গুজরাট টাইটান্সের প্রয়োজন আরও ২ পয়েন্ট। তা হলেই তারা পৌঁছে যাবে প্লে-অফে। আর মুম্বই ইন্ডিয়ান্স হারলে, তাদের প্লে-অফের লড়াই অনেক কঠিন হয়ে পড়বে। সেখানে টাইটান্সের চাপের তুলনায় ইন্ডিয়ান্সের চাপ থাকবে অনেক বেশি।
এক দিকে মুম্বই ইন্ডিয়ান্সরা এই আইপিএলে ৩টি ম্যাচে ২০০ বা তার বেশি রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়ে নজির গড়ে ফেলেছে। অন্য দিকে গুজরাট টাইটান্স শেষ তিনটি ম্যাচে তিন প্রতিপক্ষকে ১৩০, ১১৮ এবং তার পর ১৭১-এ আটকে দিয়েছে।
আসলে এই লড়াইটা মূলত মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং এবং টাইটান্সের বোলারদের মধ্যে হবে। টাইটান্সের মহম্মদ শামি, মোহিত শর্মা থেকে রশিদ খান, নুর আহমেদরা ভালো ছন্দে রয়েছেন। টেবল-টপার গুজরাট টাইটান্সের বোলিং শক্তি নিয়ে কোনও কথা হবে না। মহম্মদ শামি এবং রশিদ খানদের ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও ভরসা জোগাচ্ছেন। আর এক আফগান স্পিনার নুর আহমেদ নজর কেড়েছেন। শেষ ম্যাচে মোহিত শর্মা ভয়ঙ্কর হয়ে উঠেছেন।
আরও পড়ুন: মাঝের ওভারে বেশি ডট বল খেলার দায় আমার- হারের পরে ভুল স্বীকার বেঙ্কটেশের
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে তাদের আগের ম্যাচে মুম্বই ১৭ ওভারের মধ্যে ২০০ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে। সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা, নেহাল ওয়াধেরার আবির্ভাব মুম্বইয়ের ব্যাটিংকে শক্তিশালী করেছে। চোটের কারণে তিলক বর্মা খেলতে পারেননি। তাঁর জায়গায় ভরসা জুগিয়েছেন নেহাল। ইশান কিষাণ কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন। বিগ-হিটার টিম ডেভিড এবং ক্যামেরন গ্রিনও দায়িত্ব নিচ্ছেন। সব মিলিয়ে মুম্বইকে ব্যাটিং শক্তি হিসেবে গণনা করা হচ্ছে।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মুম্বইয়ের শেষ দু'টি ম্যাচ মিস করার পর, তিলক বর্মা আবার টাইটান্সের বিপক্ষে খেলার জন্য ফিট। তবে প্রথমে ব্যাট করলে তিলককে বাদ দিয়ে একাদশ করবে মুম্বই। আকাশ মাধওয়ালের সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পরে রদবদল করা হবে। আর উল্টোটা হলে, আগে তিলক শুরু কবে। পরে তার জায়গায় খেলবেন আকাশ।
আরও পড়ুন: DC-র মতো প্লে-অফের স্বপ্ন কার্যত শেষ KKR-এর, অক্সিজেন পেল RR
জোশ লিটলের অনুপস্থিতিতে আলজারি জোসেফই সম্ভবত খেলবেন। গুজরাট টাইটান্স টিমে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
ইমপ্যাক্ট প্লেয়ার মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের দ্বাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল।
ইমপ্যাক্ট প্লেয়ার মিলিয়ে গুজরাট টাইটান্সের দ্বাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, নুর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা।