বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs SRH IPL 2023: হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে টেবিলের ৬ নম্বরে উঠল মুম্বই
হায়দরাবাদকে চাপে রেখেছে মুম্বই (ছবি-আইপিএল)

MI vs SRH IPL 2023: হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে টেবিলের ৬ নম্বরে উঠল মুম্বই

IPL 2023-এর ২৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে ১৪ রানে জিতল মুম্বই। আইপিএল-এ প্রথম উইকেট পেলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। এই ম্যাচ জিতে টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে মুম্বই। SRH এই ম্যাচ হেরে টেবিলের নয় নম্বরে নেমে গিয়েছে। 

এই ম্যাচ জিতে টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে মুম্বই। SRH এই ম্যাচ হেরে টেবিলের নয় নম্বরে নেমে গিয়েছে।

18 Apr 2023, 11:25:23 PM IST

১৪ রানে জিতল মু্ম্বই ইন্ডিয়ান্স

শেষ ওভারে বল করতে এসে দারুণ বল করলেন অর্জুন তেন্ডুলকর। রোহিতকে ভরসা দিলেন তিনি। শেষ ওভারে বল করতে এসে মাত্র পাঁচ দিয়ে ভুবিকে আউট করে মুম্বইকে জেতালেন অর্জুন তেন্ডুলকর। 

18 Apr 2023, 11:22:12 PM IST

১৯.৫ ওভার শেষে SRH-এর স্কোর ১৭৮

অর্জুন তেন্ডুলকর নিজের প্রথম আইপিএল উইকেট তুললেন। ভুবনেশ্বর কুমারকে আউট করলেন অর্জুন।

18 Apr 2023, 11:19:30 PM IST

রান আউট আব্দুল সামাদ

 ইনিংসের শেষ ওভার অর্জুন তেন্ডুলকরকে দিলেন রোহিত শর্মা। ওভারের দ্বিতীয় বলে দু রান নিতে গিয়ে রান আউট হলন সামাদ। 

18 Apr 2023, 11:16:12 PM IST

১৯ ওভার শেষে SRH-এর স্কোর ১৭৩/৮

ক্যামরন গ্রিন নিজের এই ওভারে খরচ করলেন ৪ রান। নিজের নির্ধারিত চার ওভারের স্পেলে তিনি দিলেন ২৯ রান, নিলেন একটি উইকেট। SRH কে ম্যাচ জিততে হলে শেষ ওভারে করতে হবে ২০ রান।

18 Apr 2023, 11:09:26 PM IST

১৮ ওভার শেষে SRH-এর স্কোর ১৬৯/৮

SRH কে জিততে হলে ১২ বল ২৪ রান দরকার। ক্রিজে রয়েছেন সামাদ ও ভুবনেশ্বর।

18 Apr 2023, 11:08:32 PM IST

আউট ওয়াশিংটন সুন্দর

রান আউট হয়ে সাজঘরে ফিরলেন ওয়াশিংটন সুন্দর। টিম ডেভিড আবারও আউটে নিজের হস্তক্ষেপ রাখলেন। 

18 Apr 2023, 11:02:13 PM IST

১৭ ওভার শেষে SRH-এর স্কোর ১৫০/৭

রিলি মেরেডিথ নিজের চার ওভারের স্পেলে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করলেন। SRH কে জিততে হলে ১৮ বলে ৪৩ রান করতে হবে।

18 Apr 2023, 10:59:37 PM IST

 আউট মার্কো জানসেন

৬ বলে ১৩ রান করে রিলি মেরেডিথের বলে টিম ডেভিডের হা ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মার্কো জানসেন। 

18 Apr 2023, 10:55:55 PM IST

১৬ ওভার শেষে SRH-এর স্কোর ১৪৩/৬

২৪ বলে SRH করতে হবে ৫০ রান। এটা কি সম্ভব? আর চার ওভারের অপেক্ষা।

18 Apr 2023, 10:51:08 PM IST

১৫ ওভার শেষে SRH-এর স্কোর ১৩৩/৬

ম্যাচ জিততে হলে ৩০ বলে হায়দরাবাদকে করতে হবে ৬০ রান। ক্রিজে রয়েচেন সামাদ ও জানসেন।

18 Apr 2023, 10:48:55 PM IST

আউট মায়াঙ্ক

৪১ বলে ৪৮ রান করে আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল। রিলি মেরেডিথের বলে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। হায়দরাবাদকে ম্যাচ জিততে হলে ৩১ বলে ৬১ রান করতে হবে। 

