বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs PBKS: ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন হার্দিক,তিন ম্যাচে হারের ধারা কাটল রোহিতদের
হার্দিক পান্ডিয়া। ছবি- আইপিএল।

MI vs PBKS: ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন হার্দিক,তিন ম্যাচে হারের ধারা কাটল রোহিতদের

পঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

আবু ধাবিতে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্টের নিরিখে দু'দলই একই জায়গায় দাঁড়িয়ে ছিল ম্যাচের আগে। শেষমেশ পঞ্জাবকে হারিয়ে এগিয়ে যায় মুম্বই।

28 Sep 2021, 11:27:25 PM IST

৬ উইকেটে জয় মুম্বইয়ের

পঞ্জাবের ৬ উইকেটে ১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১ ওভার বাকি থাকতে ৪ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে যায়। হার্দিক ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। পোলার্ড ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৫ রান করে নট-আউট থাকেন।

28 Sep 2021, 11:20:07 PM IST

চার-ছক্কায় ম্যাচ জেতালেন হার্দিক

১৯তম ওভারে শামির শেষ ২টি বলে চার ও ছক্কা মেরে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া। সেই ওভারেই তৃতীয় বলে আরও ১টি চার মারেন পান্ডিয়া। মোট ১৭ রান ওঠে শামির ওভারে।

28 Sep 2021, 11:11:10 PM IST

২ ওভারে দরকার ১৬ রান

জয়ের জন্য শেষ ২ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ১৬ রান। অর্শদীপের ১৮তম ওভারে ১৩ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন পোলার্ড। মুম্বই ১৮ ওভার শেষে ১২০/৪।

28 Sep 2021, 11:03:34 PM IST

৩ ওভারে দরকার ২৯ রান

জয়ের জন্য ৩ ওভারে মুম্বইয়ের দরকার ২৯ রান। ১৭ ওভার শেষে মুম্বই ৪ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছে। হার্দিক ২৩ ও পোলার্ড ৩ রানে ব্যাট করছেন।

28 Sep 2021, 10:56:42 PM IST

সৌরভ তিওয়ারি আউট

হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন সৌরভ তিওয়ারি। ১৬তম ওভারে এলিসের প্রথম বলে  লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন তিনি। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৫ রান করে ক্রিজ ছাড়েন সৌরভ। মুম্বই দলগত ৯২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পোলার্ড। মুম্বই ১৬ ওভারে ৯৬/৪।

28 Sep 2021, 10:45:09 PM IST

জোড়া ক্যাচ মিস

১৪তম ওভারে অর্শদীপ দুই ব্যাটসম্যানকেই বিব্রত করেন। তবে দ্বিতীয় বলে হার্দিক পান্ডিয়া ও পঞ্চম বলে সৌরভ তিওয়ারির ক্যাচ মিস হয়। ১৪ ওভার শেষে মুম্বই ৮৪/৩।

28 Sep 2021, 10:22:50 PM IST

ডি'কককে ফেরালেন শামি

দশম ওভারের পঞ্চম বলে ডি'কককে বোল্ড করেন শামি। ২টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন কুইন্টন। মুম্বই ৬১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। মুম্বই ১০ ওভারে ৬২/৩।

28 Sep 2021, 10:06:06 PM IST

পাওয়ার প্লে'র ৬ ওভারে মুম্বই ৩০/২

পাওয়ার প্লে'র ৬ ওভারে মুম্বই ২ উইকেটের বিনিময়ে ৩০ রান তুলেছে। কুইন্টন ১১ ও সৌরভ ১০ রানে ব্যাট করছেন।

28 Sep 2021, 09:51:20 PM IST

গোল্ডেন ডাক সূর্যকুমারের

ক্রিজে এসে প্রথম বলেই বোল্ড হলেন সূর্যকুমার যাদব। পরপর ২ বলে মুম্বইয়ের দুই তারকাকে ফেরত পাঠালেন রবি। ক্রিজে নতুন ব্যাটসম্যান সৌরভ তিওয়ারি। তিনি হ্যাটট্রিক করতে দেননি রবিকে। মুম্বই ১৬ রানে ২ উইকেট হারায়।

28 Sep 2021, 09:50:05 PM IST

রোহিত আউট

চতুর্থ ওভারের তৃতীয় বলে রোহিতের উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৮ রান করে মনদীপের হাতে ধরা পড়েন হিটম্যান। মুম্বই ১৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

28 Sep 2021, 09:33:14 PM IST

মুম্বইয়ের রান তাড়া করা শুরু

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা ও কুইন্টন ডি'কক। পঞ্জাবের হয়ে বোলিং শুরু করেন এডেন মার্করাম। প্রথম ওভারে ৬ রান ওঠে।

28 Sep 2021, 09:17:47 PM IST

পঞ্জাব ২০ ওভারে ১৩৫/৬

পঞ্জব কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য মুম্বইয়ের দরকার ১৩৬ রান।

28 Sep 2021, 09:09:27 PM IST

হুডাকে ফেরালেন বুমরাহ

১৯তম ওভারের চতুর্থ বলে হুডার উইকেট তুলে নিলেন বুমরাহ। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৮ রান করে পোলার্ডের হাতে ধরা পড়েন হুডা। পঞ্জাব ১২৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ন্যাথন এলিস।

28 Sep 2021, 09:07:47 PM IST

১৮ ওভারে পঞ্জাব ১২২/৫

১৮ ওভার শেষে পঞ্জাব ৫ উইকেটের বিনিময়ে ১২২ রান তুলেছে। 

28 Sep 2021, 08:55:52 PM IST

মার্করাম আউট

রাহুল চাহারের বলে সাজঘরে ফেরেন মার্করাম। ২৯ বলে ৪২ করে আউট হলেন মার্করাম। দীপক হুডা ২১ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন। ১০৯ রানে ৫ উইকেট হারিয়ে ফের চাপ বাড়াল পঞ্জাব। মার্করামের পরিবর্তে নেমেছেন হরপ্রীত ব্রার।

28 Sep 2021, 08:52:28 PM IST

১৫ওভারে পঞ্জাব ১০৫/৪

দীপক হুডা, আর মার্করাম কিছুটা হলেও পঞ্জাবকে অক্সিজেন দেওয়ার দেওয়ার চেষ্টা করেছেন। হুডা ২১ বলে ২৫ রান করেছেন। ২৭ বলে ৩৮ করেছেন মার্করাম। ১৫ ওভারে ৪ উইকেটে ১০৫ রান পঞ্জাবের।

28 Sep 2021, 08:31:21 PM IST

১০ ওভারে পঞ্জাব ৬২/৪

১০ ওভার শেষে পঞ্জাব কিংস ৪ উইকেটের বিনিময়ে ৬২ রান তুলেছে। মার্করাম ১৭ রানে ব্যাট করছেন। সঙ্গে দীপক হুডা অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৩ রানে।

28 Sep 2021, 08:15:55 PM IST

বুমরাহ ফেরালেন পুরানকে

অষ্টম ওভারের তৃতীয় বলে বুমরাহ ফেরালেন পুরানকে। ৩ বলে ২ রান করে এলবিডব্লিউ হন নিকোলাস। পঞ্জাব ৪৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীপক হুডা।

28 Sep 2021, 08:09:52 PM IST

লোকেশ রাহুলের উইকেট তুলে নিয়ে পোলার্ডের মাইলস্টোন

ক্রিস গেইলকে ফেরানোর পর একই ওভারের চতুর্থ বলে লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেন পোলার্ড। টি-২০ ক্রিকেটে পোলার্ডের ৩০০তম শিকার লোকেশ। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২১ রান করে বুমরাহর হাতে ধরা পড়েন লোকেশ। পঞ্জাব ৪১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পুরান।

28 Sep 2021, 08:06:05 PM IST

গেইলকে ফেরালেন পোলার্ড

বল হাতে নিয়েই ক্রিস গেইলের উইকেট তুলে নিলেন কায়রন পোলার্ড। সপ্তম ওভারের দ্বিতীয় বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন দ্য ইউনিভার্স বস। ৪ বলে ১ রান করেন গেইল। পঞ্জাব ৩৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এডেন মার্করাম।

28 Sep 2021, 08:01:07 PM IST

পঞ্জাবের ওপেনিং জুটি ভাঙলেন ক্রুণাল

পাওয়ার প্লে'র শেষ ওভারে মনদীপকে ফিরিয়ে পঞ্জাব কিংসের ওপেনিং জুটি ভাঙলেন ক্রুণাল পান্ডিয়া। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন মায়াঙ্কের বদলে দলে ঢোকা মনদীপ। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৫ রান করেন। পঞ্জাব দলগত ৩৬ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস গেইল। পাওার প্লে'র ৬ ওভারে পঞ্জাব ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে। রাহুল ২০ রানে ব্যাট করছেন।

28 Sep 2021, 07:32:23 PM IST

ম্যাচ শুরু

মায়াঙ্ক নেই। মনদীপকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন ক্রুণাল পান্ডিয়া। প্রথম ওভারে ৪ রান ওঠে।

28 Sep 2021, 07:31:23 PM IST

পঞ্জাবের প্রথম একাদশ

পঞ্জাব চার বিদেশির কোটায় মাঠে নামায় গেইল, মার্করাম, পুরান, এলিসকে।প্রথম একাদশ: লোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ক্রিস গেইল, এডেন মার্করাম, মনদীপ সিং, নিকোলাস পুরান, দীপক হুডা, রবি বিষ্ণোই, ন্যাথন এলিস, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং ও মহম্মদ শামি।

28 Sep 2021, 07:30:03 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

মুম্বই চার বিদেশির কোটায় ডি'কক, পোলার্ড, কুল্টার-নাইল ও বোল্টকে মাঠে নামায়।প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সৌরভ তিওায়ারি, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, ন্যাথন কুল্টার-নাইল, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

28 Sep 2021, 07:10:22 PM IST

দলে নেই মায়াঙ্ক

ঘাড়ে টান ধরায় মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারলেন না পঞ্জাব ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তাঁর পরিবর্তে লোকেশ রাহুলরা প্রথম একাদশে সুযোগ করে দেন মনদীপ সিংকে।

28 Sep 2021, 07:08:23 PM IST

বাদ পড়লেন ইশান কিষাণ

খারাপ ফর্মের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ থেকে বাদ পড়লেন ইশান কিষাণ। ক'দিন পরেই আমিরশাহিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ইশানকে বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা করে দিয়েছেন জাতীয় নির্বাচকরা। স্বাভাবিকভাবেই তাঁর ফর্মে না থাকা দুশ্চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। ইশানের বদলে দলে ফিরলেন সৌরভ তিওয়ারি। মুম্বই প্রথম একাদশে আরও একটি বদল করে। তারা অ্যাডাম মিলিনের বদলে মাঠে নামায় ন্যাথন কুল্টার-নাইলকে।

28 Sep 2021, 07:06:29 PM IST

টস জিতল মুম্বই

আবু ধাবিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাবকে। সুতরাং, টস হেরে শুরুতে ব্যাটিং লোকেশ রাহুলদের।

28 Sep 2021, 07:06:29 PM IST

মুখোমুখি সাক্ষাতের ফলাফল

খেতাবের নিরিখে আইপিএলে আধিপত্য দেখালেও পঞ্জাব কিংস বরাবর মুম্বই ইন্ডিয়ান্সকে কড়া টক্কর দিয়েছে। এখনও পর্যন্ত পঞ্জাবের বিরুদ্ধে মোট ১৪টি ম্যাচ জিতেছে মুম্বই। পঞ্জাব রোহিতদের হারিয়েছে ১৩টি ম্যাচে। সুতরাং, লড়াই চলে কার্যত সেয়ানে-সেয়ানে। 

28 Sep 2021, 07:06:29 PM IST

প্রথম লেগের ফলাফল

চিপকে প্রথম লেগের ম্যাচে মুম্বইকে ৯ উইকেটে পরাজিত করে পঞ্জাব। প্রথমে ব্যাট করে মুম্বই ৬ উইকেটে ১৩১ রান তোলে। রোহিত ৬৩ ও সূর্যকুমার ৩৩ রান করেন। ২টি করে উইকেট নেন শামি ও বিষ্ণোই। পালটা ব্যাট করতে নেমে পঞ্জাব ১৭.৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩২ রান তুলে নেয়। রাহুল অপরাজিত ৬০, মায়াঙ্ক ২৫ ও গেইল অপরাজিত ৪৩ রান করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.