বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: কোহলির কাছে কি ক্ষমা চেয়েছেন নবীন? আসল সত্যি প্রকাশ করলেন আফগান তারকা

IPL 2023: কোহলির কাছে কি ক্ষমা চেয়েছেন নবীন? আসল সত্যি প্রকাশ করলেন আফগান তারকা

নবীন-উল-হক এবং বিরাট কোহলি।

নবীনের পারফরম্যান্স নিয়ে যা না চর্চা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে অভিষেক আইপিএল মরশুমেই তাঁর সঙ্গে ভারতের তারকা প্লেয়ার বিরাট কোহলির ঝামেলা নিয়ে। তবে সম্প্রতি টুইটের একটি পোস্ট তীব্র ভাবে ভাইরাল হয়েছে। যেখানে নবীন কোহলির কাছে দুঃখ প্রকাশ করেছেন।

টানা দ্বিতীয় আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টস এলিমিনেটরের গণ্ডি পার করতে ব্যর্থ হয়েছে। এই বছর চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে লখনউ ফের আইপিএল থেকে ছিটকে গিয়েছে। তবে এই মরশুমে লখনউয়ের প্রাপ্তির খাতায় থাকবে নবীন-উল-হকের নাম। তারা দক্ষ পেস-বোলিং বিকল্প খুঁজে পেয়ে গিয়েছে। নবীন মাত্র আট ম্যাচে ৭.৮২ ইকোনমি রেটে ১১ উইকেট নিয়েছেন। সেই ১১ উইকেটের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেই চারটি উইকেট নিয়েছেন। তবে ম্যাচটি লখনউ শেষ পর্যন্ত হেরে যায়।

তবে নবীনের পারফরম্যান্স নিয়ে যা না চর্চা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে অভিষেক আইপিএল মরশুমেই তাঁর সঙ্গে ভারতের তারকা প্লেয়ার বিরাট কোহলির ঝামেলা নিয়ে। তবে সম্প্রতি টুইটের একটি পোস্ট তীব্র ভাবে ভাইরাল হয়েছে। যেখানে নবীন কোহলির কাছে দুঃখ প্রকাশ করেছেন।

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের পর '@naveenulhaq66'' নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টে লেখা হয়েছে, ‘আমি দুঃখিত বিরাট কোহলি স্যার।’ এটি ২৫০০০-এরও বেশি লাইক পেয়েছে। এই পোস্টটি করার পরেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। এবং অ্যাকাউন্টের সঙ্গে একটি নীল টিক চিহ্নও রয়েছে।

আরও পড়ুন: IPL 2023-এ রোহিতের পারফরম্যান্স পাতে দেওয়ার নয়, ফুরিয়ে গিয়েছেন MI অধিনায়ক?

শনিবার নবীন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই টুইটার অ্যাকাউন্টটির একটি স্ক্রিনশট ভাগ করে নিয়েছেন এবং এটিকে ‘ভুয়ো অ্যাকাউন্ট’ বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি অনুরাগীদের সতর্ক করেছেন যে, তাঁরা এই অ্যাকাউন্ট থেকে কোনও বার্তা পেলে, সেটা সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে। অ্যাকাউন্টটিকে আপাতত টুইটার থেকে সাসপেন্ড করা হয়েছে।

নবীন অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ হারের পর দর্শকদের কোহলির স্লোগান এবং তাঁকে কটাক্ষ করা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘আমি এটা উপভোগ করি। দর্শকরা ওর (বিরাট কোহলির) নাম বা অন্য কোনও প্লেয়ারের নাম নিয়ে স্লোগান দিলে, তখন দলের হয়ে আমার আরও ভালো খেলার তাগিদ বেড়ে যায়। ওই ধ্বনি আমাকে তাতিয়ে দেয়।’

আরও পড়ুন: সচিনের সঙ্গে গুরুতর আলোচনা শুভমনের, নেটপাড়া বলছে, ‘পারিবারিক ব্যাপার’

তিনি আরও বলেছেন, ‘বাইরে কে কী বলল তা দিকে আমি মাথা ঘামাই না। আমি শুধু নিজের খেলার দিকেই নজর দিই। গ্যালারি থেকে কার নামে জয়ধ্বনি হচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় কার নামে সমালোচনা হচ্ছে, তা নিয়ে ভাবার সময় আমাদের নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে এগুলো নিয়ে ভাবলে চলবে না। একদিন দলের হয়ে ভালো না খেললে সমালোচনা শুনতেই হবে। পরের দিন আবার ভালো খেললে সেই ক্রিকেটারের নামেই গ্যালারি থেকে ধ্বনি উঠবে। এগুলো তো খেলার অঙ্গ।’

বিরাট-নবীন বিতর্কের সূত্রপাত ১ মে। আসলে এ বারের আইপিএলে প্রথম সাক্ষাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির আরসিবিকে ১ উইকেটে হারিয়েছিল লখনউ। হাড্ডাহাড্ডি সেই ম্যাচের পর সকলকে অবাক করে দিয়েছিল লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরের সেলিব্রেশন। তিনি ডাগ আউটে রীতিমতো চিৎকার করছিলেন। এর পর মাঠে নেমে এসে আরসিবির সমর্থকদের উদ্দেশ্য করে চুপ থাকার ইশারাও করেন গম্ভীর। সেই শুরু। এর পর ১ মে একানা স্টেডিয়ামে পাল্টা নেন বিরাট কোহলিও। একানা স্টেডিয়ামে আরসিবি বনাম এলএসজি ম্যাচে নবীনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট। এর পর ওই ম্যাচেই গৌতম আর কোহলিরও বিরাট ঝামেলা হয়েছিল। বিরাট-গৌতম-নবীনের সেই ম্যাচের আচরণের জন্য ম্যাচ ফি কাটা হয়েছিল। তাতে বিতর্কে রেশ পড়েনি। উল্টে নবীন উল হক সুযোগ পেলেই বিরাটকে খোঁচা দিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করতে থাকেন।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘অপর্না মাসিরা মনে করে তারা মমতাকে গদিতে বসিয়েছেন,মমতার দাম নেই’, বেফাঁস কল্যাণ প্রবল সমালোচনার মুখে ঘরোয়া টি-২০ লিগ থেকে Impact player নিয়ম সরালো BCCI মহাতারকাদের পিছনে ফেলে ICC-র মাসের সেরা প্লেয়ার হলেন কামিন্দু ফের কিউয়ি কাঁটার সামনে ভারতীয় দল, এবার কোথায় হবে খেলা? ‘অনিল ও নানা আমার জন্য লড়াই করেছিল...’ হঠাত্‍ এমন কেন বললেন মল্লিকা? কোজাগরী লক্ষ্মীপুজোর আলপনায় কোন কোন আদল, প্রতীক-চিহ্ন থাকে নক্সার টানে? বিজয়াতে লালে রাঙা আরাত্রিকা-আর্য! সম্পর্কে শিলমোহর দিলেন কি? ওদের বাদ দেওয়া হয়নি: বাবর-শাহিন-নাসিমকে নিয়ে পাকিস্তান দলের সহকারী কোচের সাফাই বাংলাদেশে কেমন হল পুজো? হিন্দুদের সুরক্ষা. মূর্তি ভাঙা নিয়ে জবাব ইউনুস সরকারের টয়লেটে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন তনয়া! ২১৫ ঘণ্টা অনশন করছিলেন জুনিয়র ডাক্তার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.