বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs SRH: কাজে এল না টিমের লড়াই, জিতে প্লে-অফের দৌড়ে টিকে রইল সানরাইজার্স
ম্যাচ শেষে রমনদীপ ও উমরান মালিকের সৌজন্য বিনিময়। ছবি- আইপিএল।

MI vs SRH: কাজে এল না টিমের লড়াই, জিতে প্লে-অফের দৌড়ে টিকে রইল সানরাইজার্স

পাঁচ ম্যাচ পরে জয়ে ফিরল সানরাইজার্স।

ওয়াংখেড়ের ময়দানে এবারের আইপিএল মরশুমের ৬৫তম ম্যাচে মুখোমুখি হয়ছিল মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে রাহুল ত্রিপাঠীর ৭৬ রানে ভর করে ৬ উইকেটে ১৯৩ রান তোলে সানরাইজার্স। তিন উইকেট নেন রমনদীপ সিং।জবাবে মুম্বই ওপেনাররা দুরন্ত শুরু করার পর, উমরান মালিকের তিন উইকেটে ভর করেই খেলা ঘুরিয়ে দেয় সানরাইজার্স। টিম ডেভিড ১৮ বলে ঝোড়ো ৪৬ রান করলেও, মুম্বইকে তিন রানে ম্যাচ হারতেই হল। এই মরণ-বাঁচন ম্যাচ জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল সানরাইজার্স।

18 May 2022, 12:00:04 AM IST

ম্যাচ সেরা রাহুল ত্রিপাঠী

ব্যাট হাতে ৪৪ বলে দুরন্ত ৭৬ রান করার সুবাদে রাহুল ত্রিপাঠীকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

17 May 2022, 11:29:10 PM IST

৫ ম্যাচ পরে জয়ে ফিরল সানরাইজার্স

শেষ ওভারে রমনদীপ চেষ্টা করেও জেতাতে পারলেন না মুম্বই ইন্ডিয়ান্সকে। শেষ বলে ছক্কা হাঁকালেও ৩ রানে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে এখনও টিকে রইল সানরাইজার্স হায়দরাবাদ।

17 May 2022, 11:22:09 PM IST

অনবদ্য ভুবি

টিম ডেভিড ঝড়ের পর অনবদ্য ১৯তম ওভার ভুবনেশ্বর কুমারের। মেডেন-উইকেট নিলেন সানরাইজার্সের তারকা বোলার। শেষ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য ১৯ রান চাই।

17 May 2022, 11:20:29 PM IST

সপ্তম উইকেটের পতন

১৯তম ওভারটা দারুণভাবে শুরু করলেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে ডট করার পর দ্বিতীয় বলে শূন্য রানে সঞ্জয় যাদবকে ফেরালেন ভুবনেশ্বর। ১৭৫ রানে সপ্তম উইকেট হারাল মুম্বই।

17 May 2022, 11:17:46 PM IST

বক্স অফিস ওভার

নটরাজনের বিরুদ্ধে ১৮তম ওভারে চারটি ছক্কাসহ ২৬ রান তোলেন টিম ডেভিড। কিন্তু শেষ বলে স্ট্রাইক নিজের কাছে রাখার চেষ্টায় রান আউট হয়ে ফিরতে হল তাঁকে। তবে ১৮ বলে ৪৬ রানের তাঁর ইনিংস কিন্তু খেলা সম্পূর্ণরূপে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দিয়েছে। বর্তমান স্কোর ১৭৫-৬। দুই ওভারে জয়ের জন্য ১৯ রান চাই মুম্বইয়ের।

17 May 2022, 11:10:25 PM IST

৫ উইকেট পড়ল MI-র, রান আউট স্টাবস

ধস মুম্বইয়ের ইনিংসে। পাঁচ উইকেট হারালেন রোহিত শর্মারা। রান আউট হয়ে গেলেন ট্রিস্টান স্টাবস। ১৬.৪ ওভারে মুম্বইয়ের স্কোর পাঁচ উইকেটে ১৪৪ রান।

17 May 2022, 11:02:17 PM IST

ওভারের শেষ বলে উইকেট উমরানের, ৪ উইকেট হারাল MI 

স্বপ্নের ওভার উমরান মালিকের? ওভারের প্রথম বলে তিলক বর্মাকে আউট করার পরে শেষ বলে ড্যানিয়েস স্যামসকে আউট করলেন উমরান মালিক। ১১ বলে ১৫ করলেন মুম্বই তারকা। ১৫ ওভারে মুম্বইয়ের স্কোর চার উইকেটে ১২৭ রান। জোড়া বাউন্সারে এক ওভারে দু'উইকেট নিলেন উমরান।

17 May 2022, 10:58:44 PM IST

ম্যাচের দ্বিতীয় সাফল্য পেলেন উমরান 

প্রথম ওভারে মার খাওয়ার পর দারুণভাবে ফিরে এসেছেন উমরান। ১৪.১ ওভারে তিলক বর্মাকে ৮ রানে সাজঘরে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নিলে উমরান।

17 May 2022, 10:49:21 PM IST

বড় ওভার

ড্যানিয়েল স্যামস ব্যাটে নেমেই নিজের কাজ করতে শুরু করে দিয়েছেন। ওয়াশিংটন সুন্দরকে এক লম্বা ছক্কা হাঁকালেন তিনি। ইনিংসের ১৩তম ওভারে উঠল ১৩ রান। মুম্বইয়ের স্কোর ১১৫-২। স্যামস ১৫ ও তিলক বর্মা ১ রানে ব্যাট করছেন।

17 May 2022, 10:38:11 PM IST

পরপর ওভারে ওপেনারদের হারাল মুম্বই

রোহিতের আউট হওয়ার পরের ওভারেই আউট হলেন ইশান কিষাণও। তাঁকে ৪৩ রানে সাজঘরে ফেরত পাঠালেন উমরান মালিক। ১০১ রানে দ্বিতীয় উইকেট হারাল মুম্বই।

17 May 2022, 10:33:08 PM IST

রোহিত আউট

আইপিএলে ছয় ইনিংসে তিন নম্বরবার ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলেন রোহিত শর্মা। মরশুমের প্রথম অর্ধশতরান করা হল না তাঁর, ৪৮ রানে ফিরলেন তিনি। ১০.৪ ওভারে ৯৫ রানে প্রথম উইকেট হারাল মুম্বই। 

17 May 2022, 10:29:56 PM IST

ইনিংসের মাঝপথে মুম্বইয়ের স্কোর ৮৯-০

১৯৪ রান তাড়া করতে নেমে একেবারে সঠিক পথে এগোচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষাণ মিলে ১০ ওভারেই ৮৯ রান যোগ করে ফেলেছেন। বাকি ১০ ওভারে অবশ্য ১০৫ রান বাকি থাকলেও, উইকেট হাতে থাকাটা মুম্বইকে মদত করবে।

17 May 2022, 10:26:30 PM IST

৯ বলের প্রথম ওভারে ১৭ রান দিলেন উমরান

উমরান মালিক ইনিংসে নিজের প্রথম ওভারে একদমই নিয়ন্ত্রিত বোলিং করতে পারলেন না। দুইটি নো বল এবং একটি ওয়াইডের নয় বলের ওভারে উঠল ১৭ রান। ৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ৭৮ রান।

17 May 2022, 10:21:21 PM IST

পরপর দুই ভাল ওভার সানরাইজার্সের

পাওয়ার প্লের পরে, বেশ ভাল সপ্তম ও অষ্টম ওভার করলেন সানরাইজার্স বোলাররা। দুই ওভারেই ৫ রান করে উঠল। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬১ বিনা উইকেটে।

17 May 2022, 10:10:08 PM IST

পাওয়ার প্লেতে ৫০ পার মুম্বইয়ের

১৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালই করেছেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষাণ। পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে মুম্বইয়ের স্কোর ৫১। রোহিত খেলছেন ২৭ রানে ও ইশান ২২ রানে।

17 May 2022, 10:04:03 PM IST

নটরাজনের প্রথম ওভারে উঠল ১৬ রান

ইনিংসে টি নাটরাজনের প্রথম ওভারেই ১৬ রান তুলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। ওভারে দুইটি চার মারেন ইশান এবং একটি ছক্কা হাঁকান রোহিত শর্মা। ৫ ওভার শেষে বিনা উইকেটে মুম্বইয়ের স্কোর ৪৫।

17 May 2022, 09:53:06 PM IST

৩ ওভারে স্কোর ২০-০

সানরাইজার্সের ব্যাটারদের মতোই মুম্বইও স্পিনারদের সেট হওয়ার সুযোগ দিতে চায়না। ওয়াশিংটন সুন্দর বলে আসতেই তাঁকে দুইটি বাউন্ডারি মেরে ওভার থেকে ১০ রান তুললেন ইশান কিষাণ। ৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২০-০।

