২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে IPL 2022 অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে মইন আলি ও দীপক চাহারের মতো খেলোয়াড় পাওয়া যাবে না।এমন অবস্থায় CSK তাদের প্রথম ম্যাচে KKR এর বিরুদ্ধে কোন একাদশকে মাঠে নামাবে, সেটাই দেখার। তবে বল গড়ানোর আগে এই ম্যাচের জন্য CSK-এর প্লেয়িং ইলেভেন বেছে নিয়েছেন আকাশ চোপড়া। চাহার এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি।মইন আলি ভিসা পেতে পাননি এবং প্রথম ম্যাচ থেকে বাদ পড়েছিলেন।
ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিয়োতেআকাশ চোপড়া তার দুই ওপেনার হিসেবে রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়েকে বেছে নিয়েছেন। তিনি বলেন,‘মইন আলিকে না পাওয়া গেলে প্রথম ম্যাচে চার বিদেশি কে হবে? আমি রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ডেভন কনওয়েকে ওপেনার হিসেবে খেলাতে চাই। এটি আপনাকে বাঁহাতি ওপেনার দেবে। মইন আলি না থাকলে, রবিন উথাপ্পা সঠিক পছন্দ হবেন ৩ নম্বরে। মইন আলির আগমনে, আপনাকে আবারও আপনার বিদেশী খেলোয়াড়দের নিয়ে ভাবতে হবে যাদের সাথে আপনি যেতে চান। এরপর সাত নম্বর পর্যন্ত খেলতে পারেন আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা এবং তারপর শিবম দুবে ও এমএস ধোনি।’
আকাশ চোপড়াও শিবম দুবের ক্যারিয়ারের জন্য এই আইপিএল মরশুমের গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, ‘শিবম দুবে খুব ভালো কেনা। আমার মতে,যদি সে ধোনির মতো অধিনায়কের অধীনে খেলতে পারেতাহলে তারএই সিজন মেক বা ব্রেক হতে পারে।তিনি প্রথম দুটি ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো করেননি এবং এখন তিনি রাজাদের কাছে এসেছেন এবং যদি তার মুদ্রা এখানে স্থায়ী হয় তবে গল্পটি ভালো হবে। যদি এটি ঘটে তবে এটি দুর্দান্ত হবে।’
দুবে গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলে৯ ম্যাচে ১১৯.১৭ স্ট্রাইক রেটে২৩০ রান করেছিলেন। তবে একটি উইকেটও নিতে পারেননি। আইপিএল২০২২-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে আকাশ চোপড়ার প্রিয় বোলারদীপক চাহারের অনুপস্থিতির সম্ভাবনা দেখে, আকাশ চোপড়া চেন্নাই সুপার কিংসের জন্য চার জন ফাস্ট বোলারকে বেছে নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার দলে ব্র্যাভো, রাজবর্ধন হাঙ্গারগেকর, ক্রিস জর্ডন এবং অ্যাডাম মিলনে আছে। তাই আমার চার বিদেশী খেলোয়াড় হলেন ডোয়াইন ব্র্যাভো, অ্যাডাম মিলনে, ক্রিস জর্ডান এবং ডেভন কনওয়ে। চাহার পাওয়া গেলে, জর্ডান বা ব্র্যাভো খেলবেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।