বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs SRH: ধ্বংসাত্মক শতরান গ্রিনের, দাপুটে জয়ে প্লে-অফের আশা উজ্জ্বল করল মুম্বই
সেঞ্চুরির পরে উচ্ছ্বসিত গ্রিন। ছবি- এএফপি।

MI vs SRH: ধ্বংসাত্মক শতরান গ্রিনের, দাপুটে জয়ে প্লে-অফের আশা উজ্জ্বল করল মুম্বই

Mumbai Indians vs Sunrisers Hyderabad IPL 2023 Live Score: বিব্রান্ত শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য বড়সড় লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। ক্যামেরন গ্রিনের ঝোড়ো শতরানে ভর করে মুম্বই ইন্ডিয়ান্স অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখা মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ছিল অগ্নিপরীক্ষা। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচ জিততেই হতো রোহিত শর্মাদের। নাহলে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিশ্চিত ছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের। কেননা রাজস্থান রয়্যালস ইতিমধ্যে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের নেট রান-রেট মুম্বইয়ের থেকে ভালো ছিল। সুতরাং, মুম্বইয়ের মতোই প্রথম ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করা আরসিবি যদি তাদের শেষ ম্যাচে হেরেও যেত, তাহলে কোহলি ও স্যামসনের মধ্যে কোনও একজনের দল প্লে-অফে জায়গা করে নিত। শেষমেশ সানরাইজার্সকে হারিয়ে রাজস্থানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় মুম্বই। যদিও জিতলেও প্লে-অফের টিকিট এখনই নিশ্চিত নয় মুম্বইয়ের। এক্ষেত্রে আরসিবি তাদের শেষ ম্যাচ হারলে তবেই সরাসরি শেষ চারের ছাড়পত্র পাবেন রোহিতরা। মুম্বই ও আরসিবি উভয় দলই তাদের শেষ ম্যাচ জিতলে নেট রান-রেটের নিরিখে নির্ধারিত হবে প্লে-অফের টিকিট।

21 May 2023, 08:13:21 PM IST

আরসিবি বনাম গুজরাট ম্যাচের দিকে তাকিয়ে মুম্বই

আরসিবি যদি তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটানসকে হারিয়ে দেয় তবে চলতি আইপিএল থেকে ছিটকে যেতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। সুতরাং, চিন্নাস্বামীতে কোহলিদের হারের অপেক্ষায় রোহিতরা।

21 May 2023, 08:10:52 PM IST

ম্যাচের সেরা গ্রিন

৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৭ বলে অপরাজিত ১০০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ক্যামেরন গ্রিন।

21 May 2023, 07:26:19 PM IST

৮ উইকেটে জয় মুম্বইয়ের

সানরাইজার্স হায়দরাবাদের ৫ উইকেটে ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০১ রান সংগ্রহ করে নেয়। ১২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। গ্রিন ১০০ রানে অপরাজিত থাকেন। সূর্যকুমার নট-আউট থাকেন ১৬ বলে ২৫ রান করে।

21 May 2023, 07:23:06 PM IST

ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি

৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ব্যাক্তিগত শতরান পূর্ণ করেন ক্যামেরন গ্রিন। চলতি আইপিএল দ্রুততম সেঞ্চুরির করার নজির গড়েন গ্রিন।

21 May 2023, 07:17:13 PM IST

জিততে ৩ ওভারে ৮ রান দরকার মুম্বইয়ের

১৭তম ওভারে কার্তিক ত্যাগীর বলে ১টি চার মারেন সূর্যকুমার এবং ১টি চার মারেন ক্যামেরন গ্রিন। যদিও দ্বিতীয়বার বিমার করার জন্য তাঁর হাত থেকে বল কেড়ে নেওয়া হয়। ওভারের শেষ বল করেন ক্যাপ্টেন মার্করাম। ১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১৯৩ রান। গ্রিন ৯৪ ও সূর্যকুমার ২৩ রানে ব্যাট করছেন। জিততে ৩ ওভারে ৮ রান দরকার মুম্বইয়ের।

