

২.৩ ওভারে ন্যাট সিভারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাব্বিনেনি মেঘনা। ৪ বলে ২ রান করেন তিনি। গুজরাট ৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেমলতা। ৩ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ৮ রান।

04 Mar 2023, 09:58:00 PM IST

গার্ডনার আউট

১.২ ওভারে ইসি ওংয়ের বলে ম্যাথিউজের হাতে ধরা পড়েন অ্যাশলেই গার্ডনার। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। গুজরাট ৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যানাবেল সাদারল্যান্ড। ২ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ৪ রান।

04 Mar 2023, 09:55:19 PM IST

হার্লিনকে ফেরালেন ন্যাট সিভার

ক্রিজে এসে মাত্র ২ বল স্থায়ী হয় হার্লিন দেওয়লের ইনিংস। প্রথম ওভারে ন্যাট সিভারের শেষ বলে ওংয়ের হাতে ধরা পড়েন হার্লিন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। গুজরাট ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই গার্ডনার।

04 Mar 2023, 09:52:43 PM IST

চোট পেয়ে মাঠ ছাড়লেন মুনি

সাব্বিনেনি মেঘনাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন বেথ মুনি। বোলিং শুরু করেন ন্যাট সিভার। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন মেঘনা। চতুর্থ বলে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন বেথ মুনি। ব্যাট করতে নামেন হার্লিন দেওয়ল।

04 Mar 2023, 09:32:37 PM IST

২০০ টপকে থামল মুম্বই

নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান তোলে। ১ বলে ৬ রান করেন ওং। ২৪ বলে ৪৫ রান করে নট-আউট থাকেন অ্যামেলিয়া কের। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। জয়ের জন্য গুজরাটের দরকার ২০৮ রান।

04 Mar 2023, 09:30:34 PM IST

পূজা আউট

১৯.৫ ওভারে স্নেহ রানার বলে প্যাটেলের হাতে ধরা পড়েন পূজা বস্ত্রকার। ৮ বলে ১৫ রান করেন তিনি। মারেন ৩টি চার। মুম্বই ২০১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইসি ওং। তিনি মাঠে নেমেই ছক্কা মারেন।

04 Mar 2023, 09:28:51 PM IST

গার্ডনারের ওভারে ১৫ রান

১৯তম ওভারে অ্যাশলেই গার্ডনার ১৫ রান খরচ করেন। ৩টি চার মারেন পূজা বস্ত্রকার। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১৯২ রান। অ্যামেলিয়া ৩৭ ও পূজা ১৪ রানে ব্যাট করছেন।

04 Mar 2023, 09:27:17 PM IST

ব্যাট চালাচ্ছেন অ্যামেলিয়া

১৮তম ওভারে সাদারল্যান্ডের বলে পরপর ২টি চার মারেন অ্যামেলিয়া। ১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ১৭৭ রান। অ্যামেলিয়া ৩৫ রানে ব্যাট করছেন।

04 Mar 2023, 09:19:59 PM IST

হরমনপ্রীত আউট

১৬.৬ ওভারে স্নেহ রানার বলে হেমলতার হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন হরমনপ্রীত কউর। ৩০ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন মুম্বইয়ের ক্যাপ্টেন। তিনি ১৪টি চার মারেন। মুম্বই ১৬৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার।

04 Mar 2023, 09:13:29 PM IST

হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের

উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম হাফ-সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন হরমনপ্রীত কউর। ১১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে অর্ধশতরান পূর্ণ করেন কউর। তিনি ১৬তম ওভারে গার্ডনারের বলে পরপর ৩টি চার মারেন। ১৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৫৯ রান। হরমনপ্রীত ২৬ বলে ৬০ রান করেছেন। ১৩ বলে ২৫ রান করেছেন অ্যামেলিয়া।

04 Mar 2023, 09:10:35 PM IST

মণিকার ওভারে ২১ রান

১৫তম ওভারে মণিকা প্যাটেলের প্রথম বলে চার মারেন অ্যামেলিয়া। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। শেষ চারটি বলে চারটি চার মারেন হরমনপ্রীত কউর। ওভারে মোট ২১ রান ওঠে। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৪৫ রান। হরমনপ্রীত ৪৭ ও অ্যামেলিয়া ২৪ রানে ব্যাট করছেন।

04 Mar 2023, 09:05:42 PM IST

জোড়া বাউন্ডারি অ্যামেলিয়ার

১৪তম ওভারে স্নেহ রানার বলে জোড়া বাউন্ডারি মারেন অ্যামেলিয়া কের। ওভারে ১১ রান ওঠে। ১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১২৪ রান। হরমনপ্রীত ৩১ ও অ্যামেলিয়া ১৯ রানে ব্যাট করছেন।

