
MI vs KKR: বুমরাহর ৫ উইকেটেও রোগ সারল না মুম্বইয়ের, রোহিতদের হারিয়ে কোনও রকমে টিকে রইল কলকাতা
Updated: 09 May 2022, 11:38 PM IST- ৪ বলে মুম্বইয়ের তিনজন ব্যাটসম্যান রান-আউট হন। এক ওভারে ৩ উইকেট নেন প্যাট কামিন্স।
খাতায়-কলমে চলতি আইপিএলের প্লে-অফের দৌড়ে এখনও টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে বাস্তবে তাদের শেষ চারে জায়গা করে নেওয়া কার্যত অসম্ভব। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে ফেলে। ডিওয়াই পাতিল স্টেডিয়ামের সম্মুখসমরে কলকাতার উপর তুলনায় চাপ থাকলেও মুম্বই খোলা মনে খেলতে নামে। সেকারণেই শ্রেয়স আইয়ারদের কাজ সহজ ছিল না মোটেও। তবে রোহিতদের হারিয়ে শেষ হাসি হাসে কলকাতাই।
দল হারলেও দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জসপ্রীত বুমরাহ। তিনি ৪ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
কলকাতা নাইট রাইডার্সের ৯ উইকেটে ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৩ ওভারে ১১৩ রানে অল-আউট হয়ে যায়। ৫২ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে কলকতা।
১৭.৩ ওভারে রান-আউট হন বুমরাহ। ৪ বলে মুম্বইয়ের ৩ জন ব্যাটসম্যান রান-আউট হয়ে মাঠ ছাড়েন। মুম্বই ১১৩ রানে অল-আউট হয়ে যায়।
১৭.২ ওভারে ক্যাচ মিস হওয়া সত্ত্বেও রান-আউট হয়ে মাছ ছাড়তে হয় পোলার্ডকে। ১টি ছক্কার সাহায্য ১৬ বলে ১৫ রান করে আউট হন কায়রন। মুম্বই ১১৩ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান রিলি মেরেডিথ।
১৬.৬ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন কুমার কার্তিকেয়া। ৫ বলে ৩ রান করেন তিনি। মুম্বই ১১২ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত।
১৪.৬ ওভারে কামিন্সের বলে বরুণের হাতে ধরা পড়েন অশ্বিন। কামিন্স এক ওভারে ৩টি উইকেট নেন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি অশ্বিন। মুম্বই ১০২ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কুমার কার্তিকেয়া।
১৪.৪ ওভারে কামিন্সের বলে জ্যাকসনের দস্তানায় ধরা পড়েন ড্যানিয়েল স্যামস। ২ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ১০২ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুরুগান অশ্বিন।
১৪.১ ওভারে কামিন্সের বলে রিঙ্কুর হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন ইশান। মুম্বই ১০০ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ড্যানিয়েল স্যামস।
১২.২ ওভারে বরুণের বলে রাহানের হাতে ধরা পড়েন টিম ডেভিড। ৩টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ৮৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন পোলার্ড। তিনি ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁরান। ১৩ ওভারে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ৯০ রান। ইশান ৪৩ রানে ব্যাট করছেন।
১০.৩ ওভারে রাসেলের বলে রানার হাতে ধরা পড়েন রমনদীপ। ১৬ বলে ১২ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ৬৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন টিম ডেভিড। তিনি ওভারের শেষ তিনটি বলে পরপর তিনটি চার মারেন। ১১ ওভার শেষে মুম্বইয়ের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান।
৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৫৮ রান। ৩১ বলে ৩৩ রান করেছেন ইশান কিষাণ। ১২ বলে ১০ রান করেছেন রমনদীপ।
বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই কলকাতাকে সাফল্য এনে দিলেন রাসেল। ৪.৬ ওভারে রাসেলের বলে রানার হাতে ধরা পড়েন তিলক বর্মা। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৬ রান করেন তিনি। মুম্বই ৩২ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রমনদীপ সিং। পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ২ উইকেটের বিনিময়ে ৩৭ রান তুলেছে। ইশান ২২ বলে ২২ রান করেছেন।
টেকনিকে রদবদল সত্ত্বেও কোনও লাভ হয়নি অজিঙ্কা রাহানের। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ২৪ বলে ২৫ রান করে আউট হয়ে যান। বিস্তারিত পড়ুন:- IPL 2022: দলে ফিরে টেকনিকে ব্যাপক পরিবর্তন, তাতেও ২৪ বলে ২৫-র বেশি করতে পারলেন না রাহানে!
৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ১৬ রান। ইশান কিষাণ ১২ বলে ১০ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।
প্রথম ওভারের শেষ বলে রোহিতকে ফিরিয়ে দেন সাউদি। ৬ বলে ২ রান করে জ্যাকসনের দস্তানায় ধরা পড়েন হিটম্যান। মুম্বই ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন তিলক বর্মা।
মুম্বইয়ের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। কলকাতার হয়ে বোলিং শুরু করেন টিম সাউদি। দ্বিতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন রোহিত।
শেষ ওভারে বুমরাহ মাত্র ১ রান খরচ করেন। কলকাতা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলেছে। জয়ের জন্য মুম্বইয়ের দরকার ১৬৬ রান। রিঙ্কু সিং ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। বুমরাহ ৪ ওভারে ১টি মেডেন-সহ ১০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
১৮.৬ ওভারে স্যামসের বলে পোলার্ডের হাতে ধরা পড়েন সাইদি। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। কলকাতা ১৬৪ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান বরুণ চক্রবর্তী।
১৭.৪ ওভারে বুমরাহর বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সুনীল নারিন। প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন নারিন। বুমরাহ ৫ উইকেট পূর্ণ করেন। কলকাতা ১৫৬ রানে ৮ উইকেট হারায়। যদিও হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় বুমরাহর। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম সাউদি।
১৭.৩ ওভারে বুমরাহর বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। কলকাতা ১৫৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন নারিন।
১৭.১ ওভারে বুমরাহর বলে স্যামসের হাতে ধরা পড়েন শেলডন জ্যাকসন। ৭ বলে ৫ রান করে মাঠ ছাড়েন জ্যাকসন। কলকাতা ১৫৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন কামিন্স।
১৭ ওভার শেষে কেকেআর ৫ উইকেটের বিনিময়ে ১৫৬ রান সংগ্রহ করেছে। রিঙ্কু সিং ১৫ ও শেলডন জ্যাকসন ৫ রানে ব্যাট করছেন।
১৪.৫ ওভারে বুমরাহর বলে ইশানের দস্তানায় ধরা পড়েন রানা। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন রানা। কলকাতা ১৩৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শেলডন জ্যাকসন। ১৫ ওভারে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৪০ রান।
১৪.২ ওভারে বুমরাহর বলে পোলার্ডের হাতে ধরা পড়েন আন্দ্রে রাসেল। ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ৯ রান করে মাঠ ছাড়েন দ্রে রাস। কলকাতা ১৩৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রিঙ্কু সিং।
১৩.১ ওভারে মুরুগান অশ্বিনের বলে ইশান কিষাণের দস্তানায় ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৬ রান করে মাঠ ছাড়েন শ্রেয়স। কলকাতা ১২৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। তিনি প্রথম বলে ২ রান নেন। পরের বলেই ছক্কা হাঁকান। ১৪ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ১৩৬। রানা ৪৩ রানে ব্যাট করছেন।
১৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ২ উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলেছে। নীতিশ রানা ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৯ রান করেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করেছেন শ্রেয়স আইয়ার।
১০.২ ওভারে কুমার কার্তিকেয়ার বলে বোল্ড হন অজিঙ্কা রাহানে। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৫ রান করেন অজিঙ্কা। কলকাতা ৮৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। কলকাতা ১১ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে। কার্তিকেয়ার ওভারের শেষ ২টি বলে জোড়া ছক্কা হাঁকান নীতিশ রানা। তিনি ১৬ বলে ২২ রান করেছেন।
বেঙ্কটেশ ফিরতে রান তোলার গতি কমে কলকাতার। তারা ৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৮ রান সংগ্রহ করেছে। রাহানে ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৮ রান করেছেন। রানা ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৮ রান করেছেন।
পাওয়ার প্লে-র মধ্যেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় কলকাতা। তবে বেঙ্কটেশ আইয়ারের উইকেটও হারাতে হয় তাদের। ৫.৪ ওভারে কুমার কার্তিকেয়ার বলে ড্যানিয়েল স্যামসের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন আইয়ার। কলকাতা ৬০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নীতিশ রানা। কেকেআর পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৪ রান তুলেছে। রানা ৪ ও রাহানে ৯ রানে ব্যাট করছেন।
৩ ওভার শেষে কলকাতা কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২০ রান করেছেন বেঙ্কটেশ আইয়ার। ৫ বলে ৪ রান করেছেন রাহানে।
মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কতটা। বিস্তারিত পড়ুন:- IPL 2022 KKR Playoff Scenario: এখনও IPL-র প্লে-অফে যেতে পারে KKR, তবে সেটার থেকে চাঁদে ঘুরে আসা সহজ হতে পারে!
কলকাতার হয়ে ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে ও বেঙ্কটেশ আইয়ার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং শুরু করেন ড্যানিয়েল স্যামস। প্রথম ওভারে মোট ৪ রান ওঠে। বেঙ্কটেশ ৩ ও রাহানে ১ রান করেন।
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), রমনদীপ সিং, তিলক বর্মা, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমার, কুমার কার্তিকেয়া ও রিলি মেরেডিথ।
অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, রিঙ্কু সিং, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, টিম সাউদি ও বরুণ চক্রবর্তী।
মুম্বই ম্যাচের প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়েন কলকাতার পাঁচজন ক্রিকেটার। রিজার্ভ বেঞ্চে ফিরতে হয়েছে অ্যারন ফিঞ্চ, অনুকূল রায়, হর্ষিত রানা, শিবম মাভি ও বাবা ইন্দ্রজিৎকে। দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আইয়ার, প্যাট কামিন্স, শেলডন জ্যাকসন ও বরুণ চক্রবর্তী। উমেশ যাদবের চোট এখনও সারেনি। ফলে মাঠে ফেরা হচ্ছে না তাঁর। মুম্বই ইন্ডিয়ান্স সূর্যকুমারের বদলে মাঠে নামায় রমনদীপ সিংকে।
কলকাতার বিরুদ্ধে চলতি আইপিএলের ফিরতি ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। চোটের জন্য ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য তারকা সূর্যকুমার যাদব। বিস্তারিত পড়ুন:- MI vs KKR: কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাট ধাক্কা মুম্বই শিবিরে, IPL 2022 থেকে ছিটকে গেলেন সূর্যকুমার
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কেকেআরকে।
আইপিএল ২০২২-এর প্রথম লেগে মুম্বই ইন্ডিয়ান্সকে ২৪ বল বাকি থাকতে ৫ উইকেটে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে মুম্বই ৪ উইকেটে ১৬১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ১৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৫ বলে অপরাজিত ৫৬ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন প্যাট কামিন্স।
১. চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।
২. আরসিবির কাছে ৩ উইকেটে হেরে যায়।
৩. পঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করে।
৪. মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৫. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হার মানে।
৬. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৭. রাজস্থান রয়্যালসের কাছে ৭ রানে হেরে যায়।
৮. গুজরাট টাইটানসের কাছে ৮ রানে হার মানে।
৯. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে পরাজিত হয়।
১০. রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করে।
১১. লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭৫ রানে হেরে যায়।
জটিল অঙ্কের নিরিখে কলকতার প্লে-অফে যাওয়ার রাস্তা খোলা রয়েছে এখনও। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারলে টুর্নামেন্টের লিগ পর্ব থেকে সরকারিভাবে বিদায় নিতে হবে কেকেআরকে। মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই নিজেদের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করার কাজে নেমে পড়েছে। তাই কলকাতাকে হারিয়ে নিজেদের দলে টেনে নিতে মরিয়া রোহিত শর্মারা।