বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: কম রানের পুঁজি নিয়েও দুরন্ত জয় মুম্বইয়ের, হারের হ্যাটট্রিক ওয়ার্নারদের
হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় মুম্বইয়ের। ছবি- আইপিএল।

IPL 2021: কম রানের পুঁজি নিয়েও দুরন্ত জয় মুম্বইয়ের, হারের হ্যাটট্রিক ওয়ার্নারদের

হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন বেয়ারস্টো, রান-আউট হন ওয়ার্নার।

আরসিবির কাছে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করতে হলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম দু'টি ম্যাচেই পরাজিত হয়েছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও আরসিবির কাছে। এই অবস্থায় ডেভিড ওয়ার্নাররা চলতি টুর্নামেন্টে তাদের প্রথম জয়ের খোঁজে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হন। যদিও আরও একবার ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় সানরাইজার্সকে।

17 Apr 2021, 11:37:11 PM IST

ম্যাচের সেরা পোলার্ড

৩টি ছয় ও ১টি চারের সাহায্যে ২২ বলে অপরাজিত ২৫ রান ও বল হাতে ২ ওভারে মাত্র ১০ রান খরচ করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কায়রন পোলার্ড। পলার্ডের জন্যই মুম্বই ১৫০ রানে পৌঁছতে সক্ষম হয়।

17 Apr 2021, 11:34:35 PM IST

মুম্বইয়ের বোলিং

রাহুল চাহার ১৯ রানে ৩ উইকেট নেন। ২৮ রানে ৩ উইকেট নেন বোল্ট। ৪ ওভারে মাত্র ১৪ রানে ১টি উইকেট দখল করেন বুমরাহ। ৩০ রানে ১ উইকেট নেন ক্রুণাল।

17 Apr 2021, 11:33:24 PM IST

হায়দরাবাদের ইনিংস

ওয়ার্নার ৩৬, বেয়ারস্টো ৪৩, পান্ডে ২, বিরাট ১১, শঙ্কর ২৮, অভিষেক ২, সামাদ ৭, রশিদ ০, ভুবনেশ্বর ১, মুজিব অপরাজিত ১ ও খলিল ১ রান করেন।

17 Apr 2021, 11:31:44 PM IST

হায়দরাবাদের বোলিং

মুজিব ২৯ রানে ২টি, শঙ্কর ১৯ রানে ২টি ও খলিল ২৪ রানে ১টি উইকেট নেন। রশিদ ৪ ওভারে ২২ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।

17 Apr 2021, 11:30:20 PM IST

মুম্বইয়ের ইনিংস

ডি'কক ৪০, রোহিত ৩২, সূর্যকুমার ১০, ইশান ১২, পোলার্ড অপরাজিত ৩৫, হার্দিক ৭ ও ক্রুণাল অপরাজিত ৩ রান করেন।

17 Apr 2021, 11:20:07 PM IST

হারের হ্যাটট্রিক হায়দরাবাদের

প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হয় হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচে আরবিসির কাছে পর্যুদস্ত হয় তারা। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স হারাল সানরাইজার্সকে। সুতরাং চলতি আইপিএল হারের হ্যাটট্রিক করলেন ডেভিড ওয়ার্নাররা।

17 Apr 2021, 11:18:24 PM IST

হায়দরাবাদের লোয়ার অর্ডারে ধস

শেষ তিন ওভারে ৫ উইকেট হারায় সানরাইজার্স। ৩ ওভারে মাত্র ২৭ রান দরকার ছিল তাদের। হাতে ছিল ৫ উইকেট। সেখান থেকে ১৩ রান যোগ করে ৫ জন ব্যাটসম্যান হারিয়ে বসে সানরাইজার্স।

17 Apr 2021, 11:14:29 PM IST

মুম্বই ১৩ রানে জয়ী

মুম্বই ইন্ডিয়ান্সের ৫ উইকেটে ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৯.৪ ওভারে ১৩৭ রানে অল-আউট হয়ে যায। ১৩ রানে ম্যাচ জেতে মুম্বই।

17 Apr 2021, 11:13:31 PM IST

খলিল আহমেদ আউট

শেষ ওভারের চতুর্থ বলে বোল্ড খলিল। ১৩৭ রানে অল-আউট হায়দরাবাদ। 

17 Apr 2021, 11:10:45 PM IST

ভুবনেশ্বর আউট

শেষ ওভারের প্রথম বলে ভুবনেশ্বরকে বোল্ড করেন বোল্ট। ১৩৫ রানে ৯ উইকেট হারাল হায়দরাবাদ। ২ বলে ১ রান করে ক্রিজ চাড়েন তিনি। জয়ের জন্য ৫ বলে ১৬ রান দরকার।

