বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: অবিশ্বাস্য ইনিংসে মুম্বইকে রোমাঞ্চকর জয় এনে দিলেন পোলার্ড
ধ্বংসাত্মক মেজাজে পোলার্ড। ছবি- আইপিএল।

IPL 2021: অবিশ্বাস্য ইনিংসে মুম্বইকে রোমাঞ্চকর জয় এনে দিলেন পোলার্ড

চেন্নাইয়ের হয়ে হাফ-সেঞ্চুরি করেন ডু'প্লেসি, মঈন আলি ও আম্বাতি। মুম্বইয়ের হয়ে পোলার্ড ৩৪ বলে ৮৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন।

৬ ম্যাচে ৫টি জয় তুলে নিয়ে শীর্ষে থেকেই চেন্নাই সুপার কিংস মুখেমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্সের, যারা তাদের প্রথম ৬টি ম্যাচে জেতে ৩টি'তে এবং হারে ৩টি ম্যাচে। যদিও সম্মুখসমরে চেন্নাইকে উত্তেজক লড়াইয়ে পরাজিত করে মুম্বই।

01 May 2021, 11:56:02 PM IST

ম্যাচের সেরা পোলার্ড

৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৮৭ রানের ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কায়রন পোলার্ড।

01 May 2021, 11:44:49 PM IST

চেন্নাইয়ের বোলিং পারফর্ম্যান্স

স্যাম কারান ৩৪ রানে ৩টি উইকেট নেন। ৫৬ রানে ১টি উইকেট নিয়েছেন শার্দুল। জাদেজা নিয়েছেন ২৯ রানে ১ উইকেট। মঈন আলি ১ ওভার মাত্র বল করেন। ১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

01 May 2021, 11:43:19 PM IST

মুম্বইয়ের ব্যাটিং পারফর্ম্যামন্স

ডি'কক ৩৮, রোহিত ৩৫, সূর্যকুমার ৩, ক্রুণাল ৩২, পোলার্ড অপরাজিত ৮৭, হার্দিক ১৬ ও নিশাম ০ রান করেন।

01 May 2021, 11:32:40 PM IST

মুম্বই ইন্ডিয়ান্স ৪ উইকেটে জয়ী

চেন্নাইয়ের ৪ উইকেটে ২১৮ রানের জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের একেবারে শেষ বলে ৬ উইকেটের বিনিময়ে ২১৯ রান তুলে ম্যাচ জিতে যায়। পোলার্ড ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন।

01 May 2021, 11:30:52 PM IST

অবিশ্বাস্য ইনিংসে মুম্বইকে জেতালেন পোলার্ড

শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৬ রান। এনগিদির প্রথম বলে রান হয়নি। দ্বিতীয় বলে দ্বিতীয় ও তৃতীয় বলে দু'টি চার মারেন পোলার্ড। চতুর্থ বলে রান হয়নি। পঞ্চম বলে ছক্কা মারেন পোলার্ড। শেষ ওভারে জয়ের জন্য ২ রান দরকার ছিল মুম্বইয়ের। পোলার্ড ২ রান নিয়ে উত্তেজক ম্যাচ জেতান মুম্বইকে। 

01 May 2021, 11:27:55 PM IST

১৯ ওভারে মুম্বই ২০৩/৬

কারানের ওভারে ১৫ রান ওঠে। ২টি উইকেট পড়ে। ২টি ছক্কা মারেন হার্দিক। ১৯ ওভারে মুম্বই ২০৩/৬।

01 May 2021, 11:24:52 PM IST

নিশাম আউট

১৯তম ওভারের শেষ বলে নিশামের উইকেট তুলে নেন স্যাম কারান। খাতা খোলার আগেই শার্দুলের হাতে ধরা পড়েন নিশাম। মুম্বই ২০৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কুলকার্নি।

01 May 2021, 11:21:40 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

১৯তম ওভারের চতুর্থ বলে হার্দিক পান্ডিয়াকে ফেরালেন স্যাম কারান। ২টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৬ রান করে ডু'প্লেসির হাতে ধরা পড়েন পান্ডিয়া। মু্ম্বই ২০২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিশাম।

01 May 2021, 11:19:44 PM IST

মুম্বই ২০০

১৯তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে মুম্বই ইন্ডিয়ান্স। স্যাম কারানকে পরপর ২টি ছক্কা মেরে দলকে ২০০-র গণ্ডি পার করান হার্দিক পান্ডিয়া।

