হাঁটুর চোট নিয়েই যে আইপিএলে মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি, সেটা সকলের জানা। সিএসকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ধোনি হাঁটুর চোট নিয়ে ডাক্তারদের পরামর্শ নিচ্ছেন এবং চোটের জায়গায় অস্ত্রোপচার করাতে পারেন বলে খবর শোনা গিয়েছিল। সেই মতো চেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটার আগেই তড়িঘড়ি ধোনি হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে নেন, এমনটাই খবর ক্রিকবাজের।
বৃহস্পতিবার সকালেই সাফল্যের সঙ্গে ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন। ধোনি সুস্থ রয়েছেন এবং দিন দুই হাসপাতালে কাটিয়ে ছাড়া পেয়ে যাবেন বলেও খবর।
বিশ্বনাথন জানিয়েছেন, অস্ত্রোপচারের পরে তিনি ধোনির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘অস্ত্রোপচারের পরে ধোনির সঙ্গে আমার কথা হয়েছে। আমি বর্ণনা করতে পারব কী ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। তবে আমাদের বলা হয় যে, এটা কি-হোল সার্জারি ছিল। ওর সঙ্গ কথাবার্তা বলে মনে হয়েছে ও কোনও অস্বস্তিতে নেই।’
মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ডাক্তার দিনশ পরদিওয়ালার তত্ত্বাবধানে ৪১ বছর বয়সি ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। ডাক্তার পরদিওয়ালাই অতীতে একই রকম সমস্যায় থাকা ঋষভ পন্তেরও অস্ত্রোপচার করেছেন। ধোনির অস্ত্রোপচারের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন স্ত্রী সাক্ষী। ধোনি বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন।
অস্ত্রোপচারের পরে পুরোপুরি ফিট হয়ে উঠতে কতদিন সময় লাগবে ধোনির, তা সঠিকভাবে জানা যায়নি। তবে আশা করা হচ্ছে মাস দু'য়েক পরেই চেন্নাই দলনায়ক দৌড়তে পারবেন।
গত সোমবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে আইপিএল ২০২৩-এর খেতাব ঘরে তোলে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে তারা মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়। সব থেকে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড ছুঁয়ে ফেলে সিএসকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি ইঙ্গিত দেন যে, পরের মরশুমেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ফিরতে পারেন তিনি। এটাই তাঁর শেষ আইপিএল মরশুম কিনা জানতে চাওয়া হলে ধোনি জানান যে, যদিও এটা উপযুক্ত মঞ্চ ছিল অবসর নেওয়ার। তবে হাতে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। অবসরের কথা চিন্তা-ভাবনার জন্য ৭-৮ মাস সময় পড় রয়েছে বলে উল্লেখ করেন চেন্নাই দলনায়ক। তবে আইপিএল ২০২৩ শেষ হওয়ার পরে তড়িঘড়ি হাঁটুর চোটে অস্ত্রোপচার করিয়ে ধোনি বুঝিয়ে দেন যে, আইপিএল ২০২৪-এ ক্রিকেটার হিসেবে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা প্রবল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।