17 Apr 2021, 11:08:36 PM IST

বিজয় শঙ্কর আউট

১৯তম ওভারের পঞ্চম বলে শঙ্করকে ফেরত পাঠালেন বুমরাহ। ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ২৮ রান করে সূর্যকুমারের হাতে ধরা দেন তিনি। সানরাইজার্স ১৩৪ রানে ৮ উইকেট হারায়। বুমরাহর ওভারে ৫ রান ওঠে। ১৯ ওভারে হায়দরাবাদ ১৩৫/৮। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ১৬ রান।

17 Apr 2021, 11:05:09 PM IST

রশিদ আউট

১৮তম ওভারের শেষ বলে রশিদ খানকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান বোল্ট। হায়দরাবাদ ১৩০ রানে ৭ উইকেট হারায়। ২ ওভারে দরকার ২১।

17 Apr 2021, 11:00:18 PM IST

সামাদ আউট

১৮তম ওভারের চতুর্থ বলে রান-আউট হলেন আব্দুল সামাদ। ১২৯ রানে ৬ উইকেট হারাল হায়দরাবাদ। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৭ রান করেন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান রশিদ। 

17 Apr 2021, 10:56:12 PM IST

৩ ওভারে দরকার ২৭ রান

বুমরাহর ওভারে মাত্র ৪ রান ওঠে। ১৭ ওভার শেষে হায়দরাবাদ ৫ উইকেটে ১২৪ রান তুলেছে। জয়ের জন্য ১৮ বলে ২৭ রান দরকার তাদের। শঙ্কর ২২ রানে ব্যাট করছেন।

17 Apr 2021, 10:51:12 PM IST

৪ ওভারে দরকার ৩১ রান

ক্রুণাল পান্ডিয়ার ওভারে দু'টি ছক্কা হাঁকান শঙ্কর। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৬ ওভার শেষে হায়দরাবাদ ১২০/৫। জয়ের জন্য ৪ ওভারে ৩১ রান দরকার সানরাইজার্সের। বিজয় শঙ্কর ২০ রানে ব্যাট করছেন।

17 Apr 2021, 10:43:12 PM IST

অভিষেক আউট

বিরাট সিংকে ফেরানোর পর একই ওভারের পঞ্চম বলে অভিষেক শর্মার উইকেট তুলে নিলেন চাহার। ৪ বলে ২ রান করে অ্যাডাম মিলিনের হাতে ধরা পড়েন অভিষেক। সানরাইজার্স ১০৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আব্দুল সামাদ। ১৫ ওভারে হায়দরাবাদ ১০৪/৫।

17 Apr 2021, 10:42:27 PM IST

বিরাট সিং আউট

১৫তম ওভারের প্রথম বলে বিরাটের উইকেট তুলে নেন রাহুল চাহার। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১১ রান করে সূর্যকুমারের হাতে ধরা পড়েন বিরাট। হায়দরাবাদ ১০২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষেক শর্মা।

17 Apr 2021, 10:41:56 PM IST

হায়দরাবাদ ১০০ 

১৪তম ওভারে হায়দরাবাদ দলগত ১০০ রান পূর্ণ করে। ১৪ ওভার শেষে সানরাইজার্স ১০২/৩।

17 Apr 2021, 10:41:15 PM IST

ওয়ার্নার রান-আউট

১২তম ওভারের তৃতীয় বলে রান-আউট হলেন ওয়ার্নার। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩৭ রান করে ক্রিজ ছাড়েন হায়দরাবাদ অধিনায়ক। সানরাইজার্স ৯০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিজয় শঙ্কর। ১২ ওভারে হায়দরাবাদ ৯২/৩।

17 Apr 2021, 10:20:31 PM IST

১১ ওভারে হায়দরাবাদ ৮৫/২

রাহুল চাহারের প্রথম বলেই লম্বা ছয় হাঁকান ওয়ার্নার। এই ওভারে ১১ রান করে হায়দরাবাদ।

17 Apr 2021, 10:11:26 PM IST

৯ ওভারে হায়দরাবাদ ৭১/২

দ্বিতীয় ধাক্কা হায়দরাবাদকে। মণিশ পাণ্ডেকে (৭ বলে ২) আউট করলেন রাহুল চাহার। একটি খারাপ শট খেলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মণিশ।

17 Apr 2021, 10:06:22 PM IST

৮ওভারে হায়দরাবাদ ৬৮/১

বেয়ারস্টো উইকেট ফেলে হায়দরাবাদকে একটা বড় ধাক্কা দেয় মুম্বই। ক্রুনালের এই ওভারে মাত্র ১ রান করে হায়দরাবাদ।

17 Apr 2021, 10:03:58 PM IST

৭.২ওভারে হায়দরাবাদ ৬৭/১

হায়দরাবাদের প্রথম উইকেট পড়ল। ক্রুনাল পাণ্ডিয়ার বলে ২২ বলে ৪৩ করে আউট হলেন বেয়ারস্টো।

17 Apr 2021, 10:00:57 PM IST

৭ওভারে হায়দরাবাদ ৬৭/০

অ্যাডাম মিলনকে ফের ছক্কা হাঁকান ওয়ার্নার। এই ওভারে ১০ রান হয়। আগের ওভারে বুমরাহ মাত্র ২ রান দিয়েছিলেন।

17 Apr 2021, 09:49:24 PM IST

৫ওভারে হায়দরাবাদ ৫৫/০

ক্রুনাল পাণ্ডিয়ার দ্বিতীয় বলেই ফের ছক্কা হাঁকান বেয়ারস্টো। শেষ বলে চার মারেন ওয়ার্নার। এই ওভারে মোট ১৩ রান হয়। ৫ ওভার শেষে ১০-এর উপর রানরেট রয়েছে হায়দরাবাদের।

17 Apr 2021, 09:44:25 PM IST

৪ ওভারে হায়দরাবাদ  ৪২/০

অ্যাডাম মিলনের ওভারেও বিধ্বংসী মেজাজে বেয়ারস্টো। দু'টি ছয় মারেন তিনি। তার আগে ওয়ার্নার একটি ৪ মেরেছিলেন। মোট ১৯ হয় এই ওভারে।

17 Apr 2021, 09:38:26 PM IST

৩ ওভারে হায়দরাবাদ ২৩/০

ট্রেন্ট বোল্টের ওভারে তিনটি চার এবং একটি ছয় মারেন বেয়ারস্টো। মোট ১৮ রান হয় এই ওভারে।

17 Apr 2021, 09:32:56 PM IST

২ ওভারে হায়দরাবাদ ৫/০

জসপ্রীত বুমরাহও দ্বিতীয় ওভারে মাত্র ৩ রান দিলেন। প্রথম ২ ওভারে সে ভাবে রানই করতে পারলেন না ওয়ার্নাররা। এটা হায়দরাবাদের জন্য বেশ চাপের বিষয়।

17 Apr 2021, 09:26:04 PM IST

দ্বিতীয় ইনিংস শুরু১ ওভারে হায়দরাবাদ ২/০

ওপেন করতে নেমেছেন ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। প্রথম ওভারে ট্রেন্ট বোল্ট মাত্র ২ রান দিলেন।

17 Apr 2021, 09:11:59 PM IST

২০ ওভারে মুম্বই ১৫০/৫

পোলার্ডের তাণ্ডবে অবশেষে ১৫০ রানে পৌঁছল মুম্বইয়ের স্কোর। এই ওভারের শেষ দু'টি বলে ভুবনেশ্বরকে দু'টি ছয় মারেন পোলার্ড। শেষ ওভারে মোট ১৭ রান যোগ করে মুম্বই।

17 Apr 2021, 09:06:08 PM IST

১৯ ওভারে মুম্বই ১৩৩/৫

খালিল আহমেদের ওভারে প্রথম বলেই চার মারেন পোলার্ড।  দ্বিতীয় বলে পোলার্ডের ক্যাচ ফেলেন বিজয় শঙ্কর। কিন্তু তৃতীয় বলে অবশেষে হার্দিককে (৫বলে ৭) আউট করেন খালিল।

17 Apr 2021, 08:57:39 PM IST

১৮ ওভারে মুম্বই ১২৬/৪

ভুবনেশ্বর কুমারের ওভারে ১১ রান নেয় মুম্বই। হার্দিক নেমেই ৪ বলে ৭ রান করেন।

17 Apr 2021, 08:52:06 PM IST

১৭ ওভারে মুম্বই ১১৫/৪

ইশান কিষাণকে (২১ বলে ১২) ফেরালেন মুজিব উর রহমান। ক্যাচ ধরেন উইকেটকিপার জনি বেয়ারস্টো।

17 Apr 2021, 08:42:50 PM IST

১৫ ওভারে মুম্বই ১০১/৩

এই ওভারে মাত্র তিন রান দিলেন খালিল আহমেদ।ক্রিজে রয়েছেন ইশান কিষাণ এবং কায়রন পোলার্ড।

17 Apr 2021, 08:35:42 PM IST

১৪ ওভারে মুম্বই ৯৮/৩

কুইন্টনকে ফেরালেন মুজিব উর রহমান। ৩৯ বলে ৪০ করে আউট হন মুম্বইয়ের ওপেনার।

17 Apr 2021, 08:31:46 PM IST

১৩ ওভারে মুম্বই ৯৪/২

বিজয় শঙ্করের তৃতীয় ওভারের প্রথম বলেই কুইন্টনের ক্যাচ ফেললেন রাশিদ খান। না হলে মুম্বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যেত। এই ওভারে মাত্র ৫ রান দিয়েছেন বিজয়।

17 Apr 2021, 08:26:50 PM IST

১২ ওভারে মুম্বই ৮৯/২

ক্রিজে রয়েছেন কুইন্টন ডি'কক। ৩১ বলে ৩৪ রান করে ফেলেছেন। ১১ বলে ৫ রান ইশান কিষাণের।

17 Apr 2021, 08:18:07 PM IST

৯ ওভারে মুম্বই ৭২/২

রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের পরপর উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও মুম্বইকে চাপে ফেলেছে হায়দরাবাদ। দু'টি উইকেটই নিয়েছেন বিজয় শঙ্কর।

17 Apr 2021, 07:45:21 PM IST

৩ ওভারে মুম্বই ২৯/০

মুজিবের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন রোহিত। তৃতীয় ওভারে মোট ১৩ রান ওঠে। মুম্বই তিন ওভার শেষে বিনা উইকেটে ২৯ রান তুলেছে। রোহিত ১৪ ও ডি'কক ১০ রানে ব্যাট করছেন।

17 Apr 2021, 07:41:02 PM IST

২ ওভারে মুম্বই ১৬/০

২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স কোনও উইকেট না হারিয়ে ১৬ রান তুলেছে। খলিল আহমেদের ওভারে ৮ রান ওঠে।

17 Apr 2021, 07:35:37 PM IST

১ ওভারে মুম্বই ৮/০

প্রথম ওভারে মুম্বই বিনা উইকেটে ৮ রান তুলেছে। ২টি বাউন্ডারি মারেন ডি'কক।

17 Apr 2021, 07:32:10 PM IST

ম্যাচ শুরু

মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও ডি'কক। বোলিং শুরু করেন ভুবনেশ্বর। প্রথম বলেই বাউন্ডারি মারেন ডি'কক।

17 Apr 2021, 07:21:13 PM IST

হায়দরাবাদের প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মণীশ পান্ডে, বিজয় শঙ্কর, বিরাট সিং, আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, মুজিব উর রহমান ও খলিল আহমেদ।

17 Apr 2021, 07:19:31 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহার, অ্যাডাম মিলিন, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

17 Apr 2021, 07:12:19 PM IST

বাদ পড়লেন ঋদ্ধিমান

প্রথম দু'টি ম্যাচে ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঋদ্ধিমান সাহা। তবে ব্যর্থ হন দু'ম্যাচেই। ফলে তৃতীয় ম্যাচে বাদ পড়তে হল বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানকে। ঋদ্ধি না থাকায় কিপিং করবেন জনি বেয়ারস্টো। ওপেনেও ফিরছেন তিনি। হায়দরাবাদ তাদের প্লেয়িং ইলেভেনে ৪টি বদল করে। ঋদ্ধি ছাড়া বাদ পড়েছেন জেসন হোল্ডার, শাহবাজ নদিম ও টি নটরাজন। দলে ঢোকেন অভিষেক শর্মা, বিরাট সিং, মুজিব উর রহমান ও খলিল আহমেদ।

17 Apr 2021, 07:10:29 PM IST

মাঠে নামছেন মিলিন

মুম্বইয়ের জার্সিতে মাঠে নামছেন অ্যাডাম মিলিন। মারকো জানসেনকে বসিয়ে মিলিনকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মুম্বই তাদের প্লেয়িং ইলেভেনে একটিমাত্র পরিবর্তন করে।

17 Apr 2021, 07:10:29 PM IST

টস জিতল মুম্বই

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

বন্ধ করুন