এই ম্যাচে ব্যাঙ্গালোরের পরাজয়ের ফলে সাত নম্বরে নামল ব্যাঙ্গালোর। প্লে অফের দৌড়ে বড় লাফ দিল মুম্বই। টেবিলের তিনে উঠে গেল রোহিতরা।
ছয় উইকেটে জিতল মুম্বই
১৭তম ওভারটি বল করতে এসেছিলেন হার্ষাল প্যাটেল। ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে জেতালেন নেহাল ওয়াধেরা। এই ছক্কার ফলে নিজের অর্ধশতরানও করেন নেহাল।
১৬ ওভার শেষে MI স্কোর ১৭৪/২
বিজয়কুমার ভিশাকের এই ওভারে ১৯ রান নেয় মুম্বই। এর সঙ্গে দুটি উইকেট পায় RCB.
আউট টিম ডেভিড
সূর্য আউট হতেই মাঠে নামলেন টিম ডেভিড। তিনি খাতা না খুলেই সাজঘরে ফিরে যান। ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
আউট সূর্যকুমার যাদব
বিজয়কুমার ভিশাক ম্যাচের ১৬তম ওভারে বল করতে এলেন। এই ওভারেও ছয় ও চার মারলেন সূর্যকুমার যাদব। তবে ওভারের চতুর্থ বলে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সূর্য। ৩৫ বলে ৮৩ রান করেছেন সূর্য।
১৫ ওভার শেষে MI স্কোর ১৭৪/২
হাসারাঙ্গার এই ওভারের শুরুতেই ছক্কা মারলেন সূর্যকুমার যাদব। ওভারের তৃতীয় বলেও ছক্কা মারেন তিনি। পরে নেহালও চার মারেন। এই ওভারে হাসারাঙ্গা ২০ রান খরচ করেন। ৩১ বলে ৬৭ রান করেছেন সূর্য, নেহালের সংগ্রহ ৩১ বলে ৪৫ রান।
১৪ ওভার শেষে MI স্কোর ১৫৪/২
মহম্মদ সিরাজ বল করতে এলেন। ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। এই ওভারে ১৩ রান নিল MI.
সূর্যের পঞ্চাশ
মহম্মদ সিরাজ বল করতে এলেন। ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। ২৬ বলে অর্ধশতরান করলেন তিনি।
১৩ ওভার শেষে MI স্কোর ১৪১/২
হার্ষাল প্যাটেলের এই ওভারে মোট ১৭ রান নিল মুম্ই ইন্ডিয়ান্স। ২৮ বলে ৪০ রান করেছেন নেহাল এবং সূর্যের ব্যাট থেকে এসেছে ২২ বলে ৩৯ রান। ৪৯ বলে ৮৮ রানের জুটি গড়েছেন দুই তারকা।
১২ ওভার শেষে MI স্কোর ১২৪/২
ফ্যাফ এবার হ্যাজেলউডকে ফিরিয়ে আনলেন। ওভারের প্রথম বল ওয়াইড করেন তবে পরে রানে ব্রেক লাগিয়েছিলেন তিনি। তবে ওভারের শেষ বলে দুটি চার মারেন সূর্যকুমার যাদব। এই ওভারে ১০ রান দেন তিনি।
১১ ওভার শেষে MI স্কোর ১১৪/২
ফের বল হাতে ফিরলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই ওভারে হাসারাঙ্গার ক্লাস নিলেন সূর্য-নেহাল। এই ওভারে ১৫ রান নিল মুম্বই। নেহাল ও সূর্য দুজনেই এই ওভারে একটি করে ছক্কা হাঁকালেন।
১০ ওভার শেষে MI স্কোর ৯৯/২
হার্ষাল প্যাটেলের এই ওভারে ১০ রান নিল মুম্বই। নেহাল ১৭ বলে ২৫ রান করেছেন এবং সূর্যকুমার যাদব ১৪ বলে ১৮ রান করে খেলছেন।
নবম ওভার শেষে MI স্কোর ৮৯/২
ফের বল করতে এলেন হাসারাঙ্গা। কিন্তু সাবধানে এই ওভার খেললেন সূর্য-নেহালরা। এই ওভারে মাত্র সাত রান নিল MI.
আট ওভার শেষে MI স্কোর ৮২/২
বিজয়কুমার ভিশাককে ফিরিয়ে আনা হল। এই ওভারে ৮ রান নিল MI. সূর্য ১১ বলে ১৫ রান করে খেলছেন এবং নেহাল ৮ বলে ১৪ রান করে ক্রিজে রয়েছেন।
সপ্তম ওভার শেষে MI স্কোর ৭৪/২
ম্যাচের সপ্তম ওভারটিতে বল করতে এলেন হার্ষাল প্যাটেল। এই ওভারে তিনি ১২ রান খরচ করলেন। নেহাল ওয়াধেরা সাত বলে ১৩ রান করেছেন এবং ৬ বলে ৮ রান করে খেলছেন সূর্যকুমার যাদব।
ছয় ওভার শেষে MI স্কোর ৬২/২
পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে এলেন বিজয়কুমার ভিশাক। নেহাল ওয়াধেরা এই ওভারে একটি ছক্কা মারেন। মোট ১০ রান দেন তিনি।
পঞ্চম ওভার শেষে MI স্কোর ৫২/২
দারুণ ওভার করলেন হাসারাঙ্গা। ১১ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। প্রথমে ইশান কিষাণ ও পরে রোহিত শর্মাকে ফেরালেন তিনি।
আউট রোহিত
হাসারাঙ্গার এই ওভারে ১১ রান খরচ করে দুটি উইকেট শিকার করল RCB. ৮ বলে সাত রান করে সাজঘরে ফিরলেন MI ক্যাপ্টেন।
আউট ইশান কিষাণ
বল করতে এলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওভারের শুরুতেই চার মারেন এবং ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন তিনি। তবে ওভারের চতুর্থ বলেই ইশান কিষাণকে ফেরান হাসারাঙ্গা। ২১ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন ইশান কিষাণ। MI এর ৫১ রানে প্রথম উইকেট হারায়।
চার ওভার শেষে MI স্কোর ৪১/০
হ্যাজেলউড এই ওভারে সাত রান দিয়েছিলেন। একটি ছক্কা ছাড়া একটি শর্ট রান দিলেন জোশ। ১৭ বলে ৩২ রান করেছেন ইশান কিষাণ এবং রোহিত শর্মা সাত বলে সাত রান করেছেন।
তৃতীয় ওভার শেষে MI স্কোর ৩৪/০
ফের বল হাতে ফিরলেন মহম্মদ সিরাজ। এই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা মারলেন ইশান কিষাণ। এই ওভারে ১৫ রান দিলেন সিরাজ। ইশান কিষাণ ১৪ বলে ২৬ রান করেন এবং চার বলে সাত রান করে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা।
দ্বিতীয় ওভার শেষে MI স্কোর ১৯/০
এই ওভারে বল করতে এলেন জোশ হ্যাজেলউড। এই ওভারে বল করতে এসে ১৫ রান দিলেন তিনি। ৯ বলে ১৩ রান করে খেলছেন ইশান কিষাণ অন্যদিকে ৩ বলে ৬ রান করেছেন রোহিত শর্মা।
প্রথম ওভার শেষে MI স্কোর ৪/০
প্রথম ওভারে বল করতে এলেন মহম্মদ সিরাজ। ওভারের প্রথম বলেই চার মারলেন ইশান কিষাণ। তবে বাকি পাঁচ বলে আর রান নিতে পারেননি ইশান কিষাণ। ৬ বলে চার রান করলেন ইশান কিষাণ।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নামলেন ইশান-রোহিত
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নামলেন ইশান-রোহিত। প্রতি ওভার পিছু ১০ রান করে করতে হবেই। এখন দেখার MI কী করে?
২০ ওভার শেষে RCB স্কোর ১৯৯/৬
ইনিংসের শেষ ওভার বল করতে এলেন আকাশ মাধওয়াল। দারুণ একটা ওভার বল করলেন তিনি। ইনিংসের শেষ ওভারে দিলেন মাত্র ৬ রান। ফলে ২০০ রান করতে পারল না RCB. শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ১৯৯/৬ রান তুলল ব্যাঙ্গালোর। MI এর সামনে জয়ের জন্য ২০০ রানের লক্ষ্য দিল RCB.