17 May 2022, 09:47:00 PM IST

ফারুখির দুর্দান্ত প্রথম ওভার

বল হাতে নিয়ে সানরাজার্সের হয়ে দুর্দান্ত প্রথম বল করলেন ফজলহক ফারুখি। মাত্র দুই রান দিলেন তিনি।

17 May 2022, 09:24:06 PM IST

দুর্ধর্ষ শেষ ওভার বুমরাহের

২০তম ওভারে মাত্র ৭ রান দিলেন জসপ্রীত বুমরাহ। ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দরকে ৯ রানে আউটও করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৯৩-৬ তুলল সানরাইজার্স। উইলিয়ামসন অপরাজিত থাকলেন ৮ রানে। 

17 May 2022, 09:19:34 PM IST

১৯ তম ওভারে উঠল ১১ রান

মেরেডিথের ১৯তম ওভারে উঠল ১১ রান। পরিস্থিতির বিচারে খুব একটা খারাপ ওভার নয় এটি। সানরাইজার্সের স্কোর ১৮৬-৫। ২০০-র গণ্ডি কি টপকাতে পারবে নিজামের শহরের ফ্রাঞ্চাইজি?

17 May 2022, 09:10:42 PM IST

ওভারের দ্বিতীয় উইকেট

ওভারের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় সাফল্য পেলেন রমনদীপ। মাত্র দুই রান করেই সাজঘরে ফিরলেন মার্করাম। ১৭৫ রানে পঞ্চম উইকেট হারাল সানরাইজার্স। ম্যাচে পরপর উইকেট হারিয়ে বড় রান করার আশায় জোরদার ধাক্কা খেল সানরাইজার্স।

17 May 2022, 09:07:29 PM IST

পরপর ২ ওভারে দুই সেট ব্যাটার আউট

গত ওভারে পুরান আউট হওয়ার পরেই ১৭.২ ওভারে ৪৪ বলে ৭৬ রান করে আউট হলেন রাহুল ত্রিপাঠী। ১৭৪ রানে চতুর্থ উইকেট হারাল সানরাইজার্স। দ্বিতীয় সাফল্য রমনদীপের। ক্রিজে নতুন ব্যাটার অধিনায়ক কেন উইলিয়ামসন।

17 May 2022, 09:03:35 PM IST

পুরান আউট

দুর্ধর্ষ ক্যাচ মারকান্ডের। ১৬.৫ ওভারে স্কোয়ার লেগ বাউন্ডারিতে থাকা মায়াঙ্ক মারকান্ডে পুরো লেংথ ডাইভ করে খতরনাক দেখানো নিকোলাস পুরানকে ৩৮ রানে (২২ বল) সাজঘরে ফেরালেন। এই ম্যাচে ৩২ রান দেওয়ার পর অবশেষে সাফল্য পেলেন মেরেডিথ। ১৭২ রানে তৃতীয় উইকেট হারাল সানরাইজার্স। ক্রিজে নতুন ব্যাটার এডেন মার্করাম।

17 May 2022, 08:51:59 PM IST

১৫০-র গণ্ডি টপকাল সানরাইজার্স

১৫.২ ওভারেই ১৫০-র গণ্ডি পেরিয়ে গেল সানরাইজার্স। দুরন্ত ছন্দে দেখাচ্ছে পুরান ও ত্রিপাঠীকে। পুরান খেলছেন ৩৭ রানে (১৯ বল)। ত্রিপাঠীর সংগ্রহ ৫৫ রান(৩৭ বল)।

17 May 2022, 08:42:54 PM IST

অর্ধশতরান করলেন ত্রিপাঠী

৩২ বলে সাতটি চার ও একটি ছক্কার সুবাদে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন রাহুল ত্রিপাঠী। নিকোলাস পুরানকেও দারুণ ছন্দে দেখাচ্ছে। ১৪তম ওভার থেকে উঠল ১৪ রান। সানরাইজার্সের স্কোর ১৪৩-২।

17 May 2022, 08:39:26 PM IST

বড় ওভার

প্রিয়ম আউট হয়ে গেলেও, বড় রানের লক্ষ্যে আগ্রাসী ব্যাটিং করে যাচ্ছেন সানরাইজার্স ব্যাটাররা। মেরেডিথের বিরুদ্ধে ইনিংসের ১৩তম ওভারে উঠল ১৭ রান। সানরাইজার্সের স্কোর ১২৯-২। পুরান ২৩ রান ও ত্রিপাঠী ৪৮ রানে ব্যাট করছেন।