01 May 2021, 11:19:23 PM IST

২ ওভারে দরকার ৩১ রান

শার্দুলের ওভারে ১৭ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন পোলার্ড। ১৮ ওভারে মুম্বই ১৮৮/৪। জয়ের জন্য ২ ওভারে দরকার ৩১ রান। পোলার্ড ২৭ বলে ৭০ রানে ব্যাট করছেন।

01 May 2021, 11:12:34 PM IST

মুম্বই ১৭ ওভারে ১৭১/৪

কারানের ওভারে ২ রান ওঠে। ১টি উইকেট পড়ে। মুম্বই ১৭ ওভারে ১৭১/৪। পোলার্ড ব্যাট করছেন ৫৬ রান

01 May 2021, 11:09:46 PM IST

ক্রুণাল আউট

১৭তম ওভারের তৃতীয় বলে ক্রুণাল পান্ডিয়াকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান স্যাম কারান। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩২ রান করে ক্রিজ ছাড়েন ক্রুণাল। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। মুম্বই ১৭০ রানে ৪ উইকেট হারায়।

01 May 2021, 11:07:55 PM IST

১৬ ওভারে মুম্বই ১৬৯/৩

এনগিদির ওভারে ১৬ রান ওঠে। ১টি ছক্কা ও ২টি চার মারেন ক্রুণাল। ১৭ ওভারে মুম্বই ১৬৯/৩। ক্রুণাল ২২ বলে ৩২ রানে ব্যাট করছেন।

01 May 2021, 11:02:12 PM IST

১৫ ওভারে মুম্বই ১৫৩/৩

শার্দুলের ওভারে ২৩ রান ওঠে। ১টি ছক্কা ও ৩টি চার মারেন পোলার্ড। ১৫ ওভারে মুম্বই ১৫৩/৩। পোলার্ড ১৮ বলে ৫৪ রানে ব্যাট করছেন।

01 May 2021, 10:58:55 PM IST

১৭ বলে হাফ-সেঞ্চুরি পোলার্ডের

৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পোলার্ড। আইপিএল ২০২১-এর দ্রুততম হাফ-সেঞ্চুরি এটি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবথেকে কম বলে হাফ-সেঞ্চুরির সর্বকালীন রেকর্ড 

01 May 2021, 10:49:02 PM IST

১৪ ওভারে মুম্বই ১৩০/৩

এনগিদির ওভারে ১৬ রান ওঠে। ২টি ছক্কা মারেন পোলার্ড। ১৪ ওভারে মুম্বই ১৩০/৩। পোলার্ড ১৩ বলে ৩৫ রানে ব্যাট করছেন। ৬ ওভারে দরকার ৮৯ রান।

01 May 2021, 10:42:39 PM IST

মুম্বই ১৩ ওভারে ১১৪/৩

জাদেজার ওভারে ২০ রান ওঠে। ৩টি ছক্কা মারেন পোলার্ড। মুম্বই ১৩ ওভারে ১১৪/৩।

01 May 2021, 10:39:47 PM IST

মুম্বই ১০০

১৩তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করেন মুম্বই ইন্ডিয়ান্স।

01 May 2021, 10:38:22 PM IST

মুম্বই ১২ ওভারে ৯৪/৩

শার্দুলের ওভারে ১০ রান ওঠে। ১টি ছক্কা মারেন ক্রুণাল। মুম্বই ১২ ওভারে ৯৪/৩।

01 May 2021, 10:32:55 PM IST

মুম্বই ১১ ওভারে ৮৪/৩

জাদেজার ওভারে ৩ রান ওঠে। মুম্বই ১১ ওভারে ৮৪/৩। জয়ের জন্য ৯ ওভারে ১৩৫ রান দরকার।

01 May 2021, 10:31:58 PM IST

মুম্বই ১০ ওভারে ৮১/৩

মঈনের ওভারে ১ রান ওঠে। ১টি উইকেট পড়ে। মুম্বই ১০ ওভারে ৮১/৩।

01 May 2021, 10:29:50 PM IST

ডি'কক আউট

দশম ওভারের চতুর্থ বলে মঈন আলি ফিরিয়ে দিলেন কুইন্টন ডি'কককে। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৮ রান করে মঈনের হাতেই ফিরতি ক্যাচ দেন ডি'কক। ক্রিজে নতুন ব্যাটসম্যান কায়রন পোলার্ড। মুম্বই ৮১ রানে ৩ উইকেট হারায়।

01 May 2021, 10:26:11 PM IST

মুম্বই ৯ ওভারে ৮০/২

জাদেজার ওভারে ৬ রান ওঠে। ১টি উইকেট পড়ে। মুম্বই ৯ ওভারে ৮০/২।

01 May 2021, 10:24:33 PM IST

সূর্যকুমার আউট

বল হাতে নিয়েই সূর্যকুমারের উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। নবম ওভারের চতুর্থ বলে ধোনির হাতে ধরা পড়েন সূর্য। ৩ বলে ৩ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রুণাল পান্ডিয়া।

01 May 2021, 10:23:21 PM IST

৮ ওভারে মুম্বই ৭৪/১

শার্দুলের ওভারে ৬ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ৮ ওভারে মুম্বই ৭৪/১।

01 May 2021, 10:20:14 PM IST

রোহিত আউট

অষ্টম ওভারের চতুর্থ বলে শার্দুল ঠাকুর মুম্বইয়ের ওপেনিং জুটি ভাঙেন। তিনি ফিরিয়ে দেন রোহিত শর্মাকে। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৫ রান করে রুতুরাজের হাতে ধরা পড়েন হিটম্যান। মুম্বই ৭১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার।

01 May 2021, 10:14:12 PM IST

চাহার ৪ ওভারে ৩৭/০

দীপক চাহারকে একটানা চার ওভার বোলিং করিয়ে নিলেন ধোনি। চাহার ৪ ওভারের ৩৭ রান খরচ করেন। কোনও উইকেট তুলতে পারেননি।

01 May 2021, 10:13:19 PM IST

৭ ওভারে মুম্বই ৬৮/০

চাহারের ওভারে ১০ রান ওঠে। ১টি চার মারেন ডি'কক। ৭ ওভারে মুম্বই ৬৮/০। রোহিত ৩৪ ও ডি'কক ৩১ রানে ব্যাট করছেন।

01 May 2021, 10:08:17 PM IST

পাওয়ার প্লে'র ৬ ওভারে মুম্বই ৫৮/০

এনগিদির ওভারে ১৪ রান ওঠে। ১টি ছক্কা মারেন রোহিত। ১টি চার মারেন ডি'কক। মুম্বই পাওয়ার প্লে'র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৮ রান তুলেছে।

01 May 2021, 10:05:14 PM IST

মুম্বই ৫০

ষষ্ঠ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে মু্ম্বই ইন্ডিয়ান্স।

01 May 2021, 10:04:52 PM IST

মুম্বই ৫ ওভারে ৪৪/০

চাহারের ওভারে ৪ রান ওঠে। মুম্বই ৫ ওভারে ৪৪/০।

01 May 2021, 09:59:00 PM IST

মুম্বই ৪ ওভারে ৪০/০

কারানের ওভারে ১০ রান ওঠে। ২টি চার মারেন রোহিত। মুম্বই ৪ ওভারে ৪০/০। রোহিত ২১ ও ডি'কক ১৭ রানে ব্যাট করছেন।

01 May 2021, 09:54:03 PM IST

৩ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৩০/০

চাহারের ওভারে ১৫ রান ওঠে। ২টি চার মারেন রোহিত। ১টি ছক্কা মারেন ডি'কক। ৩ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৩০/০।

01 May 2021, 09:49:24 PM IST

২ ওভারে মুম্বই ১৫/২

স্যাম কারানের ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন ডি'কক। ২ ওভারে মুম্বই ১৫/২।

01 May 2021, 09:45:18 PM IST

১ ওভারে মুম্বই ৮/০

প্রথম ওভারে মুম্বই ইন্ডিয়ান্স কোনও উইকেট না হারিয়ে ৮ রান তোলে।

01 May 2021, 09:39:42 PM IST

মুম্বইয়ের রান তাড়া করা শুরু

মু্ম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও ডি'কক। বোলিং শুরু করেন দীপক চাহার। প্রথম বলেই বাউন্ডারি মারেন ডি'কক।

01 May 2021, 09:35:24 PM IST

মুম্বইয়ের বোলিং পারফর্ম্যান্স

পোলার্ড ১২ রানে ২টি, বুমরাহ ৫৬ রানে ১টি ও বোল্ট ৪২ রানে ১টি উইকেট নেন।

01 May 2021, 09:34:40 PM IST

চেন্নাইয়ের ব্যাটিং পারফর্ম্যান্স

রুতুরাজ ৪, ডু'প্লেসি ৫০, মঈন আলি ৫৮, রায়না ২, আম্বাতি অপরাজিত ৭২ ও জাদেজা অপরাজিত ২২ রান করেন।

01 May 2021, 09:23:54 PM IST

চেন্নাই ২০ ওভারে ২১৮/৪

কুলকার্নির শেষ ওভারে ১৪ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন রায়াড়ু। ২০ ওভারে চেন্নাই ২১৮/৪। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে এটিই চেন্নাইয়ের সর্বোচ্চ ইনিংস। রায়াড়ু ৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। জাতীয় নির্বাচকদের নিঃসন্দেহে জোরালো বার্তা দিতে পারলেন আম্বাতি যে, তিনি ফুরিয়ে যাননি। জাদেজা ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২২ রান করে নট-আউট থাকেন। জয়ের জন্য মুম্বইয়ের দরকার ২১৯ রান।

01 May 2021, 09:17:12 PM IST

খরুচে বোলিং বুমরাহর

জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ৫৬ রানের বিনিময়ে ১ উইকেট নেন। আইপিএলে বুমরাহর সবথেকে খরুচে বোলিং এটাই।

01 May 2021, 09:16:34 PM IST

চেন্নাই ১৯ ওভারে ২০৪/৪

বুমরাহর ওভারে ১০ রান ওঠে। ১টি চার মারেন জাদেজা। চেন্নাই ১৯ ওভারে ২০৪/৪।

01 May 2021, 09:14:15 PM IST

চেন্নাই ২০০

১৯তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে চেন্নাই সুপার কিংস।

01 May 2021, 09:13:45 PM IST

বোল্ট ৪ ওভারে ৪২/১

বোল্ট ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৪২ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে।

01 May 2021, 09:12:07 PM IST

চেন্নাই ১৮ ওভারে ১৯৪/৪

বোল্টের ওভারে ২০ রান ওঠে। ২টি ছক্কা ও ১টি চার মারেন রায়াড়ু। চেন্নাই ১৮ ওভারে ১৯৪/৪। আম্বাতি ২১ বলে ৫৯ ও জাদেজা ১৬ বলে ১৩ রানে ব্যাট করছেন।

01 May 2021, 09:10:26 PM IST

রায়াড়ুর হাফ-সেঞ্চুরি

৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আম্বাতি রায়াড়ু।

01 May 2021, 09:05:18 PM IST

চেন্নাই ১৭ ওভারে ১৭৪/৪

বুমরাহর ওভারে ২১ রান ওঠে। ১টি ওয়াইড ও ১টি নো বল করেন বুমরাহ।১টি চার মারেন জাদেজা। ১টি চার ও ১টি ছক্কা মারেন রায়াড়ু। চেন্নাই ১৭ ওভারে ১৭৪/৪।

01 May 2021, 08:59:28 PM IST

চেন্নাই ১৬ ওভারে ১৫৩/৪

কুলকার্নির ওভারে ১৭ রান ওঠে। ২টি ছক্কা মারেন রায়াড়ু। চেন্নাই ১৬ ওভারে ১৫৩/৪।

01 May 2021, 08:59:03 PM IST

চেন্নাই ১৫০

১৬তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে চেন্নাই।

01 May 2021, 08:53:30 PM IST

১৫ ওভারে চেন্নাই ১৩৬/৪

চাহারের ওভারে ১০ রান ওঠে। ১টি ছক্কা মারেন রায়াড়ু। ১৫ ওভারে চেন্নাই ১৩৬/৪।

01 May 2021, 08:48:34 PM IST

চেন্নাই ১৪ ওভারে ১২৬/৪

পোলার্ডের ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন রায়াড়ু। চেন্নাই ১৪ ওভারে ১২৬/৪।

01 May 2021, 08:40:25 PM IST

চেন্নাই ১৩ ওভারে ১১৮/৪

রাহুল চাহারের ওভারে ২ রান ওঠে। চেন্নাই ১৩ ওভারে ১১৮/৪।

01 May 2021, 08:39:55 PM IST

চেন্নাই ১২ ওভারে ১১৬/৪

পোলার্ডের ওভারে ৪ রান ওঠে। ২টি উইকেট পড়ে। চেন্নাই ১২ ওভারে ১১৬/৪।

01 May 2021, 08:37:04 PM IST

রায়না আউট

মাইলস্টোন ম্যাচে বড় রানের মুখ দেখা হল না রায়নার। ডু'প্লেসি আউট হওয়ার ঠিক পরের বলেই আউট হলেন তিনি। ৪ বলে ২ রান করে পোলার্ডের বলে ক্রুণাল পান্ডিয়ার হাতে ধরা পড়েন রায়না। চেন্নাই ১১৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাদেজা।

01 May 2021, 08:34:54 PM IST

ডু'প্লেসি আউট

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই সাজঘরে ফিরলেন ডু'প্লেসি। ১২তম ওভারে পোলার্ডের পঞ্চম বলে বুমরাহর হাতে ধরা পড়েন ফ্যাফ। চেন্নাই ১১৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রায়াড়ু।

01 May 2021, 08:33:56 PM IST

ডু'প্লেসির হাফ-সেঞ্চুরি

২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফ্যাফ ডু'প্লেসি। 

01 May 2021, 08:32:44 PM IST

চেন্নাই ১১ ওভারে ১১২/২

বুমরাহর ওভারে ১৭ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ২টি ছক্কা ও ১টি চার মারেন ডু'প্লেসি। চেন্নাই ১১ ওভারে ১১২/২।

01 May 2021, 08:30:22 PM IST

মঈন আউট

১১তম ওভারের পঞ্চম বলে মঈন আলিকে সাজঘরে ফেরান  জসপ্রীত বুমরাহ। ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৮ রান করে ডি'ককের হাতে ধরা পড়েন আলি। চেন্নাই ১১২ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রায়না, যিনি কেরিয়ারের ২০০তম আইপিএল ম্যাচ খেলতে নেমেছেন।

01 May 2021, 08:25:10 PM IST

চেন্নাই ১০০

১১তম ওভারে দলগত ১০০ রান টপকে যায় চেন্নাই সুপার কিংস।

01 May 2021, 08:24:49 PM IST

১০ ওভারে সিএসকে ৯৫/১

অর্ধের ইনিংস শেষ। ১০ ওভারে চেন্নাই সুপার কিংস ১ উইকেটের বিনিময়ে ৯৫ রান তুলেছে। নিশামের ওভারে ১৮ রান ওঠে। ১টি ছক্কা ও ২টি চার মামের মঈন আলি। তিনি ব্যাট করছেন ৫৮ রানে। ডু'প্লেসি অপরাজিত ৩১ রানে।

01 May 2021, 08:20:24 PM IST

হাফ-সেঞ্চুরি মঈন আলির।

৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মঈন আলি। চেন্নাইয়ের জার্সিতে এটি তাঁর প্রথম অর্ধশতরান।

01 May 2021, 08:16:16 PM IST

৯ ওভার শেষে চেন্নাই ৭৭/১

রাহুল চাহারের ওভারে ১৬ রান ওঠে। ২টি ছক্কা মারেন মঈন আলি। ৯ ওভার শেষে চেন্নাই ৭৭/১। মঈন ব্যাট করছেন ব্যক্তিগত ৪৩ রানে।

01 May 2021, 08:12:26 PM IST

৮ ওভারে চেন্নাই ৬১/১

জিমি নিশামের ওভারে ৮ রান ওঠে। ১টি ছক্কা মারেন মঈন আলি। ডু'প্লেসির একটি কঠিন ফিরতি ক্যাচের সুযোগ হাতছাড়া করেন নিশাম। ৮ ওভারে চেন্নাই ৬১/১। মঈন ৩৫ ও ডু'প্লেসি ২০ রানে ব্যাট করছেন।

01 May 2021, 08:07:42 PM IST

৭ ওভারে চেন্নাই ৫৩/১

রাহুল চাহারের ওভারে ৪ রান ওঠে। ৭ ওভারে চেন্নাই ৫৩/১।

01 May 2021, 08:04:41 PM IST

চেন্নাই ৫০

সপ্তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে চেন্নাই সুপার কিংস।

01 May 2021, 08:00:45 PM IST

পাওয়াপ প্লে'র শেষে চেন্নাই ৪৯/১

বোল্টের ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন মঈন আলি। চেন্নাই পাওয়ার প্লে'র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৯ রান তুলেছে। মঈন আলি ১৯ বলে ২৬ ও ডু'প্লেসি ১৩ বলে ১৭ রান করেছেন।

01 May 2021, 07:55:40 PM IST

৫ ওভারে চেন্নাই ৪২/১

বুমরাহর ওভারে ৯ রান ওঠে। ১টি ছক্কা হাঁকান মঈন আলি। ৫ ওভারে চেন্নাই ৪২/১।

01 May 2021, 07:50:51 PM IST

৪ ওভারে চেন্নাই ৩৩/১

কুলকার্নির ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন মঈন। ৪ ওভারে চেন্নাই ৩৩/১।

