১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ার দাঁড়িয়ে গুজরাট টাইটানস। অন্যদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য মরিয়া লড়াই চালাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ের মুখোমুখি লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। গুজরাট জিতলে তাদের প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যেত এদিনই। হারলেও হার্দিকদের শেষ চারে যাওয়া আটকাবে বলে মনে হয় না। অন্যদিকে মুম্বই এই ম্যাচ জিতে প্লে-অফের চোকাঠে পৌঁছে যায়। হারলে চাপে পড়ে যেতেন রোহিত শর্মারা। শেষমেশ ওয়াংখেড়েতে শেষ হাসি হাসে মুম্বই।
ম্যাচের সেরা সূর্যকুমার
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরা সত্ত্বেও ম্যাচের সেরার পুরস্কার জুটল না রশিদ খানের ভাগ্যে। ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৯ বলে অপরাজিত ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সূর্যকুমার যাদব।
২৭ রানে জয় মুম্বইয়ের
শেষ ওভারে কুমার কার্তিকেয়ার বলে ৩টি ছক্কা মারেন রশিদ খান। পঞ্চম বলে রশিদের ক্যাচ ছাড়েন জর্ডন। ওভারে ২০ রান ওঠে। মুম্বইয়ের ৫ উইকেটে ২১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে। ২৭ রানে ম্যাচ জেতে মুম্বই। রশিদ খান ৩টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। ১২ বলে ৭ রান করেন জোসেফ। কার্তিকেয়া ৩ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
শেষ ওভারে ৪৮ রান দরকার গুজরাটের
১৯তম ওভারে জর্ডনের বলে ১টি ছক্কা মারেন রশিদ খান। ওভারে ৭ রান ওঠে। ১৯ ওভার শেষে টাইটানসের স্কোর ৮ উইকেটে ১৭১ রান। রশিদ ৬১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ ওভারে ৪৮ রান দরকার গুজরাটের। জর্ডন ৪ ওভারে ৩৪ রান খরচ করেছেন।
আগ্রাসী হাফ-সেঞ্চুরি রশিদের
১৮তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে ২টি ছক্কা মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রশিদ খান। ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান আফগান তারকা। ওভারে ১৩ রান ওঠে। ১৮ ওভার শেষে টাইটানসের স্কোর ৮ উইকেটে ১৬৪ রান। ৫৪ রানে ব্যাট করছেন রশিদ। জিততে ২ ওভারে ৫৫ রান দরকার গুজরাটের।
১৫০ টপকাল গুজরাট
১৭তম ওভারে ক্রিস জর্ডনের বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন রশিদ খান। ওভারে ১৫ রান ওঠে। ১৭ ওভার শেষে টাইটানসের স্কোর ৮ উইকেটে ১৫১ রান। ১৭ বলে ৪১ রান করেছেন রশিদ খান। মেরেছেন ৩টি চার ও ৪টি ছক্কা। জর্ডন ৩ ওভারে ২৭ রান খরচ করেছেন।
আকাশের বোলিং কোটা শেষ
১৬তম ওভারে আকাশ মাধওয়ালের বলে ১টি চার মারেন আলজারি জোসেফ। ওভারে ৬ রান ওঠে। ১৬ ওভার শেষে টাইটানসের স্কোর ৮ উইকেটে ১৩৬ রান। জিততে শেষ ৪ ওভারে গুজরাটের দরকার ৮৩ রান। রশিদ খান ১২ বলে ২৬ রান করেছেন। ৭ রানে ব্যাট করছেন জোসেফ। আকাশ ৪ ওভারে ৩১ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
ব্যাট চালাচ্ছেন রশিদ
১৫তম ওভারে জেসন বেহরেনডর্ফের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রশিদ খান। ওভারে ১৪ রান ওঠে। ১৫ ওভার শেষে টাইটানসের স্কোর ৮ উইকেটে ১৩০ রান। রশিদ ২৫ রানে ব্যাট করছেন। জেসন ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
নূর আহমেদ আউট
১৩.২ ওভারে কুমার কার্তিকেয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নূর আহমেদ। ৩ বলে ১ রান করেন তিনি। গুজরাট ১০৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলজারি জোসেফ। ওভারের চতুর্থ ও পঞ্চম বলে জোড়া ছক্কা মারেন রশিদ। ১৪ ওভার শেষে টাইটানসের স্কোর ৮ উইকেটে ১১৬ রান। ১৪ রানে ব্যাট করছেন রশিদ খান। কার্তিকেয়া ২ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
রাহুল তেওয়াটিয়া আউট
১২.১ ওভারে পীযূষ চাওলার বলে ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন রাহুল তেওয়াটিয়া। ১৩ বলে ১৪ রান করেন তিনি। মারেন ১টি চার। ১০০ রানে ৭ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন নূর আহমেদ। ১৩ ওভার শেষে টাইটানসের স্কোর ৭ উইকেটে ১০৩ রান। চাওলা ৪ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
ডেভিড মিলার আউট
