আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। অবশ্য সেই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন ক্যামেরন গ্রীন। ৪৭ বলে শতরানে ভর করে সানদের হারাল রোহিত শর্মার দল। সেই সঙ্গে টুর্নামেন্টে টিকে রইল মুম্বই ইন্ডিয়ান্স।
তবে এই ম্য়াচে বেশ কয়েকটি ভালো ক্যাচ দেখা যায়। বিশেষ করে সানরাইজার্স দলের ক্রিকেটাররা দুর্দান্ত ক্যাচ ধরেন। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তোলে সানরাইজার্স। ২০১ রানের টার্গেট মাথায় নিয়ে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ এবং রোহিত শর্মা। অবশ্য এদিন বড় রান করতে পারেননি ইশান কিষাণ। ১২ বলে ১টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি সংগ্রহ করে ১৪ রান করেন ইশান। ভুবনেশ্বর কুমারের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দুর্দান্ত ক্যাচ ধরেন ব্রুক।
এই তরুণ ব্যাটার ফিরে গেলেও, দুর্দান্ত ব্যাটিং করেন রোহিত শর্মা এবং ক্যামেরন গ্রীন। তবে এই ম্যাচে ৩৭ বলে ৫৬ রান করেন মুম্বই অধিনায়ক। ভারতীয় দলের অধিনায়কের ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি সৌজন্যে। তবে এদিন রোহিত যেভাবে আউট হয়ে ফিরলেন তা হয়ত তিনিও সারা জীবন মনে রাখবেন। মায়াঙ্ক দাগারের বলকে চালিয়ে খেলতে গিয়ে পয়েন্টে দাঁড়িয়ে থাকা নীতীশ কুমার রেড্ডির হাতে ক্যাচ দিয়ে দেন রোহিত। যদিও এই ক্যাচটি বাউন্ডারি হয়ে যাচ্ছিল অনেকটা দূরে থেকেই ডাইভ মেরে ক্যাচ ধরে নেন নীতীশ।
এই ম্যাচে হ্যারি ব্রুকও দুর্দান্ত ক্যাচ ধরেন। তবে সবকিছুকে ছাপিয়ে গেল নীতীশের এই ক্যাচ। রোহিত বুঝতেই পারেননি বলটি ধরে ফেলবেন এই সান ক্রিকেটার। তিনিও অবাক হয়ে যান কিছুক্ষণের জন্য। তবে বাস্তব মেনে নিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান 'হিটম্যান'। নীতীশের সেই ক্যাচটি দেখে অনেকেই প্রশংসা করেছেন। আর সেটাই স্বাভাবিক। কারণ এবারের আইপিএলে দুর্দান্ত ক্যাচগুলির মধ্যে অন্যতম নীতীশের এই ক্যাচ।
অবশ্য রোহিত ফিরে গেলেও কোনও রকম সমস্যা হয়নি মুম্বইয়ের। কারণ ক্যামেরন গ্রীন দুর্দান্ত ফর্মে থেকে বলা ভালো শতরান করে দলকে জিতিয়ে দেন। সেই সঙ্গে সঙ্গে টুর্নামেন্টে টিকে রইল মুম্বই ইন্ডিয়ান্স।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)