প্রতীক্ষার অবসান। দীর্ঘ ১৫ বছর ছেলেদের আইপিএল অনুষ্ঠিত হওয়ার পরে অবশেষে শুরু মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল। উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে সম্মুখমরে নামে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষমেশ ব্যাট-বলের লড়াইয়ে গুজরাটকে টেক্কা দেয় মুম্বই।
ম্যাচের সেরা হরমনপ্রীত
১৪টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৩০ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর।
১৪৩ রানের বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের
চোট পেয়ে মাঠ ছাড়া বেথ মুনি নতুন করে ব্যাট করতে নামেননি। তাই গুজরাটকে অল-আউট হিসেবে ধরে নেওয়া হয়। মুম্বইয়ের ৫ উইকেটে ২০৭ রানের জবাবে গুজরাট জায়ান্টস আটকে যায় মাত্র ৬৪ রানে। ১৪৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। হেমলতা ২৩ বলে ২৯ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
সাইকার চতুর্থ শিকার মণিকা
১৫.১ ওভারে সাইকা ইশাকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মণিকা প্যাটেল। ৯ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। গুজরাট ৬৪ রান ৯ উইকেট হারায়। সাইকা ৩.১ ওভারে ১টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।
৫০ টপকাল গুজরাট
১৪তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় গুজরাট জায়ান্টস। তাদের স্কোর ৮ উইকেটে ৫৬ রান। হেমলতা ২৬ ও মণিকা ৫ রানে ব্যাট করছেন।
সাইকার তৃতীয় শিকার মানসী
১২.৪ ওভারে সাইকার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মানসী যোশি। ১৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। গুজরাট ৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মণিকা। ১৩ ওভার শেষে গুজরাটের স্কোর ৮ উইকেটে ৪৯ রান। ২৪ রানে ব্যাট করছেন হেমলতা। সাইকা ৩ ওভারে ১টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
১০ ওভারে গুজরাটের দরকার ১৭২ রান
১০ ওভার শেষে গুজরাট জায়ান্টসের সংগ্রহে রয়েছে ৭ উইকেটে ৩৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে ১৭২ রান দরকার তাদের। ১৭ রানে ব্যাট করছেন হেমলতা।
সাজঘরে ফিরলেন তনুজা
একই ওভারে ২টি উইকেট তুলে নেন অ্যামেলিয়া কের। ৭.৪ ওভারে কেরের বলে ন্যাট সিভারের হাতে ধরা পড়েন তনুজা। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। গুজরাট ২৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মানসী যোশি।
রানাকে ফেরালেন কের
৭.১ ওভারে অ্যামেলিয়া কেরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্নেহ রানা। ২ বলে ১ রান করে মাঠ ছাড়েন রানা। গুজরাট ২৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তনুজা কানওয়ার।
জর্জিয়াকে ফেরালেন সাইকা
৬.৫ ওভারে সাইকা ইশাকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জর্জিয়া ওয়ারহ্যাম। ১১ বলে ৮ রান করেন তিনি। মারেন ২টি চার। গুজরাট ২২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্নেহ রানা। সাইকা ২ ওভারে ১১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাট জায়ান্টসের স্কোর ৪ উইকেটে ১৭ রান। জর্জিয়া ও হেমলতা উভয়েই ৪ রানে ব্যাট করছেন। ইসি ওং ৩ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
সাদারল্যান্ডকে ফেরালেন সাইকা
৪.২ ওভারে নিজের বলেই অ্যানাবেল সাদারল্যান্ডের ক্যাচ ছাড়েন সাইকা ইশাক। তবে এমন ভুলের মাশুল দিতে হয়নি তাঁকে। ৪.৪ ওভারে সাদারল্যান্ডকে বোল্ড করেন সাইকা। ১৪ বলে ৬ রান করেন অ্যানাবেল। গুজরাট ১২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জর্জিয়া ওয়ারহ্যাম। তিনি মাঠে নেমেই চার মারেন। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর ৪ উইকেটে ১৬ রান।
সিভারের দ্বিতীয় শিকার মেঘনা
২.৩ ওভারে ন্যাট সিভারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাব্বিনেনি মেঘনা। ৪ বলে ২ রান করেন তিনি। গুজরাট ৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেমলতা। ৩ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ৮ রান।
গার্ডনার আউট
১.২ ওভারে ইসি ওংয়ের বলে ম্যাথিউজের হাতে ধরা পড়েন অ্যাশলেই গার্ডনার। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। গুজরাট ৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যানাবেল সাদারল্যান্ড। ২ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ৪ রান।
হার্লিনকে ফেরালেন ন্যাট সিভার
ক্রিজে এসে মাত্র ২ বল স্থায়ী হয় হার্লিন দেওয়লের ইনিংস। প্রথম ওভারে ন্যাট সিভারের শেষ বলে ওংয়ের হাতে ধরা পড়েন হার্লিন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। গুজরাট ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই গার্ডনার।
চোট পেয়ে মাঠ ছাড়লেন মুনি
সাব্বিনেনি মেঘনাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন বেথ মুনি। বোলিং শুরু করেন ন্যাট সিভার। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন মেঘনা। চতুর্থ বলে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন বেথ মুনি। ব্যাট করতে নামেন হার্লিন দেওয়ল।
২০০ টপকে থামল মুম্বই
নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান তোলে। ১ বলে ৬ রান করেন ওং। ২৪ বলে ৪৫ রান করে নট-আউট থাকেন অ্যামেলিয়া কের। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। জয়ের জন্য গুজরাটের দরকার ২০৮ রান।
পূজা আউট
১৯.৫ ওভারে স্নেহ রানার বলে প্যাটেলের হাতে ধরা পড়েন পূজা বস্ত্রকার। ৮ বলে ১৫ রান করেন তিনি। মারেন ৩টি চার। মুম্বই ২০১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইসি ওং। তিনি মাঠে নেমেই ছক্কা মারেন।
গার্ডনারের ওভারে ১৫ রান
১৯তম ওভারে অ্যাশলেই গার্ডনার ১৫ রান খরচ করেন। ৩টি চার মারেন পূজা বস্ত্রকার। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১৯২ রান। অ্যামেলিয়া ৩৭ ও পূজা ১৪ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন অ্যামেলিয়া
১৮তম ওভারে সাদারল্যান্ডের বলে পরপর ২টি চার মারেন অ্যামেলিয়া। ১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ১৭৭ রান। অ্যামেলিয়া ৩৫ রানে ব্যাট করছেন।
হরমনপ্রীত আউট
১৬.৬ ওভারে স্নেহ রানার বলে হেমলতার হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন হরমনপ্রীত কউর। ৩০ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন মুম্বইয়ের ক্যাপ্টেন। তিনি ১৪টি চার মারেন। মুম্বই ১৬৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার।
হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের
উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম হাফ-সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন হরমনপ্রীত কউর। ১১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে অর্ধশতরান পূর্ণ করেন কউর। তিনি ১৬তম ওভারে গার্ডনারের বলে পরপর ৩টি চার মারেন। ১৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৫৯ রান। হরমনপ্রীত ২৬ বলে ৬০ রান করেছেন। ১৩ বলে ২৫ রান করেছেন অ্যামেলিয়া।
মণিকার ওভারে ২১ রান
১৫তম ওভারে মণিকা প্যাটেলের প্রথম বলে চার মারেন অ্যামেলিয়া। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। শেষ চারটি বলে চারটি চার মারেন হরমনপ্রীত কউর। ওভারে মোট ২১ রান ওঠে। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৪৫ রান। হরমনপ্রীত ৪৭ ও অ্যামেলিয়া ২৪ রানে ব্যাট করছেন।
জোড়া বাউন্ডারি অ্যামেলিয়ার
১৪তম ওভারে স্নেহ রানার বলে জোড়া বাউন্ডারি মারেন অ্যামেলিয়া কের। ওভারে ১১ রান ওঠে। ১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১২৪ রান। হরমনপ্রীত ৩১ ও অ্যামেলিয়া ১৯ রানে ব্যাট করছেন।
সাদারল্যান্ডকে জোড়া বাউন্ডারি কউরের
১৩তম ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডের বলে পরপর ২টি চার মারেন হরমনপ্রীত কউর। ওভারে ১০ রান ওঠে। ১৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১১৩ রান। হরমনপ্রীত ১৬ বলে ৩০ রান করেছেন। ৯ রানে ব্যাট করছেন অ্যামেলিয়া।
১০০ টপকাল মুম্বই
১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। জর্জিয়া ওয়ারহ্যামের বলে ২টি চার মারেন হরমনপ্রীত। ১টি চার মারেন অ্যামেলিয়া কের। ওভারে মোট ১৬ রান ওঠে। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১০৩ রান। হরমনপ্রীত ২১ ও অ্যামেলিয়া ৮ রানে ব্যাট করছেন।
জোড়া বাউন্ডারি হরমনপ্রীতের
১১তম ওভারে স্নেহ রানার প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন হরমনপ্রীত কউর। ওভারে মোট ১০ রান ওঠে। ১১ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৮৭ রান।
ম্যাথিউজ আউট
৯.৬ ওভারে অ্যাশলেই গার্ডনারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হেইলি ম্যাথিউজ। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৩১ বলে ৪৭ রান করে আউট হন ম্যাথিউজ। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। মুম্বই ইন্ডিয়ান্স ৭৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামেলিয়া কের।
ন্যাট সিভারকে ফেরালেন জর্জিয়া