১১.৬ ওভারে আকাশ মাধওয়ালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ডেভিড মিলার। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ২৬ বলে ৪১ রান করেন মিলার। মারেন ৪টি চার ও ২টি ছক্কা। ১০০ রানে ৬ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন রশিদ খান। আকাশ ৩ ওভারে ২৬ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
চাওলার ওভারে ৮ রান
১১তম ওভারে পীযূষ চাওলার বলে ১টি চার মারেন রাহুল তেওয়াটিয়া। ওভারে মোট ৮ রান ওঠে। ১১ ওভার শেষে টাইটানসের স্কোর ৫ উইকেটে ৯০ রান। মিলার ৩৩ ও তেওয়াটিয়া ১২ রানে ব্যাট করছেন। চাওলা ৩ ওভারে ৩৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
১০ ওভারে ১৩৭ রান দরকার গুজরাটের
দশম ওভারে ক্রিস জর্ডনের বলে ৫ রান সংগ্রহ করে গুজরাট টাইটানস। তাদের স্কোর ৫ উইকেটে ৮২ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে ১৩৭ রান দরকার টাইটানসের। ৩১ রানে ব্যাট করছেন মিলার। ৬ রান করেছেন তেওয়াটিয়া। জর্ডন ২ ওভারে ১২ রান খরচ করেছেন।
ব্যাট চালাচ্ছেন মিলার
নবম ওভারে পীযূষ চাওলার বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন ডেভিড মিলার। ওভারে ১৮ রান ওঠে। ৯ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৫ উইকেটে ৭৭ রান। মিলার ২৯ রানে ব্যাট করছেন। চাওলা ২ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
অভিনব মনোহর আউট
অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন কুমার কার্তিকেয়া। তাঁর প্রথম বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন অভিনব মনোহর। ৩ বলে ২ রান করেন তিনি। গুজরাট ৫৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল তেওয়াটিয়া। ৮ ওভার শেষে গুজরাটের স্কোর ৫ উইকেটে ৫৯ রান। ১২ রানে ব্যাট করছেন মিলার।
বিজয় শঙ্কর আউট
সপ্তম ওভারে বল করতে আসেন পীযূষ চাওলা। তাঁর প্রথম বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন বিজয় শঙ্কর। ১৪ বলে ২৯ রান করেন তিনি। মারেন ৬টি চার। ৪৮ রানে ৪ উইকেট হারায় টাইটানস। ব্যাট করতে নামেন অভিনব মনোহর। ওভারের চতুর্থ বলে চার মারেন মিলার। ৭ ওভার শেষে গুজরাটের স্কোর ৪ উইকেটে ৫৫ রান। মিলার ১০ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে ক্রিস জর্ডনের বলে ১টি চার মারেন ডেভিড মিলার। ওভারে ৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাট টাইটানসের স্কোর ৩ উইকেটে ৪৮ রান। বিজয় শঙ্কর ২৯ ও ডেভিড মিলার ৫ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন বিজয় শঙ্কর
পঞ্চম ওভারে জেসন বেহরেনডর্ফের বলে পরপর ৩টি চার মারেন বিজয় শঙ্কর। ওভারে মোট ১৩ রান ওঠে। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ৩৯ রান। বিজয় ২৭ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন জেসন।
শুভমন গিল আউট
চতুর্থ ওভারে আকাশ মাধওয়ালের প্রথম ২ বলে ২টি চার মারেন বিজয় শঙ্কর। পঞ্চম বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ৯ বলে ৬ রান করেন গিল। ২৬ রানে ৩ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। আকাশ ২ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
হার্দিক পান্ডিয়া আউট
২.৩ ওভারে জেসন বেহরেনডর্ফের বলে ইশান কিষাণের দস্তানায় ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৩ বলে ৪ রান করেন তিনি। ১টি বাউন্ডারি। গুজরাট ১২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিজয় শঙ্কর। তিনি মাঠে নেমেও চার মারেন। ৩ ওভার শেষে টাইটানসের স্কোর ২ উইকেটে ১৭ রান। গিল ৬ রানে ব্যাট করছেন। জেসন ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
ঋদ্ধিমান সাহা আউট
১.৫ ওভারে আকাশ মাধওয়ালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ঋদ্ধিমান সাহা। ডিআরএস নিয়েও বাঁচেননি তিনি। বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে কোনও রকমে বেল ছুঁয়ে বেরিয়ে যেত বল। আম্পায়ার্স করে সাজঘরে ফেরেন ঋদ্ধি। ৫ বলে ২ রান করেন তিনি। গুজরাট ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ২ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ১১ রান।
রান তাড়া শুরু গুজরাটের
ঋদ্ধিমান সাহার সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নামেন শুভমন গিল। তিনি মোহিত শর্মার পরিবর্তে মাঠে নামেন। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন জেসন বেহরেনডর্ফ। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ঋদ্ধি। প্রথম ওভারে ৪ রান ওঠে। মুম্বই বিষ্ণু বিনোদকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামায় আকাশ মাধওয়ালকে।
