নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। হলুদ বাহিনীর ঘূর্ণির পাকে আটকে পড়ে ৭ উইকেট হারিয়ে কোনও রকমে ১৩৪ রান সংগ্রহ করে হায়দারাবাদ। অসাধারণ বোলিংয়ের সঙ্গে সঙ্গে ফের একবার সকলের মুখে মুখে ঘুরছে মহেন্দ্র সিং ধোনির নাম। উইকেটের পিছনে দাঁড়িয়ে ফের একবার অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং ধোনির প্রশংসা করে জানান, প্রাক্তন ভারত অধিনায়ক উইকেটের পিছনে দাঁড়িয়ে যে কাজ করেছেন তাতে যে কোনও প্রশংসাই তাঁর জন্য কম পড়বে।
ক্যাপ্টেন কুলের কাছে উইকেটের পিছনে দাঁড়িয়ে নতুন কীর্তি করা বিশেষ কোনও ঘটনা নয়। এর আগে বহুবার একই কাজ করেছেন তিনি। কিন্তু এইবার সবকিছু ছাপিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট কিপার হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক ক্যাচ নেওয়ার রেকর্ড তৈরি করলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মহেশ থিকসানার বোলিংয়ে দুর্দান্ত ক্যাচ নিয়ে হায়দরাবাদ অধিনায়ক এডেন মার্করামকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। এডেন ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই মহেন্দ্র সিং ধোনি টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক ক্যাচ ধরার রেকর্ড তৈরি করেন। ৪১ বছর বয়সী এই তারকা ক্রিকেটার টি-টোয়েন্টিতে ২০৮টি ক্যাচ নিয়ে সবার উপরে রয়েছেন। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০৭টি ক্যাচ ধরেন।
ধোনির এই নতুন কীর্তি নিয়ে চেন্নাই সুপার কিংস প্রধান কোচ স্টিফেন ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে বলেন, 'ধোনির এই প্রতিভা প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত। আমার মনে হয় না ধোনি একজন উইকেট কিপার হিসেবে তাঁর যোগ্য সম্মান পেয়েছে। তবে সত্যি বলতে কি ও উইকেটের পিছনে দাঁড়ানোর জন্য যোগ্য ব্যক্তি। উইকেটের পিছনে ও অপ্রতিরোধ্য। প্রায়ইশ দেখা যায় ও যা রেকর্ড তৈরি করে সেই দিকে কোনও লক্ষ্য রাখেনা।'
মহেন্দ্র সিং ধোনির এই নতুন মহেন্দ্রক্ষণে অসাধারণ অর্ধশত রান করে যান চেন্নাই ওপেনার ডেভন কনওয়ে। ৫৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার তরুণ বোলার থিকসানা দুর্দান্ত বল করেন। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। কনওয়ে ও পাথিরানার প্রশংসা করে চেন্নাই কোচ বলেন, 'আজ কনওয়ে যে ব্যাটিংটা করেছে সেটা ওর থেকে আমরা আশা করেছিলাম। কনওয়ে মনে মনে ভাবছিল যে ও ফর্মে নেই। সেই ধারণা ভেঙ্গে অসাধারণ অর্ধশতরান করেছে। ও অনেক দক্ষতা সম্পন্ন ক্রিকেটার।' পাশাপাশি থিকসানা সম্পর্কে ফ্লেমিং বলেন, 'ক্রিকেটার হিসেবে থিকসানা দক্ষ। ও ভালো বোলিং করছে।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।