বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ট্রেডমার্ক ছক্কায় ম্যাচ জিতিয়ে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফেরালেন ধোনি, দেখুন ভিডিও

ট্রেডমার্ক ছক্কায় ম্যাচ জিতিয়ে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফেরালেন ধোনি, দেখুন ভিডিও

বিশ্বকাপ ফাইনালে ও আইপিএলে ছক্কা হাঁকাচ্ছেন ধোনি। ছবি- বিসিসিআই।

ছক্কা মেরে ম্যাচ জেতাতে ভুলে যাননি ধোনি, সেটা প্রমাণ করলেন আরও একবার।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ধোনির ছক্কা মেরে ম্যাচ জেতানোর ছবি কেই বা ভুলতে পারে! ক্রিকেটের লোকগাথায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে ধোনির সেই ঐতিহাসিক ছয়।

ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো অবশ্য ধোনির সেই প্রথম ও একমাত্র নজির নয়। বরং এমনটা করতে অভ্যস্ত হয়ে গিয়েছেন মাহি। সেই অভ্যাসটা ধোনি ছাড়তে পারেননি এখনও। বোঝা গেল আইপিএল ২০২১-এর ম্যাচেই।

ধোনি যে ছক্কা মেরে ম্যাচ জেতাতে ভুলে যাননি, সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন শারজায় সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেই। জয়ের জন্য শেষ তিন বলে চেন্নাইয়ের দরকার ছিল ২ রান। সিদ্ধার্থ কউলের শেষ ওভারের চতুর্থ বলে ট্রেডমার্ক ছক্কায় ম্যাচ জেতান ধোনি। ঠিক এভাবেই তিনি বিশ্বকাপ জিতিয়েছিলেন দেশকে।

সানরাইজার্সের বিরুদ্ধে ধোনির ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর ভিডিও দেখতে ক্লিক করুন:- https://www.iplt20.com/video/242431/dhoni-s-trademark-finishing-act?tagNames=indian-premier-league,ipl-magic

শারজায় ধোনিকে ছক্কা মেরে ম্যাচ জেতাতে দেখে বিনোদ কাম্বলি টুইট করেন, ‘ধোনি ছক্কা মেরে ম্যাচ শেষ করছে। আজও কিছুই বদলায়নি বন্ধু।’

হর্ষ ভোগলেও ধোনির এভাবে ম্যাচ জেতানোর প্রতিক্রিয়া দেখান সোশ্যাল মিডিয়ায়। তিনি টুইট করেন, ‘ধোনি এবং ছক্কা মেরে ম্যাচ জেতানো, গল্পটা এখনও শেষ হয়নি।’

বন্ধ করুন