ইডেনে মোহনবাগান সমর্থকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষের বিরুদ্ধে। মোহনবাগান সমর্থকদের একাংশের দাবি, জার্সি এবং স্কার্ফে মোহনবাগানের লোগো থাকায় ইডেনে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। শেষপর্যন্ত জার্সি উলটো পরতে তাঁরা মাঠে ঢোকার অনুমতি পান। লখনউ সুপার জায়েন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাতে যে ব্যানার ও প্ল্যাকার্ড এনেছিলেন, তাও মাঠের মধ্যে নিয়ে যেতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন ওই মোহনবাগানের সমর্থকরা। যে গোয়েঙ্কার হাতে মোহনবাগান সুপার জায়েন্টসেরও মালিকানা আছে। বিষয়টি নিয়ে কেকেআর, আইপিএল বা কলকাতা পুলিশের তরফে কোনও মন্তব্য করা না হলেও কড়া ভাষায় কেকেআরের সমালোচনা করেছে মোহনবাগান। গঙ্গাপারের ক্লাবের তরফে একটি বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, মোহনবাগান জার্সি পরে সমর্থকদের মাঠে ঢুকতে না দিয়ে শতাব্দীপ্রাচীন ক্লাবকে অপমান করেছে কেকেআর কর্তৃপক্ষ। অথচ ফুটবল বিশ্বকাপেও বিনা বাধায় মোহনবাগান জার্সি পরে ঢোকা যায়।
শনিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে নামে লখনউ। শতাব্দীপ্রাচীন ক্লাব মোহনবাগানকে সম্মান জানাতে সবুজ-মেরুন জার্সি পরেন ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরানরা। অনেকের ধারণা ছিল যে সবুজ-মেরুন আবেগের কারণে ঘরের মাঠেই 'অ্যাওয়ে' ম্যাচ খেলতে হবে কেকেআরকে। মোহনবাগানের অনেক সমর্থক লখনউকে সমর্থন করবেন। যদিও শেষপর্যন্ত সেটা হয়নি। ইডেনের গ্যালারিতে কেকেআর সমর্থকদেরই রাজত্ব বজায় থাকে। ইডেনের গ্যালারিতে বেগুনি ও সোনালি ঝড় ওঠে।
তারইমধ্যে মোহনবাগান সমর্থকদের একাংশ দাবি করেন, গঙ্গাপারের ক্লাবের জার্সি পরে আসায় তাঁদের ইডেনে ঢুকতে দেওয়া হয়নি। কেকেআর কর্তৃপক্ষ বাধা দেয় বলে অভিযোগ করেছেন তাঁরা। যাঁরা 'মেরিনার্স এরিনা' ব্যানারে ম্যাচের আগে গঙ্গাপারের ক্লাবের তাঁবু থেকে ইডেন পর্যন্ত মিছিল করে আসেন। ওই সমর্থকদের দাবি, শান্তিপূর্ণভাবে এলেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটিও হয়ে বলে দাবি করেছেন তাঁরা।
মোহনবাগানের জার্সি পরে এক ব্যক্তি বলেন, ‘মিস্টার গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাতে মোহনবাগান তাঁবু থেকে একটি মিছিল করে ইডেনে আসি। ১৩ নম্বর গেটে আমাদের ৫৫ জন ছেলে ছিল। আমরা মোহনবাগান চ্যাম্পিয়ন জার্সি পরেছিলাম আমরা। ওরা (কেকেআর কর্তৃপক্ষ) বলছে যে মোহনবাগানের লোগো দেখানো যাবে না। পুলিশ বলল যে মোহনবাগানের জার্সি পরে ঢোকা যাবে না। স্কার্ফ নিয়েও ঢোকা যাবে না। কারণ তাতে মোহনবাগানের লোগো আছে। শেষপর্যন্ত জার্সি উলটো করে পরে ঢুকতে বাধ্য হই আমরা।’
বিষয়টি নিয়ে আপাতত কেকেআর কর্তৃপক্ষ বা আইপিএলের কোনও মন্তব্য করা হয়নি। তবে কড়া বিবৃতি জারি করেছে মোহনবাগান। সাধারণ সচিব দেবাশিস দত্ত নামে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘মোহনবাগান জার্সি পরে থাকায় মোহনবাগান সমর্থকদের (যাঁরা কেকেআর এবং লখনউয়ের সমর্থক) মাঠে ঢুকতে না দিয়ে স্বাধীনতা খর্ব করেছে কেকেআর ম্যানেজমেন্ট। (ভারতের) জাতীয় দল তথা মোহনবাগানের জার্সি পরে ১৯৯০ সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখছি। আমায় তো কখনও আটকানো হয়নি।’
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'কোনও ব্যক্তি কোন জার্সি পরবেন এবং কোন দলকে সমর্থন করবেন, সেটা একান্ত তাঁর ব্যক্তিগত অধিকার। কারও ব্যক্তিগত অধিকারে অন্য কারও হস্তক্ষেপের অধিকার নেই। তাই ভারতের জাতীয় ক্লাবকে অপমান করা এবং আমাদের সমর্থকদের ভাবাবেগে আঘাত করার জন্য কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে তীব্র নিন্দা করছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।'
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।