04 Mar 2023, 09:01:10 PM IST

সাদারল্যান্ডকে জোড়া বাউন্ডারি কউরের

১৩তম ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডের বলে পরপর ২টি চার মারেন হরমনপ্রীত কউর। ওভারে ১০ রান ওঠে। ১৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১১৩ রান। হরমনপ্রীত ১৬ বলে ৩০ রান করেছেন। ৯ রানে ব্যাট করছেন অ্যামেলিয়া।

04 Mar 2023, 08:56:40 PM IST

 ১০০ টপকাল মুম্বই

১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। জর্জিয়া ওয়ারহ্যামের বলে ২টি চার মারেন হরমনপ্রীত। ১টি চার মারেন অ্যামেলিয়া কের। ওভারে মোট ১৬ রান ওঠে। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১০৩ রান। হরমনপ্রীত ২১ ও অ্যামেলিয়া ৮ রানে ব্যাট করছেন।

04 Mar 2023, 08:51:43 PM IST

জোড়া বাউন্ডারি হরমনপ্রীতের

১১তম ওভারে স্নেহ রানার প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন হরমনপ্রীত কউর। ওভারে মোট ১০ রান ওঠে। ১১ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৮৭ রান।

04 Mar 2023, 08:47:21 PM IST

ম্যাথিউজ আউট

৯.৬ ওভারে অ্যাশলেই গার্ডনারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হেইলি ম্যাথিউজ। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৩১ বলে ৪৭ রান করে আউট হন ম্যাথিউজ। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। মুম্বই ইন্ডিয়ান্স ৭৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামেলিয়া কের।

04 Mar 2023, 08:44:06 PM IST

ন্যাট সিভারকে ফেরালেন জর্জিয়া

৮.২ ওভারে জর্জিয়া ওয়ারহ্যামের বলে স্নেহ রানার হাতে ধরা পড়েন ন্যাট সিভার। ১৮ বলে ২৩ রান করেন তিনি। মারেন ৫টি চার। মুম্বই ইন্ডিয়ান্স ৬৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ৯ ওভার শেষে ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৭০ রান। ম্যাথিউজ ৪২ রানে ব্যাট করছেন।

04 Mar 2023, 08:38:17 PM IST

৫০ টপকাল মুম্বই

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় মুম্বই ইন্ডিয়ান্স। অ্যানাবেল সাদারল্যান্ডের বলে জোড়া ছক্কা মারেন হেইলি ম্যাথিউজ। ৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৬১ রান। ম্যাথিউজ ২৫ বলে ৩৫ রান করেছেন। ১৫ বলে ২২ রান করেছেন ন্যাট সিভার।

04 Mar 2023, 08:33:05 PM IST

পাওয়ার প্লের খেলা শেষ

ষষ্ঠ ওভারে তনুজার বলে ১টি চার মারেন ম্যাথিউজ। ১টি বাউন্ডারি মারেন ন্যাট সিভার। ওভারে মোট ৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৪৪ রান। হেইলি ম্যাথিউজ ১৭ বলে ২২ রান করেছেন। ১১ বলে ১৮ রান করেছেন ন্যাট সিভার।

04 Mar 2023, 08:24:53 PM IST

ব্যাট চালাচ্ছেন সিভার

পঞ্চম ওভারে মণিকার বলে পরপর ২টি বাউন্ডারি মারেন ন্যাট সিভার। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৩৫ রান। সিভার ১৪ ও ম্যাথিউজ ১৭ রানে ব্যাট করছেন।

04 Mar 2023, 08:19:01 PM IST

প্রথম বাউন্ডারি ন্যাট সিভারের

৩.৪ ওভারে মানসী যোশির বলে চার মারেন ন্যাট সিভার। ৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ২২ রান। ম্যাথিউজ ১৫ ও ন্যাট সিভার ৫ রানে ব্যাট করছেন।

04 Mar 2023, 08:14:11 PM IST

যস্তিকাকে ফেরালেন তনুজা

২.৩ ওভারে তনুজা কানওয়ারের বলে জর্জিয়া ওয়ারহ্যামের হাতে ধরা পড়েন যস্তিকা ভাটিয়া। ৮ বলে ১ রান করে মাঠ ছাড়েন ভাটিয়া। মুম্বই ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাট সিভার। ৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ১৭ রান।

04 Mar 2023, 08:08:50 PM IST

ছয়-চার মারা শুরু

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মানসী যোশি। প্রথম বলেই ছক্কা মারেন ম্য়াথিউজ। দ্বিতীয় বলে চার মারেন তিনি। দ্বিতীয় ওভারে ১২ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ১৪ রান। 

04 Mar 2023, 08:04:09 PM IST

উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ শুরু

যস্তিকা ভাটিয়াকে নিয়ে ওপেন করতে নামেন হেইলি ম্যাথিউজ। বোলিং শুরু করেন অ্যাশলেই গার্ডনার। পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ভাটিয়া। শেষ বলে ১ রান নেন ম্যাথিউজ। প্রথম ওভারে ২ রান ওঠে।

