বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > দেশে ফেরার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে চার্টার্ড বিমানের ব্যবস্থা করতে বললেন মুম্বই ইন্ডিয়ান্সের অজি তারকা

দেশে ফেরার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে চার্টার্ড বিমানের ব্যবস্থা করতে বললেন মুম্বই ইন্ডিয়ান্সের অজি তারকা

ক্রিস লিন। ছবি- আইপিএল।

তিনজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও বাকিরা রয়ে গিয়েছেন ভারতেই।

ভারতে করোনার প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় বিদেশি ক্রিকেটাররা যে রীতিমতো ভয়ে রয়েছেন, সেটা বোঝা যায় তিন জন অজি ক্রিকেটার ইতিমধ্যেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ায়। অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা আইপিএলের মাঝপথেই দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও বাকিরা রয়ে গিয়েছেন নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে।

এই অবস্থায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সোমবার আইপিএল খেলতে আসা অজি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা হয়। খোঁজ নেওয়া হয় তাঁদের স্বাস্থ্য ও ফিরে যাওয়ার পরিকল্পনার নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিন এই সুযোগেই দেশের ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে রাখেন। তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বোর্ডকে চাটার্ড বিমানের ব্যবস্থা করতে বলেন।

যদিও আইপিএলের মাঝপথে নয়। বরং আইপিএল শেষ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যাতে ভারত ছেড়ে দেশে ফিরতে পারেন, বোর্ডকে সেই বন্দোবস্ত করতে বলেছেন লিন।

News Corp media-কে লিন বলেন, ‘আমি পালটা মেসেজে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলেছি, যেহেতু ক্রিকেটারদের আইপিএল চুক্তির দশ শতাংশ অর্থ বোর্ডের হাতে থাকে, তাই এবছর সেই অর্থ খরচ করা যায় আইপিএলের শেষে চার্টার্ড বিমানের বন্দোবস্ত করার জন্য। আমি জানি, বহু মানুষ আমাদের থেকে অনেক খারাপ অবস্থায় রয়েছেন। তবে আমরা একটা কঠোর বায়ো-বাবলে রয়েছি এবং আগামী সপ্তাহে টিকাকরণও হয়ে যাবে। আশা করি সরকার আমাদের চার্টার্ড বিমানে দেশে ফেরার অনুমতি দেবে।’

লিন আরও বলেন, ‘আমরা সফরে কাট-ছাঁট করতে চাই না। কেননা এই ঝুঁকি রয়েছে জেনেই আমরা চুক্তিতে সই করেছি। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব যদি দেশে ফেরা যা, তার থেকে ভালো আর কিছু হয় না।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কাচের বাক্সে চিরঘুমে শায়িত রতন টাটা! পার্সি হয়েও হিন্দু নিয়মে সম্পন্ন হবে শেষ জুনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মেলালেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা, শিকেয় পরিষেবা ‘এখনও তো ১৫০ ছুঁতে পারল না সিরিজে’! মায়াঙ্ককে নিয়ে তামিমের খোঁচা! জবাব কার্তিকের মুম্বইতে অভিজিৎ-এর পুজো, জমিয়ে ঢাক বাজালেন গায়ক মা ডাক শুনতে চান? জেনে নিন কীভাবে আপনার BMI একে প্রভাবিত করতে পারে জামশেদপুরে টাটা স্টিলের বাঙালি এমডির বাড়ির নকশা এঁকেছিলেন শিক্ষানবীশ রতন টাটা! ‘দ্বিচারিতার জন্য…’! অগ্নি ‘পুজো প্যান্ডেলে যাব’ বলায়, কটাক্ষ কুণালের মালিক রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির আদরের গোয়া! কিন্তু কে সে? অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন অনিকেত, ডাক্তারদের চিঠি দিল পুলিশ, জারি টেনশন চাঁদা তুলে পুজোয় বিশ্বাসী নন, নিজের পুজোয় ঢাকি হয়ে ধরা দিলেন গায়ক অভিজিৎ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.