তিন বছর আগে জোহানেসবার্গের নেটে গতি ও নিয়ন্ত্রণ দিয়ে বিরাট কোহলিকে ক্রমাগত বিব্রত করেছিলেন ১৭ বছরের এক কিশোর। কাকতলীয়ভাবে বছর তিনেক পরে বিশ্বের সবথেকে দামি টি-২০ লিগ আইপিএলে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন তিনিই।
দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি পেসার মারকো জানসেন ২০১৮ সালে নেট বোলার হিসেবে বিরাট কোহলিকে ক্রমাগত পরাস্ত করেছিলেন নেটে। যমজ ভাইয়ের সঙ্গে নেট সেশনের পরে কোহলি একটি ছবিও তোলেন, যেটি নিজেদের বাড়িতে বাঁধিয়ে রাখেন দুই নেট বোলার। সেদিন ‘ভালো বল করেছো’ বলে কোহলি প্রশংসা করেছিলেন মারকোর। ২০ বছর বয়সী প্রায় ৭ ফুট লম্বা মারকোকে মু্ম্বই এবার আইপিএল নিলাম থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয়। আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২১-এর উদ্বোধনী ম্যাচে অভিষেক হয়ে জো'বার্গের সেই নেট বোলারের।
মারকো জানসেন এখনও পর্যন্ত ১৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৫৪টি উইকেট নিয়েছেন। ১৩টি লিস্ট-এ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৬টি। ১০টি টি-২০ ম্যাচে নিয়েছেন ৬টি উইকেট।
মারকোর ব্যাটের হাতটাও নেহাত মন্দ নয়। প্রথম শ্রেনীর ম্যাচে ৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। লিস্ট-এ ক্রিকেটে ৩৭.৩৩ ও টি-২০ ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ১৪.২০।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।