আইপিএল নিলামের পর সম্ভবত ক্রিকেটমহলে সবথেকে বেশি চর্চায় ছিলেন কাইল জেমিসেন। ১৫ কোটি টাকার বিশাল অঙ্কে কিউয়ি অল-রাউন্ডারকে আরসিবি কিনে নেওয়ার পর থেকেই যাবতীয় স্পটলাইট গিয়ে পড়ে জেমিসনের উপর।
আইপিএল শুরুর আগে দেশের জার্সিতে তেমন একটা ফর্মে ছিলেন না কিউয়ি তারকা। তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আত্মপ্রকাশ করলেন দুরন্তভাবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর উদ্বোধনী ম্যাচে ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে সূর্যকুমার যাদবের মূল্যবান উইকেট তুলে নেন জেমিসন।
আইপিএল কেরিয়ারের প্রথম ম্যাচে উইকেট তুলে নেওয়া ছাড়াও ক্রুণাল পান্ডিয়ার ব্যাট দু'টুকরো করে দেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। জেমিসনের ইয়র্কার কোনও রকমে সামলান সিনিয়র পান্ডিয়া। তবে ব্যাট ভেঙে যাওয়ায় তত্ক্ষণাৎ তাঁকে নতুন ব্যাট চেয়ে পাঠাতে হয় ড্রেসিংরুম থেকে।
ক্রুণাল পান্ডিয়া শেষমেশ ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন। মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে তাদের ইনিংস শেষ করে ৬ উইকেটে ১৫৯ রান তুলে।
জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে। তারা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন হার্ষাল প্যাটেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।