১৯ ওভার শেষে RCB স্কোর ১৯৩/৬
ওভারের প্রথম ওভারে কার্তিককে ফেরালেও পরে দুটো চার হজম করলেন জর্ডন। নিজের চার ওভার বল করে ৪৮ রান দিয়ে একটি উইকেট শিকার করলেন তিনি। এবং নিজের স্পেলের শেষ ওভারে দিলেন ৮ রান।
আউট কার্তিক
মুম্বই-এর জার্সিতে নিজের প্রথম উইকেট শিকার করলেন জর্ডন। নিজের চতুর্থ ওভারের প্রথম বলেই দীনেশ কার্তিককে ফেরালেন তিনি।
১৮ ওভার শেষে RCB স্কোর ১৮৫/৫
কুমার কার্তিকেয় এই ম্যাচে নিজের চতুর্থ ওভার বল করতে এসেছেন। প্রথম দু বলেই দুটো চার হজম করেন তিনি। তবে এখানেই শেষ নয় ওভারে চতুর্থ বলে ছয় মারেন দীনেশ কার্তিক। এই ওভারে ১৫ রান দেন কুমার কার্তিকেয়।
১৭ ওভার শেষে RCB স্কোর ১৭০/৫
এই ম্যাচে নিজের তৃতীয় ওভার করতে ফিরে এলেন ক্রিস জর্ডন। এর আগে তিনি দুই ওভারে ৩১ রান খরচ করেছিলেন। এই ওভারে তিনি দিলেন ৯ রান। তব এই ওভারে কার্তিকের সহজ ক্যাচ গ্রিন ছেড়ে দেন বলে কোনও সাফল্য পেলেন না জর্ডন।
১৬ ওভার শেষে RCB স্কোর ১৬১/৫
ফিরিয়ে আনা হল কুমার কার্তিকেয়কে। এই ওভারে ৯ রান দিলেন কুমার কার্তিকেয়। কেদার যাদব ৫ বলে ৮ রান করেছেন এবং দীনেশ কার্তিক ৭ বলে ৮ রান করে খেলছেন।
১৫ ওভার শেষে RCB স্কোর ১৫২/৫
দারুণ একটা সফল ওভার করলেন ক্যামরন গ্রিন। মাত্র ছয় রান দিয়ে একটি উইকেট শিকার করলেন তিনি।
আউট ফ্যাফ
৪১ বলে ৬৫ রান করে গ্রিনের শিকার হলেন ফ্যাফ ডু প্লেসি। বিষ্ণু বিনোদ দারুণ একটা জাগলিং ক্যাচ ধরলেন।
১৪ ওভার শেষে RCB স্কোর ১৪৬/৪
MI এর জন্য একটি দারুণ ওভার বল করলেন কুমার কার্তিকেয়। এই ওভারে মাত্র ছয় রান দিয়ে একটি উইকেট নিলেন তিনি।
আউট মহিপাল লোমরর
কুমার কার্তিকেয়র বলে আউট মহিপাল লোমরর। তিন বলে ১ রান করে আউট হলেন মহিপাল লোমরর। বোল্ড করলেন কুমার কার্তিকেয়।
১৩ ওভার শেষে RCB স্কোর ১৪০/৩
ফের জেসন বেহরেনডর্ফকে দিয়ে বাজিমাত করলেন রোহিত শর্মা। এই ওভারে ম্যাক্সওয়েলকে ফিরিয়ে মাত্র ৯ রান দিলেন জেসন বেহরেনডর্ফ। তিনি এদিনের ম্যাচে চার ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন।
আউট ম্যাক্সওয়েল
ফের জেসন বেহরেনডর্ফকে ফিরিয়ে আনা হল। এবং এবারে সাফল্য পেলেন জেসন বেহরেনডর্ফ। ম্যাক্সওয়েলকে ফেরালেন তিনি। ৩৩ বলে ৬৮ রান করলেন ম্যাক্সওয়েল। নিজের এদিনের ইনিংসে তিনি চারটি ছক্কা ও ৮টি চার মেরেছেন।
১২ ওভার শেষে RCB স্কোর ১৩১/২
রানের পাহাড়ের দিকে এগিয়ে চলেছে RCB. চাওলার এই ওভারে ১২ রান নিল ম্যাক্সওয়েল ও ফ্যাফ। চার ওভারে ৪১ রান দিয়ে নিজের স্পেল শেষ করলেন চাওলা।
১১ ওভার শেষে RCB স্কোর ১১৯/২
এই ওভারে ১৫ রান নিল RCB. ক্রিস জর্ডনের এই ওভারেও সেভাবে সাফল্য পায়নি জর্ডন।
শতরানের পার্টনারশিপ
দলের রান যখন ২ ছিল তখন আউট হয়েছিলেন বিরাট কোহলি। পরে অনুজ রাওয়াত দলের ১৬ রানের মাথায় আউট হয়েছিলেন। তবে তারপর থেকে ইনিংসের হাল ধরেন ফ্যাফ ও ম্যাক্সওয়েল। শতরানের পার্টনারশিপ গড়েন তাঁরা।
ফ্যাফের পঞ্চাশ
চলতি মরশুমে নিজের ছয় নম্বর পঞ্চাশ করেন ফ্যাফ ডু প্লেসি। এই ম্যাচে ৩০ বলে নিজের পঞ্চাশ রলেন।
দশ ওভার শেষে RCB স্কোর ১০৪/২
আকাশ মাধওয়ালের এই ওভারে ১৭ রান নিল RCB. এই ওভারে একটি চার ও একট ছক্কা মারল RCB.
ম্যাক্সওয়েলের পঞ্চাশ
পঞ্চাশ করলেন ম্য়াক্সওয়েল। ২৫ বলে ৫০ রান করলেন ম্যাক্সওয়েল। দারুণ একটা পার্টনারশিপ গড়ে তুলেছেন ম্যাক্সওয়েল ও ফ্যাফ।
নয় ওভার শেষে RCB স্কোর ৮৭/২
কুমার কার্তিকেয়ের হাতে নবম ওভারের বল তুলে দিলেন রোহিত শর্মা। দারুণ একটা ওভার বল করলেন তিনি।
আট ওভার শেষে RCB স্কোর ৮১/২
দারুণ একটা ওভার বল করেছিলেন পীযূষ চাওলা। প্রথম পাঁচ বলে তিন রান দিয়েছিলেন। তবে ওভারের শেষ বলে ম্যাক্সওয়েল তাঁর ওভারের শেষ বলে ছক্কা মারেন। এই ওভারে মোট ৯ রান দিলেন চাওলা।
সাত ওভার শেষে RCB স্কোর ৭২/২
ছক্কা মেরে ক্রিস জর্ডনকে স্বাগত জানালেন ম্যাক্সওয়েল। এরপরে ওভারের তৃতীয় বলে ফের ছক্কা মারেন ম্যাক্সওয়েল। এই ওভারে মোট ১৬ রান দিলেন ক্রিস জর্ডন। ম্যাক্সওয়েল ১৮ বলে ৩৬ রান করেছেন ও ১৬ বলে ২৯ রান করে খেলছেন ফ্যাফ।
ছয় ওভার শেষে RCB স্কোর ৫৬/২
শেষ পাওয়ার প্লে। এই ওভারটি পীযূষ চাওলা করলেন এবং ১১ রান খরচ করলেন। ফলে পাওয়ার প্লেতে লড়াই দুই পক্ষের হয়ে রইল।
পঞ্চম ওভার শেষে RCB স্কোর ৪৫/২
ফের জেসন বেহরেনডর্ফের হাতে বল তুলে দিলেন রোহিত শর্মা। টানা তৃতীয় ওভার বল করতে এলেন জেসন বেহরেনডর্ফ। আগের দুই ওভারে দুটো উইকেট তুলে ছিলেন তিনি। সেই কারণেই হয়তো পাওয়ার প্লের মধ্যেই টানা তৃতীয় ওভার বল করছেন তিনি। তবে রোহিতের আশায় জল ঢেলে দিলেন ফ্যাফ ও ম্য়াক্সওয়েল। এই ওভারে ১৬ রান নিল RCB.
চার ওভার শেষে RCB স্কোর ২৯/২
চতুর্থ ওভারে বল করতে এলেন ক্যামরন গ্রিন। এই ওভারে তিনি মোট নয় রান খরচ করলেন। দুটি চার হাঁকালেন ফ্যাফ। ১১ বলে ১৮ রান করে খেলছেন ডু প্লেসি এবং ম্যাক্সওয়েলের স্কোর ৫ বলে চার রান।
তৃতীয় ওভার শেষে RCB স্কোর ২০/২
জেসন বেহরেনডর্ফের এই ওভারে মাত্র আট রান নিল RCB. ম্যাক্সওয়েল চার বলে চার করে খেলছেন এবং ফ্যাফ করেছেন ৬ বলে ৯ রান।
আউট অনুজ রাওয়াত
জেসন বেহরেনডর্ফের দ্বিতীয় সাফল্য। এবার অনুজ রাওয়াতকে সাজঘরে ফেরালেন জেসন বেহরেনডর্ফ। চার বলে ৬ রান করে আউট হলেন অনুজ।
দ্বিতীয় ওভার শেষে RCB স্কোর ১২/১
সকলকে অবাক করে ম্যাচের দ্বিতীয় ওভারটি করতে এলেন পীযূষ চাওলা। এই ওভারে ৯ রান নিল RCB. দুটি চার হাঁকালেন ফ্যাফ। অনুজ রাওয়াতও ব্যাট চালিয়ে খেলার চেষ্টা করছেন।
RCB প্রথম ওভারে তুলল ৩/১
জেসন বেহরেনডর্ফের এই ওভারে মাত্র তিন রান নিল RCB. এই ওভারে বিরাট কোহলিকে ফেরালেন জেসন বেহরেনডর্ফ। ফলে MI এর জন্য এটি একটি সফল ওভার।
আউট বিরাট কোহলি
MI এর বোলিং ইনিংসের শুরু করেছেন জেসন বেহরেনডর্ফ। প্রথম ওভারেই তিনি বিরাট কোহলিকে ফেরালেন। ইশান কিষাণের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। চার বলে তিনি করলেন ১ রান।
ব্যাট করতে প্রস্তুত বিরাট-ফ্যাফ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু বিরাট বনাম রোহিতের লড়াই। ব্যাট হাতে মাঠে তৈরি বিরাট কোহলি ও ফ্যাফ ডুপ্লেসি।
দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, ক্রিস জর্ডন, জেসন বেহরেনডর্ফ।
দেখে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ
বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লোমরর, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড, হার্ষাল প্যাটেল, বিজয়কুমার ভিশাক।
টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স
টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স, টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই-এর অধিনায়ক রোহিত শর্মা।
যে জিতবে সেই উঠবে তিনে
IPL 2023 এর ৫৪ তম ম্যাচটি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। এই ম্যাচটিও একভাবে রোহিত শর্মা বনাম বিরাট কোহলির হবে। দু'জনের মধ্যে প্রায়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এই মরশুমে শেষ ম্যাচে আরসিবি জিতেছিল, তবে এবার মুম্বইয়ের পালা। দুই দলই এই মুহূর্তে একই অবস্থানে রয়েছে। যে কোনও দল ম্যাচ জিতলে সরাসরি পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে যাবে। এমন অবস্থায় ম্যাচটি বিশেষ হবে।
MI vs RCB IPL 2023 ম্যাচে HT বাংলার লাইভ ব্লগে স্বাগত
মনে করা হচ্ছে যেই দল এই ম্যাচে হারবে তাদের প্লে অফে যাওয়ার রাস্তাও কঠিন হয়ে যেতে পারে। দুটি দলই এখন পর্যন্ত মাত্র ১০টি করে ম্যাচ খেলেছে এবং উভয়েরই পকেটে রয়েছে ১০ পয়েন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।