ধ্বংসাত্মক শতরান সূর্যর, বিরাট ইনিংস মুম্বইয়ের
শেষ ওভারে আলজারি জোসেফের বলে ২টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তিনি। ওভারে মোট ১৭ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে। সূর্যকুমার ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। গ্রিন ৩ বলে ৩ রান করে নট-আউট থাকেন। জোসেফ ৪ ওভারে ৫২ রান খরচ করেন। জয়ের জন্য গুজরাটের দরকার ২১৯ রান।
২০০ টপকাল মুম্বই
১৯তম ওভারে মহম্মদ শামির বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ১৭ রান ওঠে। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫ উইকেটে ২০১ রান। সূর্কুমার ৮৭ রানে ব্যাট করছেন। শামি ৪ ওভারে ৫৩ রান খরচ করেছেন।
মোহিতের ওভারে ২০ রান
১৮তম ওভারে মোহিত শর্মার বলে ১টি ছক্কা ও ৩টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ২০ রান ওঠে। ১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫ উইকেটে ১৮৪ রান। ৭৩ রানে ব্যাট করছেন সূর্য। মোহিত ৪ ওভারে ৪৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
টিম ডেভিড আউট
১৬.৬ ওভারে রশিদের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টিম ডেভিড। ৩ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। মুম্বই ১৬৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। সূর্যকুমার ৫৩ রানে ব্যাট করছেন। রশিদ ৪ ওভারে ৩০ রান খরচ করে ৪টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের
৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ১৬.১ ওভারে রশিদ খানের বলে চার মেরে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি।
বিষ্ণু বিনোদ আউট
১৫.৬ ওভারে মোহিত শর্মার ফুলটস বলে অভিনব মনোহরের হাতে ধরা পড়েন বিষ্ণু বিনোদ। ২০ বলে ৩০ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। মুম্বই ১৫৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। মোহিত শর্মা ৩ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
১৫০ টপকাল মুম্বই
১৫তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। আলজারি জোসেফের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার। ওভারে মোট ১২ রান ওঠে। মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১৫১ রান। সূর্য ৪৬ ও বিষ্ণু ২৯ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন জোসেফ।
নূরের বোলিং কোটা শেষ
১৪তম ওভারে নূর আহমেদের বলে ১টি চার মারেন বিষ্ণু বিনোদ। ওভারে ৮ রান ওঠে। ১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৩৯ রান। সূর্য ৩৫ ও বিনোদ ২৮ রানে ব্যাট করছেন। নূর ৪ ওভারে ৩৮ রান খরচ করেছেন।
শামির ওভারে ১৫ রান
১৩তম ওভারে মহম্মদ শামির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন বিষ্ণু বিনোদ। ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৩১ রান। সূর্যকুমার ৩৩ ও বিষ্ণু ২২ রানে ব্যাট করছেন। শামি ৩ ওভারে ৩৭ রান খরচ করেছেন।
জোসেফের ওভারে ১৫ রান
১২তম ওভারে আলজারি জোসেফের বলে ১টি ছক্কা মারেন বিষ্ণু বিনোদ এবং ১টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ওভারে ১৫ রান ওঠে। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১১৬ রান। সূর্যকুমার ২৯ ও বিনোদ ১১ রানে ব্যাট করছেন। জোসেফ ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
১০০ টপকাল মুম্বই
১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। নূর আহমেদের ওভারে ৫ রান তোলে মুম্বই। তাদের স্কোর ৩ উইকেটে ১০১ রান। সূর্যকুমার যাদব ২২ রানে ব্যাট করছেন। নূর ৩ ওভারে ৩০ রান খরচ করেছেন।
অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে আলজারি জোসেফ ৮ রান খরচ করেন। ১টি চার মারেন সূর্যকুমার। অর্ধেক ইনিংস শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৯৬ রান। ১৮ রানে ব্যাট করছেন সূর্যকুমার।
নেহাল ওয়াধেরা আউট
৮.৬ ওভারে রশিদ খানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নেহাল ওয়াধেরা। ৭ বলে ১৫ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। মুম্বই ৮৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিষ্ণু বিনোদ। রশিদ ৩ ওভারে ১৯ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
নূরের ওভারে ১৫ রান
উইকেট পড়লেও মুম্বইয়ের রান তোলার গতি কমেনি। সপ্তম ওভারে নূর আহমেদের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন নেহাল। ওভারে ১৫ রান ওঠে। ৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৮১ রান। নেহাল ১৪ রানে ব্যাট করছেন। নূর ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।
ইশান কিষাণ আউট
একই ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনারকে সাজঘরে ফেরান রশিদ খান। ৬.৫ ওভারে রশিদের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ইশান কিষাণ। তিনি ২০ বলে ৩১ রান করেন। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। মুম্বই ৬৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নেহাল ওয়াধেরা। রশিদ ২ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
রোহিত শর্মা আউট
পাওয়ার প্লে-র ঠিক পরেই মুম্বইয়ের ওপেনিং জুটি ভাঙে। ৬.১ ওভারে রশিদ খানের বলে স্লিপে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৮ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। মুম্বই ৬১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে নূর আহমেদের বলে ২টি চার মারেন ইশান কিষাণ। ওভারে ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৬১ রান। ইশান ১৯ বলে ৩১ রান করেছেন। রোহিত ১৭ বলে ২৯ রান করেছেন।
৫০ টপকাল মুম্বই
পঞ্চম ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। রশিদ খানের ওভারে ১টি চার মারেন রোহিত। ওভারে ৭ রান ওঠে। ৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৫১ রান। রোহিত ২৮ ও ইশান ২২ রানে ব্যাট করছেন।
মোহিতের ওভারে ৭ রান
চতুর্থ ওভারে মোহিত শর্মার বলে ১টি চার মারেন ইশান কিষাণ। ওভারে মোট ৭ রান ওঠে। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৪৪ রান। রোহিত ২২ ও ইশান ২১ রানে ব্যাট করছেন। মোহিত ২ ওভারে ২১ ও শামি ২ ওভারে ২২ রান খরচ করেছেন।
আগ্রাসী ব্যাটিং মুম্বইয়ের
তৃতীয় ওভারে মহম্মদ শামির বলে ১টি ছক্কা মারেন ইশান কিষাণ এবং একটি ছক্কা হাঁকান রোহিত শর্মা। ওভারে মোট ১৭ রান ওঠে। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। রোহিত ৯ বলে ২১ রান করেছেন। ৯ বলে ১৫ রান করেছেন ইশান। রোহিত ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ইশান ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
মোহিতকে আক্রমণ রোহিতের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। তাঁর বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১৪ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২০ রান।
ম্যাচ শুরু
ইশান কিষাণকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। ওভারের শেষ বলে চার মারেন ইশান। প্রথম ওভারে ৬ রান ওঠে।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
মুম্বই- রমনদীপ সিং, আকাশ মাধওয়াল, ডেওয়াল্ড ব্রেভিস, সন্দীপ ওয়ারিয়র ও হৃত্বিক শোকিন।গুজরাট- শুভমন গিল, কেএস ভরত, শিবম মাভি, সাই কিশোর ও সাই সুদর্শন।
গুজরাটের প্রথম একাদশ
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা ও আলজারি জোসেফ।
মুম্বইয়ের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, টিম ডেভিড, পীযূষ চাওলা, ক্রিস জর্ডন, জেসন বেহরেনডর্ফ ও কুমার কার্তিকেয়া।
টস জিতলেন হার্দিক
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন হার্দিক পান্ডিয়া। টস জিতে তিনি মুম্বইকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, ওয়াংখেড়েতে শুরুতে ব্যাট করবেন রোহিত শর্মারা। রান তাড়া করবে গুজরাট টাইটানস।
জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত হার্দিকদের
মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়েতে হারালেই প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করবে গুজরাট টাইটানস। সেক্ষেত্রে ১৮ পয়েন্টে পৌঁছে যাবেন হার্দিক পান্ডিয়ারা। চেন্নাই সুপার কিংস ছাড়া আর কোনও দলের পক্ষে তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছোঁয়ার সুযোগ থাকবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।