বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs SRH dream 11 prediction: কোন কোন তারকা বাজিমাত করতে পারেন?

MI vs SRH dream 11 prediction: কোন কোন তারকা বাজিমাত করতে পারেন?

মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। (ছবি সৌজন্য আইপিএল)

মুম্বই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ দ্বৈরথ। 

প্রথম বিকল্প

জনি বেয়ারস্টো, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, মণীশ পান্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান এবং খলিল আহমেদ।

অধিনায়ক : মণীশ পান্ডে।

সহ-অধিনায়ক : রশিদ খান।

আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখতে এখানে চোখ রাখুন 

দ্বিতীয় বিকল্প

কুইন্টিন ডি'কক, রোহিত শর্মা, মণীশ পান্ডে, সূর্যকুমার যাদব, বিজয় শংকর, ক্রুণাল পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, রশিদ খান, রাহুল চাহার এবং মুজিব-উর-রহমান।

অধিনায়ক : ক্রুণাল পান্ডিয়া।

সহ-অধিনায়ক : বিজয় শংকর।

 

 

 

বন্ধ করুন