লাইভ সম্প্রচারের মধ্যেই খালি গায়ে বিরাট কোহলি, আন্দ্রে রাসেল, শুভমন গিলদের ছবি দেখানো হচ্ছে। সেই ক্রিকেটার ‘হট’ নাকি ‘হট’ নন, তা নির্ধারণ করতে হচ্ছে মহিলা সঞ্চালকদের। যে ক্রিকেটারকে পছন্দ, তাঁকে ‘রাইট সোয়াইপ’ করতে হচ্ছে। নাহলে ‘লেফট সোয়াপই’ করতে হচ্ছে মহিলা সঞ্চালকদের। লাইভ সম্প্রচারের মধ্যেই সেই অদ্ভূত ‘খেলা’ নিয়ে নেটপাড়ার একাংশের রোষের মুখে পড়েছে আইপিএলের সরকারি সম্প্রচারকারী সংস্থা (টেলিভিশন) স্টার স্পোর্টস। ওই নেটিজেনদের বক্তব্য, চূড়ান্ত নিচু স্তরে নেমে গিয়েছে ওই সম্প্রচারকারী সংস্থা। আইপিএলের সঙ্গে কোনও সম্পর্ক নেই, এমন জিনিস দেখানো হচ্ছে। সেইসঙ্গে মহিলাদের অপমান করা হচ্ছে বলেও দাবি করেন নেটিজেনদের একাংশ। যদিও বিষয়টি নিয়ে স্টারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টার স্পোর্টস ওয়ানের লাইভ অনুষ্ঠানের মধ্যে চার মহিলা সঞ্চালক বসে আছেন। বড় স্ক্রিনে বিরাট, রাসেল, গিলদের ছবি দেখানো হচ্ছে। আর এক পুরুষ সঞ্চালক মহিলা সঞ্চালকদের মতামত জানতে চাইছেন। যে মহিলা সঞ্চালক বা অ্যাঙ্কর যে ক্রিকেটারকে ‘হট’ বলে মনে করছেন, তাঁকে ‘রাইট সোয়াইপ’ করতে হচ্ছে। আর যে ক্রিকেটারকে ‘হট’ বলে মনে করছেন না, তাঁদের ‘লেফট সোয়াইপ’ করতে হচ্ছে। কে কোন ক্রিকেটারকে কোন তকমা দেবেন, তা জানতে চাইছেন ওই পুরুষ সঞ্চালক। তাঁর পাশে বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালকেও দাঁড়িতে দেখা গিয়েছে। তারইমধ্যে একবার জনপ্রিয় সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গারকে বলতে শোনা যাচ্ছে, ‘এটা একেবারে ঠিক নয়।’ তা শুনে বাকিদের হাসতে দেখা গিয়েছে।
ওই ভিডিয়োয় চটেছেন নেটপাড়ার একাংশ। যে নেটিজেন ওই ভিডিয়ো পোস্ট করেছেন, তিনি লিখেছেন, ‘স্টারের থেকে এরকম কখনও আশা করিনি। চূড়ান্ত নীচু স্তরে নেমে গিয়েছে (স্টার)। (পুরুষ) ক্রিকেটারদের ছবি দেখিয়ে মহিলা সঞ্চালকদের রাইট সোয়াইপ বা লেফট সোয়াইপ করতে বলছে। এটা কীভাবে খেলাধুলো বা ক্রিকেটারদের দক্ষতার সঙ্গে যুক্ত? পুরো পর্বের ভিডিয়ো করতে পারিনি, কারণ আমার এত জঘন্য লাগছিল যে কী বলব। মায়ান্তিকেও চরম অপ্রস্তুত লাগছিল। এসব চিন্তাভাবনা কার মাথা থেকে বেরিয়েছে?’
একইসুরে অপর একজন বলেন, 'এটা স্টারের নিরিখে চূড়ান্ত অপমানকর।' অপর একন বলেন, 'যেভাবেই হোক না কেন, টিআরপি বাড়াতে হবে।' অপর এক নেটিজেন বলেন, 'এটা মোটেও ভালো নয়। এরা যে এতটা নিচে নেমে যাবে, সেটা ভাবতেও পারিনি। দীর্ঘদিন ধরেই ম্য়াচের আগের অনুষ্ঠান দেখা বন্ধ করে দিয়েছি।'
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)