17 May 2022, 08:26:46 PM IST

১০০-র গণ্ডি টপকাল সানরাইজার্স

১১তম ওভারে দুই উইকেট হারিয়ে ১০০-র গণ্ডি টপকাল সানরাইজার্স হায়দরাবাদ। ওভারের প্রথম বলেই চার খেলেও, ওভারে মাত্র ৫ রান দিলেন বুমরাহ। ১১ ওভার শেষে স্কোর ১০২-২।

17 May 2022, 08:21:18 PM IST

প্রথম ওভারেই রমনদীপের সাফল্য

প্রথম ওভারে বল করতে এসেই দুরন্ত ছন্দে দেখানে প্রিয়ম গর্গকে ৪২ রানে ফেরালেন রমনদীপ সিং। ৯৬ রানে দ্বিতীয় উইকেট হারাল সানরাইজার্স। ইনিংসের মাঝপথে ১০ ওভার শেষে স্কোর ৯৭-২। ক্রিজে নতুন ব্যাটার নিকোলাস পুরান।

17 May 2022, 08:10:28 PM IST

এক ওভারে উঠল ১৫

সঞ্জয় যাদবকে সেট হওয়ার সুযোগই দিচ্ছেন না রাহুল ত্রিপাঠী। আট ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৭৭-১। ওভারে উঠল মোট ১৫ রান।

17 May 2022, 08:00:41 PM IST

৫০-র গণ্ডি পার করল সানরাইজার্স

মাত্র ৫.৪ ওভারেই ৫০ পার করে ফেলল সানরাইজার্স। পাওয়ার-প্লে শেষে স্কোর এক উইকেটের বিনিময়ে ৫৭। রাহুল ত্রিপাঠী খেলছেন ২৪ রানে (১৩ বল), প্রিয়মের সংগ্রহ ২০ রান (১৩ বলে)।

17 May 2022, 07:56:51 PM IST

৬, ৪, ৪; বুমরাহকে শুরুতেই মার ত্রিপাঠীর

মুম্বইয়ের সেরা বোলার জসপ্রীত বুমরাহকে শুরুতেই চাপে ফেলতে একেবারে লেগে পড়লেন রাহুল ত্রিপাঠী। ওভারের শেষ তিন বলে ৬, ৪, ৪ মারলেন বুমরাহকে। ওভারে উঠল মোট ১৫ রান। ৫ ওভার শেষে সানরাইজার্স ৪৬-১।

17 May 2022, 07:51:13 PM IST

৩ ওভারে সানরাইজার্স ৩১-১

স্পিনার সঞ্জয় যাদব বলে আসতেই ক্রিজে সদ্য নামলেও আগ্রাসনের পথ বেছে নিয়েছেন রাহুল ত্রিপাঠী। এই ওভারে সঞ্জয়কে দু'টি চার মারেন তিনি। ৩ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৩১-১।

17 May 2022, 07:43:53 PM IST

প্রথম সাফল্য মুম্বইয়ের

ওপেনিং জুটিতে বদল করেও ভাগ্য বদলাল না সানরাইজার্সের, মাত্র ১৮ রানেই ভাঙল ওপেনিং পার্টনারশিপ। ২.৪ ওভারে স্যামসের বলে ৯ রান করে আউট হলেন অভিষেক শর্মা।

17 May 2022, 07:40:23 PM IST

প্রথম বলে চার খেয়েও কামব্যাক মেরেডিথের

দ্বিতীয় ওভারের প্রথম বলেই অভিষেক চার মেরে ওভারের শুরুটা করলেও, ভাল কামব্যাক করলেন রিলি মেরেডিথ। দুই ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১২-০।

17 May 2022, 07:35:50 PM IST

প্রথম ওভারে উঠল ৫ রান

ইনিংসের প্রথম ওভারে স্য়ামসের বিরুদ্ধে পাঁচ রান তুলল সানরাইজার্স। যদিও একটি চার লেগ বাই থেকে এসেছে।

17 May 2022, 07:34:43 PM IST

খেলা শুরু

সানরাইজার্সের হয়ে ব্যাট হাতে ওপেন করছেন প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা এবং মুম্বইয়ের হতে বল হাতে ওপেনিং বোলার ড্যানিয়েল স্যামস।

