বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > যশস্বী যে লম্বা রেসের ঘোড়া, একটা কথাতেই বুঝিয়ে দিলেন সাঙ্গাকারা

যশস্বী যে লম্বা রেসের ঘোড়া, একটা কথাতেই বুঝিয়ে দিলেন সাঙ্গাকারা

আইপিএল-এ নিজের প্রথম শতরান করার পরে যশস্বী জসওয়াল (ছবি-Mumbai Indians Twitter)

কুমার সাঙ্গাকারা মনে করেন, শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ফ্র্যাঞ্চাইজির জন্যই নয়, ভারতের হয়েও ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ পারফর্ম করবেন যশস্বী। জসওয়ালের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেছেন সাঙ্গাকারা।

রয়্যালসের ওপেনার যশস্বী জসওয়ালকে নিয়ে একটি বড় ভবিষ্যদ্বাণীতেযশস্বী জসওয়াল করেছেন রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা। তাঁর মতে যশস্বী একজন দ্রুত শিক্ষানবিস। কুমার সাঙ্গাকারা মনে করেন, শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ফ্র্যাঞ্চাইজির জন্যই নয়, ভারতের হয়েও ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ পারফর্ম করবেন যশস্বী। জসওয়ালের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেছেন সাঙ্গাকারা।

২১ বছর বয়সী জসওয়াল চলতি আইপিএল মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি এখন পর্যন্ত ৪৭.৫ গড়ে ৪২৮ রান করেছেন যার মধ্যে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ছয় উইকেটের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে সাঙ্গাকারা বলেন, ‘শুধু প্রতিভাবান নয়, সে খুব পরিশ্রমী খেলোয়াড়। সে প্রস্তুতিতে অনেক সময় দেন এবং নেটে অনেক সময় ব্যয় করেন।’

আরও পড়ুন… বাবর আজমকে টপকে গেলেন CSK-র ডেভন কনওয়ে, পঞ্জাবের বিরুদ্ধে গড়লেন অনন্য নজির

যশস্বী জসওয়াল সম্পর্কে বলতে গিয়ে কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘তিনি আমাদের সঙ্গে তিন থেকে চার বছর কাটিয়েছেন এবং এটি দেখায় যে তিনি তাঁর কাজের প্রতি খুব মনোযোগী এবং তাঁর পারফরম্যান্সও খুবই ভালো।’ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে জসওয়াল ৬২ বলে ১২৪ রান করেছিলেন। যার মধ্যে ছিল ১৬টি চার এবং আটটি ছক্কা। সাঙ্গাকারা বলেছেন, ‘সে ভালো ব্যাটিং করেছে। প্রায় পুরো ইনিংস ধরেই ব্যাটিং চালিয়ে গিয়েছেন তিনি। শুধু আমাদের জন্যই নয়, আন্তর্জাতিক পর্যায়েও খেলতে হবে, তাঁকে যেতে হবে দীর্ঘ পথ। জাতীয় দলে জায়গা পেতে হলে তাঁকে রান করতে হবে।’

আরও পড়ুন… LSG-র হয়ে কি স্টোইনিস মাঠে নামবেন? RCB কীভাবে অঙ্ক কষছে? দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ

জসওয়ালের দুর্দান্ত ইনিংস রাজস্থান রয়্যালসকে সাত উইকেটের বিনিময়ে ২১২ রান করতে সাহায্য করেছিল কিন্তু টিম ডেভিডের ১৪ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংসের ফলে মুম্বই এই ম্য়াচটি জিতেছিল। জেসন হোল্ডারের বলে টানা তিনটি ছক্কা মেরে দলকে জয়ী করেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এভাবেই দলকে জয়ের পথে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেন তিনি।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl) 

এই ম্যাচের পরে ডেভিড বলেছেন, ‘আমি দলকে এভাবে জেতাতে চেয়েছিলাম। তাই আমার খুব ভালো লাগছে। দলটি খুব উত্তেজিত এবং সমস্ত খেলোয়াড়দের দ্বারা ভালো করা হয়েছে। আমি আমার সুযোগের জন্য অপেক্ষা করছিলাম এবং আমি সত্যিই খুশি যে আমি এটির সম্পূর্ণ সদ্ব্যবহার করেছি।’ তিনি আরও বলেছিলেন, ‘গত বছর ছিল আইপিএলে আমার প্রথম অভিজ্ঞতা এবং আমি নিজের জন্য নাম তৈরি করতে এবং দলে নিজের জায়গা নিশ্চিত করার চেষ্টা করছিলাম। উদগ্রীব ছিলাম কিন্তু এখন যখনই আমি মুম্বই ইন্ডিয়ান্সের শার্ট পরি, আমি দলকে জেতাতে চেষ্টা করি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন