বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs RCB, IPL 2023: সব দলই ঝুঁকি নিচ্ছে, তার ফলও পাচ্ছে- ২০০ রান তাড়া করে জেতার পর সোজাসাপ্টা রোহিত

MI vs RCB, IPL 2023: সব দলই ঝুঁকি নিচ্ছে, তার ফলও পাচ্ছে- ২০০ রান তাড়া করে জেতার পর সোজাসাপ্টা রোহিত

বেহরেনডর্ফের সঙ্গে রোহিত শর্মা।

মঙ্গলবার আরসিবি-র বিরুদ্ধে ওয়াংখেড়েতে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে ২০২৩ মরশুমে তিন বার ২০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের নজির গড়েছে রোহিত শর্মা ব্রিগেড।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, তার নিজের দল সহ বেশির ভাগ টিমই চলতি আইপিএলে ঝুঁকি নিচ্ছে। আর এতে আখেরে লাভবানই হচ্ছে দলগুলো। মঙ্গলবার ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেওয়া ২০০ রানের কঠিন লক্ষ্যেও ২১ বল থাকতেই পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।

রোহিত ম্যাচের পর দাবি করেছেন, ‘এটি একটি ভালো পিচ ছিল। এই পিচে খেলতে পারলে রান উঠবে। আমরা ওদের দু'শোর কমে আটকে দিয়েছি। বোলারদের একটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল। এই পিচে ২২০ বা তার বেশি হতেই পারত। এখানে নিরাপদ স্কোর কী, সেই সম্পর্কে আমার কোনও ধারণা নেই। শেষ চারটি ম্যাচে আমরা ২০০-এর বেশি স্কোর করেছি। বেশির ভাগ দলই ঝুঁকি নিচ্ছে এবং তার ফলে দল সাফল্য পাচ্ছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘ব্যাটাররা ঝুঁকি নিচ্ছে এবং ২০০-র বেশিস্কোর তাড়া করে জেতাচ্ছেও। ব্যাটারদের মানসিকতা হল দলের জন্য বিশেষ কিছু করা এবং দলগুলো ফলও পাচ্ছে।’

উত্তরাখণ্ডের পেসার আকাশ মাধওয়াল এ দিন ২ ওভারে ২৩ রান দিয়ে বসে থাকেন। তবে রোহিত কিন্তু আকাশের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘আকাশ (মাধওয়াল) গত বছরও আমাদের সঙ্গে ছিল। আমরা ওর দক্ষতা জানি। ও বেশ আত্মবিশ্বাসী। ও উত্তরাখণ্ড দলকে নেতৃত্ব দেয়। ও ভালো করেই জানে, ওকে কোন ক্ষেত্রে দরকার।’

আরও পড়ুন: বৃষ্টিতে ভাসল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ, কপাল খুলল প্রোটিয়াদের, সরাসরি ODI WC খেলবেন বাভুমরা

মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চতুর্থ বলেই ক্যাচ তুলেছিলেন ফ্যাফ, সেটি মিস হলেও, সেই ওভারের পঞ্চম বলে বিরাট কোহলি (১ রান) ক্যাচ দেন মুম্বইয়ের উইকেটকিপার ইশান কিষাণকে। ইশান কোনও ভুল করেননি। এর পর অনুজ রাওয়াতও (৬ রান) তাড়াতাড়ি সাজঘরে ফিরে যান। দলের ১৬ রানে ২ উইকেট হারিয়ে যখন আরসিবি মারাত্মক চাপে, তখন দলের হাল ধরেন ফ্যাফ এবং গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সি এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। তৃতীয় উইকেটে আরসিবি যোগ করে ১২০ রান। ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ৪১ বলে ৬৫ করেন ফ্যাফ।

এ ছাড়া ১৮ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক। কেদার যাদব এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা অপরাজিত ১২ করে রান করেছেন। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে আরসিবি। মুম্বইয়ের জেসন বেহনরেনডর্ফ তিনটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন ক্যামেরন গ্রিন, ক্রিস জর্ডন এবং কুমার কার্তিকেয়।

আরও পড়ুন: ক্রিজে প্রায় ৩ মিটার এগিয়ে এসেছিলেন রোহিত, তবু LBW দেওয়া হল,ক্ষেপে লাল নেটপাড়া

পাল্টা ব্যাট করতে নেমে শুরুটা মারকুটে মেজাজে করেছিলেন ইশান কিষাণ। ৪টি চার এবং ছয়ের সাহায্যে ২১ বলে ৪২ রান করে আউট হন মুম্বইয়ের উইকেটকিপার। তবে আবার ব্যর্থ রোহিত শর্মা। যদি এ দিন তাঁর আউট নিয়ে বিতর্ক রয়েছে। তবে ৮ বল খেলে মাত্র ৭ রানে আউট হন মুম্বইয়ের অধিনায়ক। তবে দলকে জয়ের লক্ষ্যে দায়িত্ব নিয়ে টেনে নিয়ে যান সূর্যকুমার যাদব। তিনি পাশে পান নেহাল ওয়াধেরাকে। তৃতীয় উইকেটে ১৪০ রান যোগ করে সূর্য এবং নেহাল জুটি। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়।

সূর্যকুমারের দাপটেই আরসিবি বোলাররা উড়ে যান। ৩৫ বলে ৮৩ রান করেন মিস্টার ৩৬০ ডিগ্রি। বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি ছয়, ৭টি চার। কার্যত একাই আরসিবিকে হারিয়ে দেন সূর্য। শেষ ছয় ইনিংসের মধ্যে চারটিতেই অর্ধশতরান করে ফেললেন সূর্য। সূর্যকে যোগ্য সঙ্গত করে নেহাল ৩টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ৩৪ বলে অপরাজিত ৫২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৬.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। রানে পৌঁছে যায় মুম্বই। ২১ বল বাকি থাকতেই ৬ উইকেটে জেতেন রোহিতরা।‌ জয়ের ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। আরসিবি-র ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং বিজয়কুমার ২টি করে উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.