আজাদ ময়দানের তাঁবুতে মাঠকর্মীদের সঙ্গে থাকার দিনগুলিতে যশস্বী জসওয়ালের চোখে পড়ত ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফ্লাডলাইট। ক্রিকেটার হওয়ার স্বপ্ন যার দু'চোখে, মায়ানগরীর ক্রিকেট প্রাণকেন্দ্র তাঁকে টানবে না, এমনটাও আবার হয় নাকি। মুম্বইয়ের আর পাঁচজন কিশোরের মতো যশস্বীও নিশ্চিতভাবেই স্বপ্ন দেখতেন একদিন ওয়াংখেড়েতে গিয়ে ক্রিকেট খেলবেন।
যশস্বীর ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। জুনিয়র পর্যায়ে জাতীয় দলের জার্সিও গায়ে চাপিয়েছেন। রাজ্যদল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নিয়মিত মাঠে নামেন। আইপিএলের অন্দরমহলেও ঢুকে পড়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তবে রবিবার দিনটি তাঁর ক্রিকেট কেরিয়ারে নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবে।
২০২০ সালে আইপিএলে মোটে ৩টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান যশস্বী। ৩৪ রানের একটি সম্ভাবনাময় ইনিংস খেলেন সেবছর। ২০২১ সালে ১০টি আইপিএল ম্যাচ খেলে ১টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। ২০২২ সালে ১০টি আইপিএল ম্যাচ খেলে ২টি হাফ-সেঞ্চুরি করেন জসওয়াল। এবার আইপিএল ২০২৩-র প্রথম ৮টি ম্যাচেই তিনি ৩টি হাফ-সেঞ্চুরি করে ফেলেন। অবশেষে ৯ নম্বর ম্যাচে ব্যাট করতে নেমে নিজের আইপিএল তথা টি-২০ কেরিয়ারের প্রথম শতরান পূর্ণ করেন যশস্বী। তাও আবার সেই স্বপ্নের ওয়াংখেড়েতেই।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জসওয়াল। তিনি শতরানের গণ্ডি টপকে যান ১৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ৫৩ বলে। শেষমেশ তিনি ১৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৬২ বলে ১২৪ রান করে আউট হন।
উল্লেখযোগ্য বিষয় হল, এমন একটা ম্যাচে যশস্বী নিজের টি-২০ কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। কেননা এটি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে ১০০০তম ম্যাচ।
যশস্বী কার্যত একার কাঁধে রাজস্থান রয়্যালসকে ২০০ রানের (৭ উইকেটে ২১২) গণ্ডি পার করান। কেননা তাঁর পরে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর জোস বাটলারের ১৮। সতীর্থ কোনও ব্যাটসম্যান ২০ রানের গণ্ডি টপকাননি এমন আইপিএল ম্যাচের ইতিহাসে যশস্বী দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়েন। ২০০৮ সালে ব্রেন্ডন ম্যাকালাম যে ম্য়াচে ১৫৮ রান করে অপরাজিত থাকেন, সেই ম্যাচেও তাঁর কেকেআরের কোনও সতীর্থ ২০ রানের বেশি সংগ্রহ করতে পারেননি। সেটি ছিল আইপিএলের ইতিহাসের এক নম্বর ম্যাচ। যশস্বী এমন কীর্তি গড়েন আইপিএলের ১০০০তম ম্যাচে।
আরও পড়ুন:- CSK vs PBKS: শেষ বলে দৌড়ে ৩ রান, চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের
যশস্বীর কীর্তি:-
১. নিজের আইপিএল তথা টি-২০ কেরিয়ারের প্রথম শতরান করেন যশস্বী জসওয়াল। স্বাভাবিকভাবেই এটি তাঁর আইপিএল তথা টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
২. আইপিএলের ইতিহাসে ৭৮ নম্বর সেঞ্চুরি আসে যশস্বীর ব্যাট থেকে।
৩. আইপিএলের ইতিহাসে ৪৩ নম্বর ক্রিকেটার হিসেবে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন জসওয়াল।
৪. আইপিএল ২০২৩-র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শতরান করেন যশস্বী। চলতি আইপিএলের এটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
৫. এই শতরানের সুবাদে চলতি আইপিএলে সব থেকে বেশি ৪২৮ রান করে অরেঞ্জ ক্যাপের দখল নেন জসওয়াল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।