21 May 2023, 07:08:54 PM IST

উমরানের ওভারে ২০ রান

১৬তম ওভারে উমরান মালিকের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ক্যামেরন গ্রিন। ২টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ২০ রান ওঠে। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১৮০ রান। জয়ের জন্য ৪ ওভারে ২১ রান দরকার তাদের। গ্রিন ৮৮ ও সূর্যকুমার ১৭ রানে ব্যাট করছেন। উমরান ৩ ওভারে ৪১ রান খরচ করেছেন।

21 May 2023, 07:03:42 PM IST

৫ ওভারে ৪১ রান দরকার মুম্বইয়ের

১৫তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন ভুবনেশ্বর কুমার। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১৬০ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪১ রান দরকার মুম্বইয়ের।

21 May 2023, 06:55:44 PM IST

রোহিত শর্মা আউট

১৩.১ ওভারে মায়াঙ্ক ডাগরের বলে নীতীশ রেড্ডির হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ৩৭ বলে ৫৬ রান করেন হিটম্যান। মারেন ৮টি চার ও ১টি ছক্কা। ১৪৮ রানে ২ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমেই চার মারেন। ১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১৫৬ রান। ৭৫ রানে ব্যাট করছেন গ্রিন। মায়াঙ্ক ডাগর ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

21 May 2023, 06:53:14 PM IST

নীতীশের ওভারে জোড়া ছক্কা গ্রিনের

১৩তম ওভারে নীতীশ রেড্ডির বলে ২টি ছক্কা মারেন ক্যামেরন গ্রিন। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ১৪৮ রান। গ্রিন ৩৩ বলে ৭৩ রান করেছেন। ৩৬ বলে ৫৬ রান করেছেন রোহিত।

21 May 2023, 06:44:05 PM IST

হাফ-সেঞ্চুরি রোহিতের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রোহিত শর্মা। ১১.৫ ওভারে কার্তিক ত্যাগীর বলে রোহিতের ফের সহজ ক্যাচ ছাড়েন সনভীর সিং। রোহিত তখন ৫১ রানে ব্যাট করছিলেন। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ১৩২ রান। রোহিত ৫৫ ও গ্রিন ৫৮ রানে ব্যাট করছেন।

21 May 2023, 06:39:00 PM IST

মায়াঙ্কের ওভারে ৭ রান

১১তম ওভারে মায়াঙ্ক ডাগরের বলে ১টি চার মারেন ক্যামেরন গ্রিন। ওভারে ৭ রান ওঠে। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ১২১ রান। গ্রিন ৫৭ ও রোহিত ৪৬ রানে ব্যাট করছেন।

21 May 2023, 06:34:59 PM IST

১০ ওভারে ৮৭ দরকার মুম্বইয়ের

দশম ওভারে উমরান মালিকের বলে ৩টি চার মারেন রোহিত শর্মা। ওভারে ১৪ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ১১৪ রান। গ্রিন ৫২ ও রোহিত ৪৪ রানে ব্যাট করছেন। উমরান ২ ওভারে ২১ রান খরচ করেছেন।

21 May 2023, 06:28:35 PM IST

হাফ-সেঞ্চুরি গ্রিনের

৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ক্যামেরন গ্রিন। নবম ওভারে বিব্রান্ত শর্মার বলে ১টি ছক্কা মারেন রোহিত এবং ১টি ছক্কা হাঁকান গ্রিন। ওভারে ১৯ রান ওঠে। ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ১০০ রান। গ্রিন ৫১ ও রোহিত ৩১ রানে ব্যাট করছেন।

21 May 2023, 06:23:47 PM IST

উমরান মালিকের ওভারে ৮ রান

অষ্টম ওভারে উমরান মালিকের বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ৮ রান ওঠে। ৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৮১ রান। গ্রিন ৪৩ ও রোহিত ২২ রানে ব্যাট করছেন।

21 May 2023, 06:15:11 PM IST

মায়াঙ্কের ওভারে জোড়া ছক্কা গ্রিনের

সপ্তম ওভারে মায়াঙ্ক ডাগরের বলে ২টি ছক্কা মারেন ক্যামেরন গ্রিন। ওভারে ১৩ রান ওঠে। ৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৭৩ রান। গ্রিন ১৫ বলে ৪২ রান করেছেন। মায়াঙ্ক ২ ওভারে ২২ রান খরচ করেছেন।

21 May 2023, 06:10:01 PM IST

৫০ টপকাল মুম্বই

ষষ্ঠ ওভারে কার্তিক ত্যাগীর বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন ক্যামেরন গ্রিন। ওভারে ১৮ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৬০ রান। গ্রিন ১০ বলে ৩০ রান করেছেন। ১৫ বলে ১৫ রান করেছেন রোহিত।

21 May 2023, 06:04:09 PM IST

জীবনদান পেলেন রোহিত

৪.৫ ওভারে নীতীশ রেড্ডির বলে রোহিত শর্মার সহজ ক্যাচ ছাড়েন সনভীর সিং। রোহিত তখন ১২ রানে ব্যাট করছিলেন। ওভারের শেষ বলে ছক্কা মারেন ক্যামেরন গ্রিন। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৪২ রান। গ্রিন ১৫ ও রোহিত ১৩ রানে ব্যাট করছেন। নীতীশ ২ ওভারে ১৯ রান খরচ করেছেন।

21 May 2023, 05:59:03 PM IST

মায়াঙ্কের ওভারে ৯ রান

চতুর্থ ওভারে মায়াঙ্ক ডাগরের বলে ১টি চার মারেন গ্রিন এবং ১টি চার মারেন রোহিত। ওভারে ৯ রান ওঠে। ৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৩৩ রান। রোহিত ১১ ও গ্রিন ৮ রানে ব্যাট করছেন।

21 May 2023, 05:54:59 PM IST

ইশান কিষাণ আউট

২.৫ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ১২ বলে ১৪ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। মুম্বই ২০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। তিনি মাঠে নেমেই চার মারেন। ৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ২৪ রান। ভুবি ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

21 May 2023, 05:49:58 PM IST

নীতীশের ওভারে চার-ছক্কা ইশানের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন নীতীশ রেড্ডি। তাঁরক বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ইশান কিষাণ। ওভারে ১০ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ১৭ রান।

21 May 2023, 05:45:57 PM IST

রান তাড়া শুরু মুম্বইয়ের

যথারীতি ইশান কিষাণকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। হায়দরাবাদের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন ইশান। ওভারের শেষ বলে চার মারেন রোহিত শর্মা। প্রথম ওভারে ৭ রান সংগ্রহ করে মুম্বই।

21 May 2023, 05:27:23 PM IST

২০০ ছুঁয়ে থামল হায়দরাবাদ

শেষ ওভারে জর্ডনের বলে ১টি চার মারেন সনভীর সিং। ১টি ছক্কা মারেন এডেন মার্করাম। ওভারে ১৪ রান ওঠে। হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য মুম্বইয়ের দরকার ২০১ রান। মার্করাম ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ৪ রান করেন সনভীর। জর্ডন ৪ ওভারে ৪২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

21 May 2023, 05:17:37 PM IST

হ্যারি ব্রুক আউট

পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন আকাশ মাধওয়াল। ১৮.৬ ওভারে আকাশের বলে বোল্ড হন সদ্য ক্রিজে আসা হ্যারি ব্রুক। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। ১৮৬ রানে ৫ উইকেট হারায় হায়দরাবাদ। ব্যাট করতে নামেন সনভীর সিং। আকাশ ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৪টি উইকেট সংগ্রহ করেন।

21 May 2023, 05:14:33 PM IST

এনরিখ ক্লাসেন আউট

১৮.৫ ওভারে আকাশ মাধওয়ালের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এনরিখ ক্লাসেন। ১৩ বলে ১৮ রান করেন তিনি। মারেন ২টি চার। ১৮৬ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ। ব্যাট করতে নামেন হ্যারি ব্রুক।

21 May 2023, 05:07:20 PM IST

গ্লেন ফিলিপস আউট

১৭.৪ ওভারে ক্রিস জর্ডনের ফুলটস বলে কুমার কার্তিকেয়ার হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ৪ বলে ১ রান করেন তিনি। হায়দরাবাদ ১৭৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডেন মার্করাম। ১৮ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৩ উইকেটে ১৮০ রান। জর্ডন ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ১৬ রানে ব্যাট করছেন ক্লাসেন।

21 May 2023, 04:59:35 PM IST

মায়াঙ্ক আগরওয়াল আউট

১৬.৪ ওভারে আকাশ মাধওয়ালের বলে ইশান কিষাণের দস্তানায় ধরা পড়েন মায়াঙ্ক আগরওয়াল। যেভাবে ব্যাট করছিলেন, তাতে মায়াঙ্ক নিশ্চিত শতরান হাতছাড়া করলেন বলা যায়। ৪৬ বলে ৮৩ রান করে মাঠ ছাড়েন আগরওয়াল। মারেন ৮টি চার ও ৪টি ছক্কা। হায়দরাবাদ ১৭৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস। আকাশ ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

21 May 2023, 04:53:07 PM IST

চাওলাকে ছক্কা হাঁকালেন মায়াঙ্ক

১৬তম ওভারে পীযূষ চাওলার বলে ১টি ছক্কা মারেন মায়াঙ্ক আগরওয়াল। ওভারে ১১ রান ওঠে। ১৬ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ১৬৮ রান। ৪৪ বলে ৮২ রান করেছেন মায়াঙ্ক। চাওলা ৪ ওভারে ৩৯ রান খরচ করেছেন।

21 May 2023, 04:49:23 PM IST

১৫০ টপকাল হায়দরাবাদ

১৫তম ওভারে কুমার কার্তিকেয়ার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন মায়াঙ্ক আগরওয়াল। ওভারে ১৩ রান ওঠে। ১৫ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ১৫৭ রান। মায়াঙ্ক৭৩ রানে ব্যাট করছেন। কার্তিকেয়া ৪ ওভারে ৩৯ রান খরচ করেছেন।

21 May 2023, 04:46:21 PM IST

বিব্রান্ত শর্মা আউট

১৩.৫ ওভারে আকাশ মাধওয়ালের বলে পরিবর্ত ফিল্ডার রমনদীপ সিংয়ের হাতে ধরা পড়েন বিব্রান্ত শর্মা। ৪৭ বলে ৬৯ রান করেন তিনি। মারেন ৯টি চার ও ২টি ছক্কা। ১৪০ রানে ১ উইকেট হারায় হায়দরাবাদ। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন। তিনি মাঠে নেমেই চার মারেন। ১৪ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ১৪৪ রান। ৬২ রানে ব্যাট করছেন মায়াঙ্ক। আকাশ ২ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

21 May 2023, 04:34:08 PM IST

হাফ-সেঞ্চুরি মায়াঙ্কের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মায়াঙ্ক আগরওয়াল। জেসন বেহরেনডর্ফের ওভারে ১টি ছক্কা ও ১টি চার মারেন মায়াঙ্ক। ১টি ছক্কা মারেন বিব্রান্ত। ওভারে ১৯ রান ওঠে। ১৩ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ১৩০ রান। বিব্রান্ত ৬৮ ও মায়াঙ্ক ৫৩ রানে ব্যাট করছেন। জেসন ৩ ওভারে ৩৬ রান খরচ করেছেন।

21 May 2023, 04:32:32 PM IST

চাওলার ওভারে ৮ রান

১২তম ওভারে পীযূষ চাওলার বলে ১টি চার মারেন বিব্রান্ত শর্মা। ওভারে ৮ রান ওঠে। ১২ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ১১১ রান। বিব্রান্ত ৬১ ও মায়াঙ্ক ৪২ রানে ব্যাট করছেন। চাওলা ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন।

21 May 2023, 04:28:20 PM IST

১০০ টপকাল হায়দরাবাদ

১১তম ওভারে কুমার কার্তিকেয়ার বলে ১টি চার মারেন বিব্রান্ত ও ১টি চার মারেন মায়াঙ্ক। ওভারে ১০ রান ওঠে। ১১ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ১০৩ রান। বিব্রান্ত ৫৫ ও মায়াঙ্ক ৪০ রানে ব্যাট করছেন। কার্তিকেয়া ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।

21 May 2023, 04:23:24 PM IST

হাফ-সেঞ্চুরি বিব্রান্তের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিব্রান্ত শর্মা। দশম ওভারে ক্রিস জর্ডনের বলে ২টি চার মারেন বিব্রান্ত। ওভারে ১৪ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৯৩ রান। বিব্রান্ত ৫০ ও মায়াঙ্ক ৩৫ রানে ব্যাট করছেন। জর্ডন ২ ওভারে ২৪ রান খরচ করেছেন।

21 May 2023, 04:17:42 PM IST

কার্তিকেয়ার ওভারে ৫ রান

নবম ওভারে কুমার কার্তিকেয়া মাত্র ৫ রান খরচ করেন। ৯ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৭৯ রান। বিব্রান্ত ৩৯ ও মায়াঙ্ক ৩৩ রানে ব্যাট করছেন। কার্তিকেয়া ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।

21 May 2023, 04:13:27 PM IST

চাওলাকে ছক্কা হাঁকালেন বিব্রান্ত

অষ্টম ওভারে পীযূষ চাওলার বলে ১টি ছক্কা মারেন বিব্রান্ত শর্মা। ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৭৪ রান। বিব্রান্ত ৩৭ ও মায়াঙ্ক ৩০ রানে ব্যাট করছেন। চাওলা ২ ওভারে ২০ রান খরচ করেছেন।

21 May 2023, 04:08:46 PM IST

কার্তিকেয়ার ওভারে ১১ রান

সপ্তম ওভারে বল করতে আসেন কুমার কার্তিকেয়া। তাঁর বলে ১টি চার মারেন মায়াঙ্ক আগরওয়াল। ওভারে ১১ রান ওঠে। ৭ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৬৪ রান। মায়াঙ্ক ২৮ ও বিব্রান্ত ২৯ রানে ব্যাট করছেন।

21 May 2023, 04:03:42 PM IST

৫০ টপকাল হায়দরাবাদ

ষষ্ঠ ওভারে পীযূষ চাওলার বলে ২টি চার মারেন বিব্রান্ত শর্মা। ওভারে ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে হায়দরাবাদ কোনও উইকেট না হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছেন। বিব্রান্ত ২৭ ও মায়াঙ্ক ২১ রানে ব্যাট করছেন।

21 May 2023, 03:58:24 PM IST

রান-আউটের সুযোগ হাতছাড়া

৪.৩ ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে রান-আউট করার সুযোগ হাতছাড়া করে মুম্বই ইন্ডিয়ান্স। আকাশ মাধওয়ালের ওভারে ২টি চার মারেন মায়াঙ্ক। ওভারে ১১ রান ওঠে। ৫ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৪৩ রান। মায়াঙ্ক ২০ ও বিব্রান্ত ১৮ রানে ব্যাট করছেন। 

21 May 2023, 03:53:47 PM IST

জর্ডনের ওভারে জোড়া বাউন্ডারি বিব্রান্তের

চতুর্থ ওভারে ক্রিস জর্ডনের বলে ২টি চার মারেন বিব্রান্ত শর্মা। ওভারে ১০ রান ওঠে। ৪ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৩২ রান। বিব্রান্ত ১৬ রানে ব্যাট করছেন।

