২০০৪ সালে ভারতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশের পর থেকে দীর্ঘ দেড় দশক আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ঠিক যেভাবে হঠাৎ করেই টেস্ট খেলা ছেড়ে সকলকে হতবাক করে দিয়েছিলেন মাহি, ঠিক সেভাবেই ২০২০ সালের আইপিএলের আগে ভারতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার কথা জানিয়ে দেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।
টিম ইন্ডিয়ার জার্সিতে ধোনি শেষবার মাঠে নামেন ২০১৯ সালের বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন তিনি। ইঙ্গিতটা বোঝা গিয়েছিল তখনই। মাঝে বেশ কিছুদিন ক্রিকেটপ্রেমীদের উৎকণ্ঠায় রাখার পরে মন খারাপ করা খবর জানিয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।
২০২০ সালের ১৫ অগস্ট সোশ্যাল মিডিয়ায় নিজের ক্রিকেটজীবনের স্মরণীয় কিছু মুহূর্তের ছবির কোলাজ নিয়ে তৈরি একটি ভিডিয়ো পোস্ট করে অবসরের কথা ঘোষণা করেন ধোনি। ভিডিয়োটির ব্যকগ্রাউন্ডে বাজছিল বিখ্যাত গান ‘ম্য়াঁয় পল দো পল কা শায়ের হুঁ’।
অবসর নেওয়ার পরেও ধোনিকে ভারতীয় দলের ডাগআউটে দেখা গিয়েছিল একদফায়। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ধোনি মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় শিবিরে। তার পর থেকে অবশ্য ভারতীয় দলের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই মাহির। ভারতীয় দল রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ খেলতে গেলে গ্যালারিতে দেখা মিলেছিল ধোনির।
এবার ধোনিকে ফের দেখা গেল টিম ইন্ডিয়ার ডাগ-আউটে। এবার অবশ্য একাকি। চোখে অদ্ভুত শূন্যতা। দেখেই বোঝা যাচ্ছে যে, অতীতের দিনগুলিতে ফিরে গিয়েছেন ধোনি। স্মৃতিমেদুর মাহির এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন:- Video: বাহু দিয়ে বলে ফেললেন ভাটিয়া, তবু কেন রান-আউট দেওয়া হল সোফিকে? ICC-র নিয়ম কী বলছে?
বুধবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচের জন্যই সেজে উঠেছে চিপক। তৈরি হয়েছে ভারতীয় দলের ডাগ-আউট। ধোনি এই মুহূর্তে আইপিএলের প্রস্তুতির জন্য চেন্নাইয়েই রয়েছেন। চিপকে প্রস্তুতি শিবিরে রয়েছে চেন্নাই সুপার কিংস। অনুশীলনের ফাঁকেই ধোনিকে দেখা যায় একাকী বসে রয়েছেন ভারতীয় দলের জন্য তৈরি হওয়া ডাগ-আউটে।
সিএসকে ছবিটির ক্যাপশনে লেখে সেই বিখ্যাত গানের লাইন, যেটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ করেছিলেন ধোনি- ‘ম্যাঁয় পল দো পল কা শায়ের হুঁ’।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।