17 May 2022, 07:13:53 PM IST

সানরাইজার্সের একাদশ

সানরাইজার্স হায়দরাবাদও নিজেদের দলে দুই বদল করেছে। খারাপ ফর্মে থাকা কেন উইলিয়ামসন ওপেন করবেন না। তাঁর বদলে প্রিয়ম গর্গ ওপেন করবেন, বাদ পড়লেন শশাঙ্ক সিং। মার্কো জানসেনের বদলে সুযোগ পেলেন ফজলহক ফারুখি।সানরাইজার্সের একাদশ-অভিষেক শর্মা, প্রিয়ম গর্গ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুখি, উমরান মালিক, টি নটরাজন।

17 May 2022, 07:10:14 PM IST

মুম্বইয়ের একাদশ

দলে দুই বদল করে এই ম্যাচে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। বাকিদের সুযোগ দেওয়ার খাতিরেই ও সঞ্জয় যাদবকে দলে নিল মুম্বই, বাদ পড়লেন হৃত্বিক শোকিন ও কুমার কার্তিকেয়া।মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ-ইশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ড্যানিয়েল স্যামস, তিলক বর্মা, ট্রিস্টান স্টাবস, টিম ডেভিড, রমনদীপ সিং, সঞ্জয় যাদব, মায়াঙ্ক মারকান্ডে, জসপ্রীত বুমরাহ, রিলি মেরেডিথ।

17 May 2022, 07:03:29 PM IST

টসে জিতল মুম্বই ইন্ডিয়ান্স

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের।

17 May 2022, 06:42:40 PM IST

কীভাবে এখনও প্লে-অফে যেতে পারে সানরাইজার্স?

সত্যি বলতে মাত্র পাঁচ ম্যাচ জিতে লিগ তালিকায় আটে থাকা সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফে যাওয়ার আশা এমনিই কম। তাদের ঋণাত্মক নেট রান রেট আরও সমস্য়ার কারণ। প্লে-অফে যেতে শেষ দুই ম্যাচেই সানরাইজার্সকে বড় ব্যবধানে জিতে নিজেদের নেট রান-রেট ভাল তো করতেই হবে। তবে দুই ম্যাচ জিতে সর্বোচ্চ ১৪ পয়েন্টেই পৌঁছতে পারবে সানরাইজার্স। সুতরাং, নিজেদের জয়ের পাশাপাশি তাদের আশা করতে হবে কেকেআর, আরসিবি এবং দিল্লি ক্যাপিটালস যেন নিজেদের শেষ ম্যাচে বেশ বড় ব্যবধানে হারে।

17 May 2022, 06:38:52 PM IST

সাম্প্রতিক সময়ে সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বইয়ের দাপট

সাম্প্রতিক সময়ে সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের দাপট দেখিয়েছে। দুই দলের শেষ পাঁচ সাক্ষাৎকারে সানরাইজার্স মাত্র একটি ম্যাচে জিতেছে। মুম্বই সরাসরি তিনটি ম্যাচ জিতেছে এবং একটি ম্য়াচ টাই হওয়ার পর, সেই ম্যাচও সুপার ওভারে মুম্বই নিজেদের দখলে আনে। 

17 May 2022, 06:32:17 PM IST

সানরাইজার্সের মরণ-বাঁচন ম্যাচ

টানা পাঁচ ম্যাচ জয়ের পর, আইপিএলে টানা পাঁচ ম্যাচ হেরে অনিচ্ছুক রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের প্লে-অফে যাওয়া নিয়েও রয়েছে বিরাট বড় প্রশ্নচিহ্ন। এমন অবস্থায় ওয়াংখেড়ে ময়দানে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে লিগ তালিকায় আটে থাকা সানরাইজার্স। এই ম্যাচে হারলে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকেই যাবে নিজামের শহরের ফ্রাঞ্চাইজি। অপরদিকে, মুম্বইয়ের কাছে লড়াইটা আত্মসম্মানের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

India-Pakistan Test Series নিয়ে রোহিত শর্মার দাবিকে সমর্থন করলেন শাহিদ আফ্রিদি সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের ভাগ্যে আজ কী রয়েছে? শনিবার ২০ এপ্রিলের রাশিফল দেখুন মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে শনিবার কে লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি?

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.