আইপিএলের সার্বিক তালিকায় দীপক চাহারের ঠিক পিছনে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন হার্ষাল।
1/5কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে হার্ষাল প্যাটেল ৪ ওভার বল করে ২টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। উল্লেখযোগ্য বিষয় হল, কোটার ২৪টি বলের মধ্যে ১৯টি বলে তিনি কোনও রান খরচ করেননি। আইপিএলের ইতিহাসে আরসিবির কোনও বোলারের এক ইনিংসে সব থেকে বেশি ডট বলের রেকর্ড এটি। সার্বিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের এক ইনিংসে সব থেকে বেশি ২০টি ডট বল করার রকের্ড রয়েছে চেন্নাইয়ের দীপক চাহারের নামে। হার্ষাল সেই সার্বিক তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন। কাকতলীয়ভাবে চাহারও ২০১৯ আইপিএলে কেকেআরের বিরুদ্ধেই এমন নজির গড়েছিলেন।
2/5এতদিন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এক ম্যাচে সব থেকে বেশি ১৮টি ডট বল করার রেকর্ড ছিল যুগ্মভাবে ডেল স্টেইন, জাহির খান ও যুজবেন্দ্র চাহালের নামে। স্টেইন ২০০৮ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৮টি ডট বল করেছিলেন।
3/5ডেল স্টেইন ২০০৮ আইপিএলেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও আরসিবির হয়ে ১৮টি ডট বল করেন।
4/5জাহির খান আরসিবির জার্সিতে ২০১২ আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৮টি ডট বল করেন।
5/5যুজবেন্দ্র চাহাল ২০১৯ আইপিএলে আরসিবির হয়ে মাঠে নেমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮টি ডট বল করেন।