যে রকম ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করছিলেন, তাতে হাফ-সেঞ্চুরি বাঁধা দেখাচ্ছিল। তবে ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়া থেকে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিসকে।
হাফ-সেঞ্চুরি হাতছাড়া হলেও চার-ছক্কায় ঝড় তুলে নিজের জাত চেনালেন যুব বিশ্বকাপ মাতিয়ে আসা ১৮ বছর বয়সী প্রোটিয়া তারকা। সেই সঙ্গে চলতি আইপিএলের সব থেকে বড় ছক্কা হাঁকানোর নজির গড়েন তিনি।
পুণের এমসিএ স্টেডিয়ামে পঞ্জাব কিংসের ৫ উইকেটে ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নামে মুম্বই। ৩.৪ ওভারে রোহিত শর্মা আউট হলে ব্যাট হাতে ক্রিজে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। শেষমেশ ১০.৬ ওভারে ওডিন স্মিথের বলে অর্শদীপ সিংয়ের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ব্রেভিস। মাঠ ছাড়ার আগে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন বেবি এবি।
আপও পড়ুন:- IPL 2022: ১-৪-৬-৬-৬-৬, চাহারকে পিটিয়ে জাত চেনালেন বেবি এবি, নেট পাড়ায় আলোড়ন
ইনিংসের নবম ওভারে রাহুল চাহারের বলে ১টি চার ও ৪টি ছক্কা মারেন ব্রেভিস। শেষ ছক্কাটি ছিল ১১২ মিটার লম্বা। চলতি আইপিএলের এটাই এখনও পর্যন্ত দীর্ঘতম ছক্কা। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন ১০৮ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন।