এই বছরের আইপিএল থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। ধরমশালায় তাদের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। তখন জানা যায় ওই ম্যাচে তাঁর কোমরের সমস্যার জন্য তিনি খেলতে পারেননি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচ রাজস্থান জিতেও প্লেঅফের দৌড় থেকে ছিটকে যায় তারা। রবিচন্দ্র অশ্বিন ম্যাচ খেলতে না নামায় চিন্তার ভাঁজ পড়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারণ আইপিএলের পরেই জাতীয় দলের টানা ম্যাচ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সামনেই বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল। ফলে চাপে পড়ে যায় বিসিসিআই। তবে সম্প্রতি অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, চোট গুরুতর নয় তিনি সুস্থ হয়ে গিয়েছেন।
রাজস্থান রয়্যালসের খেলা শেষ করে বাড়ি ফিরে যাবার পর অশ্বিন জানিয়েছেন ধরমশালার হোটেলে নরম বিছানায় শোয়ার জন্য তাঁর এই সমস্যা দেখা দেয়। তিনি বলেন, 'আমি সব সময় মাটিতে শুতে পছন্দ করি। তবে ধরমশালার হোটেলে নরম বিছানাতে শুতে হয় আমাকে। হঠাৎ করেই আমার কোমরের ব্যথা শুরু হয়। আমি বাড়ি ফিরে এসেছি। এখন কোমরের ব্যাথা ঠিক আছে।' এর সঙ্গে সঙ্গে এই তিনি তার ইউটিউব চ্যানেলে জানান, আইপিএলে ফের হোম-অ্যাওয়ে ম্যাচ শুরু হওয়ায় তাদের ঘুরে ঘুরে খেলতে হয়েছে, ফলে শরীরের উপর কিছুটা ধকল পরেছে।
আইপিএল শেষের পরেই ভারতীয় দল ইংল্যান্ডে উড়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য। এই ফাইনালে তাদের মুখোমুখি অস্ট্রেলিয়া। অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে আরও জানিয়েছেন, রাজস্থান রয়্যালসে থাকার সময় সেখানকার কোচ লাসিথ মালিঙ্গা কীভাবে বোলারদের সাহায্য করতেন। মালিঙ্গা জসপ্রীত বুমরাহ ও জোফ্রা আর্চারের চোটের সম্পর্কেও কথা বলেছেন। এ বিষয়ে অশ্বিন বলেন, 'লাসিথ মালিঙ্গা জানিয়েছে কোমরে চোটের পর জোরে বোলারের পক্ষে ইয়র্কার বল করা অনেকটা কঠিন হয়ে পড়ে।'
এই সব কিছুর সঙ্গে সঙ্গে এই বছর আইপিএলের অন্যতম চর্চিত বিষয় ধোনির আইপিএল যাত্রা নিয়েও কথা বলেছেন এই স্পিনার। তিনি মনে করেন পরের বছরেও আইপিএলে খেলা চালিয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি। অশ্বিন বলেন, 'ধোনি তিনটে বল খেললে দু'টি বলে ছয় মারছে। তাহলে ও কেন আগামী বছরেও এই ভূমিকা পালন করার কথা ভাববে না। আমার মনে হয় না এখনই খেলা ছেড়ে দেওয়ার সময় এসেছে।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।