21 May 2023, 03:48:53 PM IST

বেহরেনডর্ফের ওভারে জোড়া বাউন্ডারি মায়াঙ্কের

তৃতীয় ওভারে জেসন বেহরেনডর্ফের বলে ২টি চার মারেন মায়াঙ্ক আগরওয়াল। ওভারে ১২ রানে ওঠে। ৩ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ২২ রান। ১০ রানে ব্যাট করছেন মায়াঙ্ক।

21 May 2023, 03:42:47 PM IST

গ্রিনের ওভারে ৫ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। তাঁর ওভারে ৫ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ, যার মধ্যে ৩ রান আসে লিগ-বাই হিসেবে। ২ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ১০ রান।

21 May 2023, 03:36:30 PM IST

বিব্রান্তের বাউন্ডারিতে ম্যাচ শুরু

মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন বিব্রান্ত শর্মা। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন জেসন বেহরেনডর্ফ। তৃতীয় বলে চার মারে খাতা খোলেন বিব্রান্ত। প্রথম ওভারে হায়দরাবাদ কোনও উইকেট না হারিয়ে ৫ রান সংগ্রহ করে।

21 May 2023, 03:22:55 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

মুম্বই- রমনদীপ সিং, বিষ্ণু বিনোদ, ত্রিস্তান স্টাবস, তিলক বর্মা ও সন্দীপ ওয়ারিয়র।
হায়দরাবাদ- মায়াঙ্ক মার্কান্ডে, রাহুল ত্রিপাঠী, আব্দুল সামাদ, কার্তিক ত্যাগী ও আকিল হোসেন।

21 May 2023, 03:21:15 PM IST

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, বিব্রান্ত শর্মা, এডেন মার্করাম (ক্যাপ্টেন), এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস, নীতীশ রেড্ডি, সনভীর সিং, মায়াঙ্ক ডাগর, ভুবনেশ্বর কুমার ও উমরান মালিক।

21 May 2023, 03:19:00 PM IST

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, ক্রিস জর্ডন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়া ও আকাশ মাধওয়াল।

21 May 2023, 03:03:24 PM IST

টস জিতল মুম্বই

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান সানরাইজার্সকে। সুতরাং, ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়া করবে মুম্বই।

21 May 2023, 02:36:33 PM IST

কীভাবে প্লে-অফের টিকিট হাতে পাবে মুম্বই

১. মুম্বই তাদের শেষ লিগ ম্যাচে হায়দরাবাদকে হারালে এবং আরসিবি তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হারলে ১৬ পয়েন্ট নিয়ে সরিসরি প্লে-অফে চলে যাবেন রোহিতরা।
২. মুম্বই ও আরসিবি উভয় দলই যদি নিজেদের শেষ লিগ ম্যাচে জয় তুলে নেয়, সেক্ষেত্রে নেট রান-রেটের নিরিখে নির্ধারিত হবে প্লে-অফের টিকিট। মুম্বই যদি সানরাইজার্সকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান-রেট বাড়িয়ে নিতে পারে এবং শেষমেশ রান-রেটে আরসিবিকে টেক্কা দেয়, তাহলে প্লে-অফে চলে যাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আজ কারা ঘনিষ্ঠ বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারেন? কী বলছে আজকের প্রেম রাশিফল এবার সলমনের বাড়ির বাইরে পৌঁছে গেল লরেন্স বিষ্ণোই! তুলতে গেল অ্যাপ ক্যাবের চালক ৫০ এর বেশি যাত্রী নিয়ে মহানদীতে নৌকাডুবি!ওড়িশায় মৃত ১, নিখোঁজ ৭, চলছে উদ্ধারকাজ IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির পুলিশে চাকরি করেছি, আইন জানিনা ভাবাটা ভুল- অস্ত্র আইনে মামলা নিয়ে বললেন দেবাশিস হারলেও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখল CSK, জিতে জায়গা মজবুত করল LSG দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল ধনু, মকর, কুম্ভ, মীন রাশির মধ্যে আজ কারা লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার রাও? বিতর্কে জবাব এল, ‘একটু ফিলার করাই…’ RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি?

Latest IPL News

IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.