বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs RCB, IPL 2023: সূর্য ছন্দে থাকলে,ওকে কোনও ভাবেই থামানো যায় না- স্কাইয়ের দাপটে হেরেও মুগ্ধ ফ্যাফ

MI vs RCB, IPL 2023: সূর্য ছন্দে থাকলে,ওকে কোনও ভাবেই থামানো যায় না- স্কাইয়ের দাপটে হেরেও মুগ্ধ ফ্যাফ

ফ্যাফ ডু'প্লেসি।

ম্যাচের পর আরসিবি অধিনায়ক ফ্যাফও স্কাইয়ের ব্যাটিংয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিলেন। ম্যাচের পর তিনি সূর্যের প্রশংসা করে বলেন, বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি প্লেয়ার নিজের ছন্দে থাকলে, তাঁকে থামানো কঠিন।

২০২৩ আইপিএলের ৫৪তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে এই ম্যাচে মুম্বই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে। হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে মুম্বই ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান করে ফেলে। ৩৫ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। এ সময় তিনি মারেন ৭টি চার এবং ৬টি ছক্কা। ম্যাচের পর আরসিবি অধিনায়ক ফ্যাফও স্কাইয়ের ব্যাটিংয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিলেন। ম্যাচের পর তিনি সূর্যের প্রশংসা করার পাশাপাশি নিজেদের ত্রুটিগুলিও খোঁজার চেষ্টা করেছেন। ম্যাচের পর ফ্যাফ কী বলেছেন, জেনে নিন:

আমরা ২০ রান কম করেছি

ম্যাচ হারার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি বলেন, ‘আমার মনে হয়, আমরা উইকেট অনুযায়ী ২০ রান কম করেছি। মুম্বই একটি শক্তিশালী দল। ওদের ব্যাটিংয়েও অনেক গভীরতা রয়েছে। শেষ ৫ ওভারে আমরা বেশি রান করতে পারিনি। সেই পাঁচ ওভারে রান না পাওয়ায় হতাশ হয়েছিলাম খুব। এ দিকে প্রথম ১০ ওভারে দ্রুত রান তোলে মুম্বই।’

আরও পড়ুন: বৃষ্টিতে ভাসল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ, কপাল খুলল প্রোটিয়াদের, সরাসরি ODI WC খেলবেন বাভুমরা

তিনি যোগ করেছেন, ‘আমাদের দলের সবাইকে উজ্জীবিত করার জন্য বলতেই হত, ২০০ রান ভালো স্কোর। ওরা যাতে দ্রুত রান তুলতে না পারে, সেটা নিশ্চিত করা দরকার ছিল। কিন্তু ওরা প্রথম ৬ ওভারে দ্রুতগতিতে ৬০ রান করে। এর পর আমরা আর ম্যাচে ফিরতে পারিনি’

সিরাজ ৩ ওভারে ৩১ রান দেন

আরসিবি অধিনায়ক বলেছেন, ‘আইপিএলের প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে সিরাজ। ও এদিন ভালো পারফরম্যান্স করতে পারেনি ঠিকই, কিন্তু পরের ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামবে। আইপিএল-এর শেষ দিকে যখন উইকেট মন্থর হয়ে আসে, তখন প্রথম ৬ ওভারে অন্তত ৬০ রান করতে হয়। আমাদের সেটা করতে হবে।।’ প্রসঙ্গত, সিরাজ এ দিন ৩ ওভার বল করে ৩১ রান দিয়েছেন।

আরও পড়ুন: ক্রিজে প্রায় ৩ মিটার এগিয়ে এসেছিলেন রোহিত, তবু LBW দেওয়া হল,ক্ষেপে লাল নেটপাড়া

সূর্যকুমার যাদব সেরাদের একজন

সূর্যের প্রশংসা করে ফ্যাফ বলেছেন, ‘সূর্য কুমার যাদব সেরাদের একজন। ও যে দিন ভালো ফর্মে থাকে, সেদিন ওকে থামানো কঠিন। বহু বিকল্প থাকার পরেও ওকে থামানো যায় না।’

লিগ টেবলে লম্বা লাফ মুম্বইয়ের

২১ বল বাকি থাকতে আরসিবি-কে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবলে বড় লাফ দিল মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পৌঁছে গেল তারা। যেখানে আরসিবি বড় ধাক্কা খেল। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেল দলটি। প্লে অফে যোগ্যতা অর্জন করাটা কিন্তু আরসিবি-র জন্য চ্যালেঞ্জিং হয়ে গেল।

বন্ধ করুন