৮.২ ওভারে জর্জিয়া ওয়ারহ্যামের বলে স্নেহ রানার হাতে ধরা পড়েন ন্যাট সিভার। ১৮ বলে ২৩ রান করেন তিনি। মারেন ৫টি চার। মুম্বই ইন্ডিয়ান্স ৬৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ৯ ওভার শেষে ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৭০ রান। ম্যাথিউজ ৪২ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল মুম্বই
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় মুম্বই ইন্ডিয়ান্স। অ্যানাবেল সাদারল্যান্ডের বলে জোড়া ছক্কা মারেন হেইলি ম্যাথিউজ। ৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৬১ রান। ম্যাথিউজ ২৫ বলে ৩৫ রান করেছেন। ১৫ বলে ২২ রান করেছেন ন্যাট সিভার।
পাওয়ার প্লের খেলা শেষ
ষষ্ঠ ওভারে তনুজার বলে ১টি চার মারেন ম্যাথিউজ। ১টি বাউন্ডারি মারেন ন্যাট সিভার। ওভারে মোট ৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৪৪ রান। হেইলি ম্যাথিউজ ১৭ বলে ২২ রান করেছেন। ১১ বলে ১৮ রান করেছেন ন্যাট সিভার।
ব্যাট চালাচ্ছেন সিভার
পঞ্চম ওভারে মণিকার বলে পরপর ২টি বাউন্ডারি মারেন ন্যাট সিভার। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৩৫ রান। সিভার ১৪ ও ম্যাথিউজ ১৭ রানে ব্যাট করছেন।
প্রথম বাউন্ডারি ন্যাট সিভারের
৩.৪ ওভারে মানসী যোশির বলে চার মারেন ন্যাট সিভার। ৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ২২ রান। ম্যাথিউজ ১৫ ও ন্যাট সিভার ৫ রানে ব্যাট করছেন।
যস্তিকাকে ফেরালেন তনুজা
২.৩ ওভারে তনুজা কানওয়ারের বলে জর্জিয়া ওয়ারহ্যামের হাতে ধরা পড়েন যস্তিকা ভাটিয়া। ৮ বলে ১ রান করে মাঠ ছাড়েন ভাটিয়া। মুম্বই ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাট সিভার। ৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ১৭ রান।
ছয়-চার মারা শুরু
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মানসী যোশি। প্রথম বলেই ছক্কা মারেন ম্য়াথিউজ। দ্বিতীয় বলে চার মারেন তিনি। দ্বিতীয় ওভারে ১২ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ১৪ রান।
উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ শুরু
যস্তিকা ভাটিয়াকে নিয়ে ওপেন করতে নামেন হেইলি ম্যাথিউজ। বোলিং শুরু করেন অ্যাশলেই গার্ডনার। পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ভাটিয়া। শেষ বলে ১ রান নেন ম্যাথিউজ। প্রথম ওভারে ২ রান ওঠে।
গুজরাট জায়ান্টসের প্রথম একাদশ
বেথ মুনি (ক্যাপ্টেন), সাব্বিনেনি মেঘনা, হার্লিন দেওয়ল, অ্যাশলেই গার্ডনার, স্নেহ রানা, অ্যানাবেল সাদারল্যান্ড, মানসী যোশি, তনুজা কানওয়ার, মণিকা প্যাটেল, জর্জিয়া ওয়ারহ্যাম ও দয়ালান হেমলতা।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ
যস্তিকা ভাটিয়া, হেইলি ম্য়াথিউজ, অ্যামেলিয়া কের, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), ন্যাট সিভার, আমনজ্যোৎ কউর, পূজা বস্ত্রকার, ইসি ওং, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক ও হুমাইরা কাজী।
টস জিতল গুজরাট
উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে টস জিতল গুজরাট জায়ান্টস। টস জিতে বেথ মুনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে। পিচে ঘাস রয়েছে বলেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন মুনি।
উন্মোচিত হল ট্রফি
উদ্বোধনী অনুষ্ঠানের পরে মঞ্চে এলেন বিসিসিআই কর্তারা। একে একে মঞ্চে আসেন পাঁচ দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং, বেথ মুনি, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা ও অ্যালিসা হিলি। পাঁচ ক্যাপ্টেন একসঙ্গে উন্মোচন করলেন উইমেন্স প্রিমিয়র লিগের ট্রফি।
বদলেছে ম্যাচের সময়
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ শুরু হবে ৩০ মিনিট দেরিতে। বিস্তারিত পড়ুন:- MI vs GG: শেষ মুহূর্তে বদলে গেল WPL-এর উদ্বোধনী ম্যাচের সময়, সাড়ে ৭টায় শুরু হবে না খেলা, জানাল BCCI
মোবাইলে কোথায় দেখবেন ম্যাচ?
জিও অ্যাপে বিনামূল্যে দেখা যাবে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচ। কোনও সাবস্ক্রিপশন লাগবে না। জিওর মোবাইল কানেকশন থাকলেই চলবে। এছাড়া টেলিভিশনে স্পোর্টস-১৮ নেটওয়ার্কে দেখা যাবে খেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন কিয়ারা-কৃতি
উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন দুই বলিউড সুন্দরী কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন। গানের তালে গ্যালারিকে উদ্বেল করলেন এপি ধিলন। অনুষ্ঠান সঞ্চালনা করলেন মন্দিরা বেদি।