18 Apr 2023, 10:42:35 PM IST

১৪ ওভার শেষে SRH-এর স্কোর ১২৭/৫

পীযূষ চাওলার এই ওভারে হেনরিখ ক্লাসেন দারুণ হিট করলেন। দুটো চার ও দুটো ছক্কা মারলেন ক্লাসেন। তবে ওভারের শেষ বলে চাওলার জালে ধরা দিলেন ক্লাসেন।  ১৬ বলে ৩৬ রান করে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে আউট হল ক্লাসেন।

18 Apr 2023, 10:37:42 PM IST

১৩ ওভার শেষে SRH-এর স্কোর ১০৬/৪

ক্যামরন গ্রিনের এই ওভারে মোট দশ রান নিল SRH. মায়াঙ্ক ৩৬ বলে ৪৫ রান করে খেলছেন এবং হেনরিখ ক্লাসেন ১১ বলে ১৬ রান করেছেন।

18 Apr 2023, 10:32:07 PM IST

১২ ওভার শেষে SRH-এর স্কোর ৯৬/৪

৩৪ বলে ৪ রান করেছেন মায়াঙ্ক। হেনরিখ ক্লাসেন ৭ বলে ৮ রান করেছেন। চাওলা ৩ ওভারে এক উইকেট নিয়ে ২২ রান দিয়েছেন। 

18 Apr 2023, 10:28:34 PM IST

১১ নম্বর ওভার শেষে SRH-এর স্কোর ৮৮/৪

রিলি মেরেডিথের এই ওভারে ১২ রান নিল SRH. হেনরিখ ক্লাসেন ৬ বলে সাত রান করেছেন, মায়াঙ্ক ২৯ বলে ৩৭ রান করে খেলছেন।

18 Apr 2023, 10:23:45 PM IST

১০ নম্বর ওভার শেষে SRH-এর স্কোর ৭৬/৪

১০ ওভার শেষে হায়দরাবাদ তুলল চার উইকেটের বিনিময়ে ৭৬ রান। জিততে হলে হায়দরাবাদকে ৬০ বলে ১১৭ রান করতে হবে।

18 Apr 2023, 10:20:08 PM IST

আউট অভিষেক শর্মা

উইকেট শিকার করলেন পীযূষ চাওলা। ২ বলে ১ রান করে ফিরলেন অভিষেক শর্মা। ৯.১ ওভারে ৭২ রানের মাথায় চার উইকেট হারাল হায়দরাবাদ।

18 Apr 2023, 10:17:59 PM IST

৯ নম্বর ওভার শেষে SRH-এর স্কোর ৭২/৩

এই ওভারে গ্রিন আট রান দিয়ে একটি উইকেট শিকার করলেন। মাঠে আছেন মায়াঙ্কও অভিষেক শর্মা।

18 Apr 2023, 10:16:06 PM IST

মার্করামকে আউট করলেন গ্রিন

ক্যামরন গ্রিন এই ওভারে করতে এলেন এবং এসেই সফল হলেন। মার্করামকে আউট করলেন গ্রিন। ১৭ বলে ২২ রান করে গ্রিনের বলে হৃত্বিক শোকিনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হায়দরাবাদের ক্যাপ্টেন। 

18 Apr 2023, 10:07:58 PM IST

৮ নম্বর ওভার শেষে SRH-এর স্কোর ৬৪/২

বল করতে এলেন পীযূষ চাওলা। নিজের এই ওভারে ১০ রান দিলেন তিনি। মায়াঙ্ক ২২ বলে ২৮ রান করলেন এবং মার্করাম ১৪ বলে ১৭ রান করে খেলছেন। ম্যাচ জিততে হলে হায়দরাবাদকে ৭২ বলে ১২৯ রান করতে হবে।

18 Apr 2023, 10:04:46 PM IST

সপ্তম ওভারে SRH-এর স্কোর ৫৪/২

বল করতে এলেন হৃত্বিক শোকিন। এই ওভারে ১২ রান নিল হায়দরাবাদ। মার্করাম ১১ বলে ১৩ রান করেন এবং মায়াঙ্ক ১৯ বলে ২২ রান করে খেলছেন।

18 Apr 2023, 09:59:26 PM IST

ষষ্ঠ ওভারে SRH-এর স্কোর ৪২/২

জেসন বেহরেনডর্ফ এই ওভারে সাত রান দিলেন। ফলে পাওয়ার প্লেতে দু উইকেট হারিয়ে ৪২ রান তুলল হায়দরাবাদ।

