এই মুহূর্তে আইপিএলের প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। তার বড় কারণ এখনও পর্যন্ত দশটি দলই প্লে-অফে ওঠার মতো জায়গায় রয়েছে। এই পরিস্থিতি যে দলই পয়েন্ট নষ্ট করবে, তারাই প্লে-অফের লড়াই থেকে দূরে ছিটকে যাবে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে যুযুধান দুই প্রতিপক্ষ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে জয় পাওয়াটা দুই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলিই কিনা মাত্র ১ রান করে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে সাত তাড়াতাড়ি সাজঘরে ফিরে গেলেন। জেসন বেহরেনডর্ফের বল ব্যাটের কোণায় লেগে উইকেটকিপার ইশান কিষাণকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন: ঋদ্ধির নাম নিয়ে আলোচনাই হয়নি- যতই ভালো খেলুন বাংলার কিপার,বাতিলের খাতায় GT তারকা
আসলে সামনে জেসন বেহরেনডর্ফ মানেই সম্ভবত ভয়ে কাঁপতে থাকেন কোহলি। পরিসংখ্যান সেই রকম দাবি করছে। কারণ আইপিএলে কোহলিকে মাত্র ১৩টি বল করার সুযোগ পেয়েছেন বেহরেনডর্ফ। কোহলি একেবারও অজি পেসারকে পিটিয়ে ছাতু করতে পারেননি। বরং তিনি বেহরেনডর্ফের করা ১৩ বল খেলে মাত্র ১৪ রান করতে পেরেছেন। আর তিন বার আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন। এর থেকেই স্পষ্ট বেহরেনডর্ফের বল খেলতে সম্ভবত কোহলির সমস্যা হয়।
এ দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আরসিবি। ফ্যাফ ডু'প্লেসির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি। কিন্তু ৪ বল খেলে ১ রান করে প্রথম ওভারের পঞ্চম বলেই সাজঘরে ফেরেন কোহলি। একেবারে ব্যাটের কোণায় লেগে ক্যাচ ওঠে। এশান সেই ধরলেও ফিল্ড আম্পায়ার প্রথমে আউট দেননি। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা তখন ডিআরএস নেন। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে লেগেই ইশানের কাছে গিয়েছে। আল্ট্রা এজে ধরা পড়ে সেটা। মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েকে হতাশ করে প্যাভিলিয়নের ফেরেন বিরাট।
অথচ বেঙ্গালুরুর ঘরের মাঠে এ বার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রোহিতের দলের বিরুদ্ধে বিরাট ঝড় তুলেছিলেন। ৪৯ বলে অপরাজিত ৮২ করে দলকে জিতিয়ে মাঠে ছেড়েছিলেন। কিন্তু ফিরতি লিগে চূড়ান্ত ব্যর্থ হলেন কোহলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।