বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs KKR: লাকি চার্ম কলকাতা, ১ ম্যাচের সাফল্যেই গত ১০ ম্যাচের পারফর্ম্যান্সকে টেক্কা দিলেন বুমরাহ

MI vs KKR: লাকি চার্ম কলকাতা, ১ ম্যাচের সাফল্যেই গত ১০ ম্যাচের পারফর্ম্যান্সকে টেক্কা দিলেন বুমরাহ

৫ উইকেটের উচ্ছ্বাস বুমরাহর। ছবি- আইপিএল।

প্রায় ৪০ ওভার বল করে যা অর্জন করেন, কলকাতার বিরুদ্ধে ৪ ওভারেই সেটা দ্বিগুন করে নেন জসপ্রীত।

প্রায় ৪০ ওভার বলে করে তিনশোর কাছে রান খরচ করার পরে যতটুকু সাফল্য পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ, কলকাতার বিরুদ্ধে এক ম্যাচেই ঠিক ততটা ব্যক্তিগত সাফল্য আসে বুমরাহর ঝুলিতে। সেদিক থেকে কলকাতা চলতি আইপিএল মরশুমে বুমরাহর কাছে লাকি চার্ম হিসেবে চিহ্নিত হতে পারে।

আসলে এবছর মুম্বই ইন্ডিয়ান্সের সার্বিক পারফর্ম্যান্স খারাপ হওয়ার পিছনে বুমরাহর উইকেট তুলতে না পারাও দায়ি। এমনটা নয় যে, মন্দ বোলিং করেছেন জসপ্রীত। তিনি নিয়ন্ত্রিত বোলিং করলেও বাকিরা রান খরচ করেছেন যথেচ্ছ। প্রতিপক্ষের সেরা বোলার উইকেট না পেলে ব্যাটসম্যানদের বাড়তি মনোবল পাওয়াই স্বাভাবিক।

আরও পড়ুন:- MI vs KKR: কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাট ধাক্কা মুম্বই শিবিরে, IPL 2022 থেকে ছিটকে গেলেন সূর্যকুমার

বুমরাহ টুর্নামেন্টের প্রথম ১০টি ম্যাচে সাকুল্যে ৩৮.২ ওভার বল করেছেন। ২৯৪ রান খরচ করে নিয়েছেন মোটে ৫টি উইকেট। এবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভার বল করে বুমরাহ মাত্র ১০ রান খরচ করে তুলে নেন ৫টি উইকেট। সুতরাং, এক ম্যাচের পারফর্ম্যান্সেই আগের ১০ ম্যাচকে টেক্কা দিলেন জসপ্রীত।

আরও পড়ুন:- IPL Points Table: লিগ টেবিলে চেন্নাই ও পঞ্জাবকে টপকে গেল KKR, আশার প্রদীপ টিমটিম করে জ্বলছে

সার্বিকভাবে আইপিএল ২০২২-এর ১১ ম্যাচে ১০টি উইকেট সংগ্রহ করেন বুমরাহ। তিনি ওভার প্রতি খরচ করেছেন ৭.৪১ রান।

বন্ধ করুন
Live Score