চার-ছক্কায় ভরা ধুমধাড়াক্কা ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল পঞ্জাব কিংস। হাই-স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচে সংক্ষিপ্ত ব্যবধানে হার মানতে হয় রোহিত শর্মাদের।
টস জিতে পঞ্জাব কিংসকে শুরুতে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। পঞ্জাব একসময় ৯.৪ ওভারে ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন স্যাম কারান। তিনি মাত্র ২৯ বলে দলের হয়ে সব থেকে বেশি ৫৫ রান করে আউট হন। কারান ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। ২৮ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস খেলেন হরপ্রীত সিং। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। শেষ বেলায় ৪টি ছক্কার সাহায্যে ৭ বলে ২৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন জিতেশ শর্মা।
এছাড়া ম্যাথিউ শর্ট ১০ বলে ১১, প্রভসিমরন সিং ১৭ বলে ২৬, অথর্ব টাইডে ১৭ বলে ২৯ ও লিয়াম লিভিংস্টোন ১২ বলে ১০ রানের যোগদান রাখেন। মুম্বইয়ের হয়ে ১৫ রানে ২টি উইকেট নেন পীযূষ চাওলা। ৪১ রানে ২টি উইকেট দখল করেন ক্যামেরন গ্রিন। অর্জুন তেন্ডুলকর ৩ ওভারে ৪৮ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। এছাড়া ১টি করে উইকেট পকেটে পোরেন জেসন বেহরেনডর্ফ ও জোফ্রা আর্চার।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই শুরু থেকেই পালটা লড়াই চালায়। যদিও জয়ের দোরগোড়ায় গিয়ে থেমে যেতে হয় রোহিত শর্মাদের। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রানে আটকে যায়। হাই-স্কোরিং ম্যাচে ১৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে পঞ্জাব কিংস।
দল হারায় ব্যর্থ হয় সূর্যকুমার যাদবের মারকাটারি হাফ-সেঞ্চুরি। তিনি ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৫৭ রান করে আউট হন। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ক্য়ামেরন গ্রিনও। তিনি ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৬৭ রান করে মাঠ ছাড়েন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি ২৭ বলে ৪৪ রান করে আউট হন। হিটম্যান ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। টিম ডেভিড ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।
পঞ্জাবের হয়ে অর্শদীপ সিং ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন ন্যাথন এলিস ও লিয়াম লিভিংস্টোন। ম্যাচে দুই ইনিংসে মিলিয়ে মোট ৪১৫ রান ওঠে। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্যাম কারান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।