বহু দিন হয়ে গেল মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে এখন তিনি শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেন। এখন তাঁকে শুধু মাত্র আইপিএল খেলতে দেখা যায়। ধোনি ইতিমধ্যেই IPL2023-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আইপিএল ২০২৩-এ আবারও তাঁকে পুরানো ফর্মে খেলতে দেখা যাবে। এবার আইপিএল পুরানো ফর্ম্যাটে খেলা হবে এবং এবার সমস্ত ফ্র্যাঞ্চাইজি দল তাদের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাবে।
আসলে,কোভিড -১৯ এর কারণে,আইপিএল-কে এর আগে সংযুক্ত আরব আমির শাহিতে স্থানান্তরিত করা হয়েছিল। একটা সময়ে এই টুর্নামেন্ট ভারতেও অনুষ্ঠিত হয়েছিল। সেই সময়ে সমস্ত ম্যাচগুলি কয়েকটি স্টেডিয়ামে খেলা হয়েছিল। এবার আবারও প্রত্যেকটি দল নিজেদের স্টেডিয়ামে নিজেদের দর্শকদের সামনে খেলবে।
আরও পড়ুন… না হার্দিক, না শ্রেয়স- জানেন কি টিম ইন্ডিয়ার সবথেকে ফিট ক্রিকেটার কে? চলতি মরশুমে NCAতেই যাননি তিনি
আইপিএল ২০২২-এ ধোনি অধিনায়কত্ব ছেড়েছিলেন এবং তাঁর জায়গায় রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু রবীন্দ্র জাদেজা মরশুমের মাঝামাঝি সময়ে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ছিলেন। এরপর আবারও অধিনায়ক করা হয় ধোনিকে। এটা বিশ্বাস করা হয় যে আগামী মরশুমে,ধোনি দলের নেতৃত্ব গ্রহণ করবেন এবং দলের ভবিষ্যত নেতাকে প্রস্তুত করতে সহায়তা করবেন।
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে যেখানে ধোনিকে ব্যাট করতে দেখা যাচ্ছে। নেটেতে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গিয়েছে মাহিকে। এরপরেই জল্পনা শুরু হয়েছে যে, মাহি এবারও চেন্নাই-এর হয়ে ব্যাট করবেন এবং দর্শকদের ও ভক্তদের মুখে হাসি ফোটাবেন। অনেকেই মনে করছেন এবারটাই হবে মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। এবারই হয়তো আইপিএল খেলে অবসর ঘোষণা করতে পারেন মহেন্দ্র সিং ধোনি।
মহেন্দ্র সিং ধোনি আইপিএলের অন্যতম সফল অধিনায়ক। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস মোট চারটি শিরোপা জিতেছে। সেই সঙ্গে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কের মুকুট রোহিত শর্মার মাথায়। রোহিতের নেতৃত্বে পাঁচটি শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। মনে করা হচ্ছে,আসন্ন সিজনই হবে খেলোয়াড় হিসেবে ধোনির শেষ মরশুম। ধোনি ৪১ বছর বয়সে পা রেখেছেন। ধোনি ১৫ অগস্ট ২০২০-এ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।