18 Apr 2023, 09:55:29 PM IST

পঞ্চম ওভারে SRH-এর স্কোর ৩৫/২

অর্জুন তেন্ডুলকরের দিকে বোলিং-এ পরিবর্তন করলেন রোহিত শর্মা। রিলি মেরেডিথকে বোলিং-এ আনলেন মুম্বই ক্যাপ্টেন। এই ওভারে ৯ রান হায়দরাবাদ। মায়াঙ্ক ১৩ বেল ১৪ রান করে খেলছেন এবং মার্করাম ৫ বলে ২ রান করে খেলছেন।

18 Apr 2023, 09:50:26 PM IST

চতুর্থ ওভারে SRH-এর স্কোর ২৬/২

চার ওভার শেষে দুই উইকেট হারিয়ে ফেলেছে হায়দরাবাদ। মাঠে মায়াঙ্কের সঙ্গে রয়েছেন মার্করাম।

18 Apr 2023, 09:48:26 PM IST

আউট রাহুল ত্রিপাঠি

ফিরিয়ে আনা হল জেসন বেহরেনডর্ফকে। চতুর্থ ওভার বল করলেন তিনি। ওভারের চতুর্থ বলে রাহুল ত্রিপাঠিকে ফেরালেন তিনি। ৫ বলে সাত করলেন রাহুল। শেষ সাত বলে ২টো উইকেট নিলেন তিনি। 

18 Apr 2023, 09:44:57 PM IST

তৃতীয় ওভারে SRH-এর স্কোর ২২/১

অর্জুন তেন্ডুলকর দারুণ একটা ওভার করছিলেন কিন্তু ওভারের শেষ বলে একটি চার হজম করতে হয় তাঁকে। ফলে শেষ পর্যন্ত এই ওভারে তিনি ৯ রান দেন। 

18 Apr 2023, 09:38:18 PM IST

দ্বিতীয় ওভারে SRH-এর স্কোর ১৩/১

দারুণ একটা ওভার করলেন জেসন বেহরেনডর্ফ। সাত রান দেওয়ার পাশাপাশি তিনি একটি উইকেটও শিকার করলেন। 

18 Apr 2023, 09:36:26 PM IST

আউট হ্যারি ব্রুক

জেসন বেহরেনডর্ফের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হ্যারি ব্রুক। ১.৪ ওভারে ১১ রানের মাথায় প্রথম উইকেট হারাল হায়দরাবাদ। ৭ বলে নয় রান করেন ব্রুক। 

18 Apr 2023, 09:31:44 PM IST

প্রথম ওভারে SRH-এর স্কোর ৬/০

মুম্বই-এর হয়ে প্রথম ওভারে বল করতে এলেন অর্জুন তেন্ডুলকর। প্রথম ওভারে মাত্র ছয় রান দিলেন তিনি। তবে হ্যারি ব্রুক তাঁর বলে একটি বাউন্ডারি মারেন।

18 Apr 2023, 09:13:26 PM IST

২০ ওভারে MI স্কোর ১৯২/৫

নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৯২ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। টি নটরাজনের এই ওভারে ১৪ রান নিল মুম্বই। গ্রিন ৪০ বলে অপরাজিত ৬৪ রান করার পাশাপাশি টিম ডেভিড ১১ বলে অপরাজিত ১৬ রান করলেন। 

18 Apr 2023, 09:05:55 PM IST

১৯ ওভারে MI স্কোর ১৭৮/৪

টি নটরাজনের বড় ওভার যাওয়ার পরে ফের ভুবনেশ্বর কুমারকে ফিরিয়ে আনা হল। এই ওভারে দারুণ ভাবে ফিরে দাঁড়াল হায়দরাবাদ। এই ওভারে ভুবনেশ্বর কুমার দিলেন মাত্র ৬ রান। ক্যামরন গ্রিন ৩৮ বলে ৬০ রান করেছেন। টিম ডেভিড ৭ বলে ৬ রান করেছেন। নিজের চার ওভারে ৩১ রান দিয়ে একটি উইকেট নিলেন ভুবি।

18 Apr 2023, 09:00:53 PM IST

১৮ ওভারে MI স্কোর ১৭২/৪

টি নটরাজনের এই ওভারে ২০ রান নিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ওভারে তিনটে চার ছাড়াও একটি ছক্কা হাঁকালেন গ্রিন।

18 Apr 2023, 08:59:43 PM IST

গ্রিনের পঞ্চাশ

মাত্র ৩৩ বলে ৫১ রান করলেন গ্রিন। আইপিএল-এ নিজের প্রথম অর্ধশতরান করলেন গ্রিন। 

18 Apr 2023, 08:56:30 PM IST

১৭ ওভারে MI স্কোর ১৫২/৪

ভুবির এই ওভারে আট রান নিলেও তিলক বর্মার উইকেট হারাল মুম্বই। ক্রিজে রয়েছেন ক্যামরন গ্রিন ও টিম ডেভিড।