04 Mar 2023, 07:53:17 PM IST

গুজরাট জায়ান্টসের প্রথম একাদশ

বেথ মুনি (ক্যাপ্টেন), সাব্বিনেনি মেঘনা, হার্লিন দেওয়ল, অ্যাশলেই গার্ডনার, স্নেহ রানা, অ্যানাবেল সাদারল্যান্ড, মানসী যোশি, তনুজা কানওয়ার, মণিকা প্যাটেল, জর্জিয়া ওয়ারহ্যাম ও দয়ালান হেমলতা।

04 Mar 2023, 07:53:17 PM IST

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

যস্তিকা ভাটিয়া, হেইলি ম্য়াথিউজ, অ্যামেলিয়া কের, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), ন্যাট সিভার, আমনজ্যোৎ কউর, পূজা বস্ত্রকার, ইসি ওং, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক ও হুমাইরা কাজী।

04 Mar 2023, 07:33:01 PM IST

টস জিতল গুজরাট

উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে টস জিতল গুজরাট জায়ান্টস। টস জিতে বেথ মুনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে। পিচে ঘাস রয়েছে বলেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন মুনি।

04 Mar 2023, 07:13:09 PM IST

উন্মোচিত হল ট্রফি

উদ্বোধনী অনুষ্ঠানের পরে মঞ্চে এলেন বিসিসিআই কর্তারা। একে একে মঞ্চে আসেন পাঁচ দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং, বেথ মুনি, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা ও অ্যালিসা হিলি। পাঁচ ক্যাপ্টেন একসঙ্গে উন্মোচন করলেন উইমেন্স প্রিমিয়র লিগের ট্রফি।

04 Mar 2023, 07:02:20 PM IST

বদলেছে ম্যাচের সময়

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ শুরু হবে ৩০ মিনিট দেরিতে। বিস্তারিত পড়ুন:- MI vs GG: শেষ মুহূর্তে বদলে গেল WPL-এর উদ্বোধনী ম্যাচের সময়, সাড়ে ৭টায় শুরু হবে না খেলা, জানাল BCCI

04 Mar 2023, 07:01:19 PM IST

মোবাইলে কোথায় দেখবেন ম্যাচ?

জিও অ্যাপে বিনামূল্যে দেখা যাবে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচ। কোনও সাবস্ক্রিপশন লাগবে না। জিওর মোবাইল কানেকশন থাকলেই চলবে। এছাড়া টেলিভিশনে স্পোর্টস-১৮ নেটওয়ার্কে দেখা যাবে খেলা।

04 Mar 2023, 06:56:31 PM IST

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন কিয়ারা-কৃতি

উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন দুই বলিউড সুন্দরী কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন। গানের তালে গ্যালারিকে উদ্বেল করলেন এপি ধিলন। অনুষ্ঠান সঞ্চালনা করলেন মন্দিরা বেদি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মুঠোর মধ্যে যখন কিছু ধরেন, সবচেয়ে বেশি খাটে কে? কোন আঙুল, জানলে চমকে যাবেন রিঙ্কু, হার্দিক T20 বিশ্বকাপে থাকবেন? রবি বা সোমেই হতে পারে ঠিক, থাকবেন রোহিতও ১৪ বার এসেছেন দার্জিলিঙে, কতটা পালটেছে ‘পাহাড়ের রানি’? ভোটের আগে শুনল HT বাংলা এই বছর প্রথম T20 WC-এ অংশ নেবে উগান্ডা, কোচ করা হল ভারতের প্রাক্তনীকে কলকাতা হাইকোর্ট কিনে নিয়েছে বিজেপি, বিচারব্যবস্থাকে ফের বেলাগাম আক্রমণ মমতার মঞ্চে ভাষণের মাঝে অজ্ঞান হয়ে পড়লেন নিতিন গডকরি! গরমে ভোট প্রচারের সময় অসুস্থতা লালুর জামাইকে টিকিট দিয়েও সিদ্ধান্ত বদল সপার! কনৌজ থেকে লড়বেন অখিলেশ যাদব আমিরের ৩ নম্বর বিয়েটা কবে, প্রশ্ন কপিলের! জবাব মিস্টার পারফেকশনিস্টের ‘‌দুর্নীতি কলকাতা হাইকোর্টের রায়ে প্রমাণ হল’‌, এসএসসি কাণ্ডে ফোঁস করলেন বোস মাথায় ঝাঁকড়া চুল, স্ত্রী-পুত্রের সঙ্গে বসে বাংলার বিখ্যাত গায়ক, চিনতে পারছেন?

Latest IPL News

এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.