01 May 2021, 07:46:33 PM IST

চেন্নাই ৩ ওভারে ২৭/১

বোল্টের ওভারে ১২ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন মঈন আলি। চেন্নাই ৩ ওভারে ২৭/১।

01 May 2021, 07:41:49 PM IST

চেন্নাই ২ ওভারে ১৫/১

ধাওয়াল কুলকার্নির ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন ডু'প্লেসি। ওভারে মোট ১১ রান ওঠে। চেন্নাই ২ ওভারে ১৫/১।

01 May 2021, 07:39:34 PM IST

১ ওভারে চেন্নাই ৪/১

প্রথম ওভারে চেন্নাই সুপার কিংস ১ উইকেটের বিনিময়ে ৪ রান তুলেছে।

01 May 2021, 07:37:07 PM IST

রুতুরাজ আউট

প্রথম ওভারেই মুম্বইকে সাফল্য এনে দিলেন বোল্ট। চতুর্থ বলে তিনি ফিরিয়ে দিলেন রুতুরাজ গায়কোয়াড়কে। ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন গায়কোয়াড়। শেষে ৪ বলে ৪ রান করে হার্দিকের হাতে ধরা পড়ে যান। চেন্নাই ৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মঈন আলি।

01 May 2021, 07:32:15 PM IST

ম্যাচ শুরু

চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন রুতুরাজ ও ডু'প্লেসি। বোলিং শুরু করেন বোল্ট।

01 May 2021, 07:17:44 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু'প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদি ও দীপক চাহার।

01 May 2021, 07:15:44 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জিমি নিশাম, রাহুল চাহার, ধাওয়াল কুলকার্নি, জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

01 May 2021, 07:14:02 PM IST

অপরিবর্তিত চেন্নাই

চেন্নাই সুপার কিংস প্রত্যাশা মতোই অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামে।

01 May 2021, 07:12:37 PM IST

মুম্বইয়ের জার্সিতে আত্মপ্রকাশ জিমি নিশামের

মুম্বইয়ের হয়ে নিজের প্রথম ম্যাচে মাঠে নামছেন জিমি নিশাম। কিউয়ি অল-রাউন্ডারারের হাতে মুম্বইয়ের আইপিএল ক্যাপ তুলে দেন শেন বন্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের প্রথম একাদশে ২টি পরিবর্তন করে। নিশামকে জায়গা ছেড়ে দেন ন্যাথন কুল্টার-নাইল। জয়ন্ত যাদবের জায়গায় সুযোগ পান ধাওয়াল কুলকার্নি।

01 May 2021, 07:06:26 PM IST

টস জিতল মুম্বই

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ক্লাসিকোয় টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ধোনিদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লালুর জামাইকে টিকিট দিয়েও সিদ্ধান্ত বদল সপার! কনৌজ থেকে লড়বেন অখিলেশ যাদব আমিরের ৩ নম্বর বিয়েটা কবে, প্রশ্ন কপিলের! জবাব মিস্টার পারফেকশনিস্টের ‘‌দুর্নীতি কলকাতা হাইকোর্টের রায়ে প্রমাণ হল’‌, এসএসসি কাণ্ডে ফোঁস করলেন বোস মাথায় ঝাঁকড়া চুল, স্ত্রী-পুত্রের সঙ্গে বসে বাংলার বিখ্যাত গায়ক, চিনতে পারছেন? ফুটবলার-সাপোর্ট স্টাফদের টাকা মেটাতে পারেনি, ফের হায়দরাবাদকে ব্যান করল FIFA গরমে দিনে কত গ্লাস জল খাওয়া সঠিক? ঠান্ডা জল বেশি খেলে আসতে পারে কোন বিপদ? আপাতত নতুন ক্রেডিট কার্ড দিতে পারবে না কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এল RBIর নির্দেশ নন্দীগ্রাম TMC প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ‘চোর চোর’ বলে তাড়া করলে বিজেপি ‘‌অধীর চৌধুরী আজ খাচ্ছে সাঁইবাড়ির রক্তমাখা ভাত’, মুর্শিদাবাদে তোপ দাগলেন অভিষেক‌ আদৃত-কৌশাম্বির বিয়ে নিয়ে উন্মাদনা! এদিকে বাচ্চা বাড়ি আনার পরিকল্পনায় সৌমিতৃষা

Latest IPL News

এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.