18 Apr 2023, 08:55:15 PM IST

আউট তিলক বর্মা

ভুবনেশ্বরের বলে ছয় মারতে গিয়ে মায়াঙ্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিলক বর্মা। ১৭ বলে ৩৭ রান করছেন তিনি। 

18 Apr 2023, 08:48:24 PM IST

১৬ ওভারে MI স্কোর ১৪৪/৩

মায়াঙ্ক মার্কন্ডের এই ওভারে ১৪ রান নিল মুম্বই। মায়াঙ্ক মার্কন্ডে নিজের চার ওভারে ৩৫ রান দিলেন। তিলক বর্মা ১৫ বলে ৩১ রান করে খেলছেন এবং গ্রিন ২৯ বলে ৩৮ রান করেছেন। 

18 Apr 2023, 08:44:09 PM IST

১৫ ওভারে MI স্কোর ১৩০/৩

মার্কো জানসেন নিজের স্পেলের শেষ ওভাে ২১ রান খরচ করলেন। ফলে নিজের চার ওভার বল করে ৪৩ রানে ২ উইকেট নিলেন মার্কো জানসেন। তিলক বর্মা ১০ বলে ১৯ রান নিয়ে খেলচেন এবং গ্রিন ২৮ বলে ৩৭ রানে খেলছেন।

18 Apr 2023, 08:38:01 PM IST

১৪ ওভারে MI স্কোর ১০৯/৩

মায়াঙ্ক মার্কন্ডে এই ওভারে ছয় রান দিলেন। এখনও তাঁর আরও একটি ওভার বাকি রয়েছে। গ্রিন ২৪ বলে ২৮ রান করে খেলছেন এবং তিলক বর্মা ৮ বলে ৭ রান করে খেলছেন।

18 Apr 2023, 08:33:55 PM IST

১৩ ওভারে MI স্কোর ১০৩/৩

তিলক বর্মা ২ বলে ১ রান করে খেলছেন অন্যদিকে ২৪ বলে ২৮ রান করে ক্রিজে রয়েছেন ক্যামরন গ্রিন। নিজের চার ওভারের স্পেল শেষ করলেন ওয়াশিংটন সুন্দর। ৪ ওভারে ৩৩ রান দিলেন তিনি।

18 Apr 2023, 08:31:05 PM IST

১২ ওভারে MI স্কোর ৯৫/৩

এই ওভারে মুম্বই ৮ রান নিলেও, এই ম্যাচে দুটি উইকেট তুলে নিল। ক্যামরন গ্রিন ১৯ বলে ২১ রান করে খেলচেন এবং তিলক বর্মা সবে মাঠে এসেছেন।

18 Apr 2023, 08:29:27 PM IST

আউট সূর্যকুমার যাদব

দারুণ একটা ক্যাচ নিলেন এইডেন মার্করাম। মার্কো জানসেনের বলে গ্যাপ খুঁজতে গিয়েছিলেন সূর্য। কিন্তু অসাধারণ ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান মার্করাম।  তিন বলে সাত রান করে ফিরলেন সূর্য। 

18 Apr 2023, 08:25:02 PM IST

আউট ইশান কিষাণ

মার্কো জানসেনের বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ইশান কিষাণ। ৩১ বলে ৩৮ রান করে আউট হলেন ইশান কিষাণ। 

18 Apr 2023, 08:23:13 PM IST

১১ ওভারে MI স্কোর ৮৭/১

দুরন্ত ফিল্ডিং দেখালেন মার্কো জানসেন। ওভারের শেষ বলে নিশ্চিত ছক্কা বাঁচালেন তিনি। এই ওভারে মাত্র সাত নিল মুম্বই। 

18 Apr 2023, 08:17:09 PM IST

১০ ওভারে MI স্কোর ৮০/১

২৭ বলে ৩৫ রান করে খেলছেন ইশান কিষাণ এবং ক্যামরন গ্রিন ১৫ বলে ১৬ রান করে খেলছেন। মায়াঙ্ক মার্কন্ডে এই ওভারে ১১ রান দিলেন।

18 Apr 2023, 08:10:39 PM IST

৯ ওভারে MI স্কোর ৬৯/১

ওয়াশিংটন সুন্দরের এই ওভারে ক্যামেরন গ্রিন একটি ছক্কা হাঁকান। গ্রিন ১৪ বলে ১৫ রান করে খেলছেন এবং ইশান কিষাণ ২২ বলে ২৫ রান করে খেলছন।

18 Apr 2023, 08:06:30 PM IST

আট ওভারে MI স্কোর ৬০/১

মায়াঙ্ক মার্কন্ডেকে ম্যাচের ৮ নম্বর ওভার দেওয়া হল। তবে পাওয়ার প্লের পরে যেন মুম্বই-এর রানে ব্রেক কষেছে হায়দরাবাদ।

18 Apr 2023, 08:02:44 PM IST

সপ্তম ওভারে MI স্কোর ৫৬/১

পাওয়ার প্লে শেষ হতেই দারুণ একটা ওভার করলেন ওয়াশিংটন সুন্দর। এই ওভারে মাত্র তিন রান দিলেন তিনি। 

18 Apr 2023, 07:59:36 PM IST

ষষ্ঠ ওভারে MI স্কোর ৫৩/১

ফিরে এলেন ভুবনেশ্বর কুমার। তবে এই ওভারে তিনি ১১ রান দিলেন। ১৪ বলে ২১ রান করে খেলছেন ইশান কিষাণ এবং ক্যামরন গ্রিন ৪ বলে ৩ রান করে খেলছেন। 

18 Apr 2023, 07:54:54 PM IST

পঞ্চম ওভারে MI স্কোর ৪২/১

টি নটরাজনের এই ওভারে প্রথম সাফল্য পেল হায়দরাবাদ। রোহিত শর্মাকে ফেরালেন তিনি। তবে এই ওভারে মুম্বই নিল ৯ রান।  

18 Apr 2023, 07:53:45 PM IST

আউট রোহিত শর্মা

টি নটরাজনের বলে আউট হলেন রোহিত শর্মা। ১৮ বলে ২৮ রান করে মার্করামের বলে আউট হলেন রোহিত শর্মা। 

18 Apr 2023, 07:48:56 PM IST

চতুর্থ ওভারে MI স্কোর ৩৩/০

দারুণ একটা ওভার করলেন মার্কো জানসেন। এই ওভারে মাত্র ৫ রান দিলেন তিনি। 

18 Apr 2023, 07:45:23 PM IST

তৃতীয় ওভারে MI স্কোর ২৮/০

ওয়াশিংটন সুন্দরের এই ওভারে ১৩ রান নিল মুম্বই। ১৩ বলে ১৯ রান করে খেলছেন রোহিত শর্মা এবং ৬ বলে ৮ রান করে খেলছেন।

18 Apr 2023, 07:43:31 PM IST

IPL-এ রোহিতের ছয় হাজার রান

দারুণ ফর্মে রয়েছেন রোহিত শর্মা। ওয়াশিংটন সুন্দরের ওভারে এমন কীর্তি গড়লেন তিনি। এই ওভারে চারের হ্যাটট্রিক মারেন তিনি। 

18 Apr 2023, 07:39:58 PM IST

দ্বিতীয় ওভারে MI স্কোর ১৫/০

দারুণ একটা ওভারের শুরু করার পরে শেষ বলে ছক্কা হজম করলেন মার্কো জানসেন। নিজের এই ওভারে  ৯ রান দিলেন মার্কো জানসেন। মার্কো জানসেনের ওভারে ইশান কিষাণ ছক্কা মারলেন।  

18 Apr 2023, 07:34:09 PM IST

প্রথম ওভারে MI স্কোর ৬/০

প্রথম ওভারে বল করতে এলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে ৬ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ইনিংসের প্রথম চার মারলেন। 

18 Apr 2023, 07:14:59 PM IST

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, অর্জুন তেন্ডুলকর, হৃত্বিক শোকিন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ।

18 Apr 2023, 07:15:00 PM IST

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ:

মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন।

18 Apr 2023, 07:03:14 PM IST

টস জিতল SRH

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরবাদের ক্যাপ্টেন এইডেন মার্করাম।  

18 Apr 2023, 06:56:59 PM IST

HT বাংলা লাইভে আপনাকে স্বাগত

এখন পর্যন্ত ৪টি ম্যাচে মুম্বই ও হায়দরাবাদ জিতেছে ২টি ম্যাচে। এই ম্যাচটি হবে হায়দরাবাদে। এখন দেখার বিষয় রোহিত শর্মার দল হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারাতে পারে কি না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

India-Pakistan Test Series নিয়ে রোহিত শর্মার দাবিকে সমর্থন করলেন শাহিদ আফ্রিদি সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের ভাগ্যে আজ কী রয়েছে? শনিবার ২০ এপ্রিলের রাশিফল দেখুন মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে শনিবার কে লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি?

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.