বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Virat Kohli vs Gautam Gambhir: খেলা যখন শেষ, তাহলে যা হয়েছে সব ভুলে যাও, বিরাট-গম্ভীরকে পরামর্শ অজি তারকার

Virat Kohli vs Gautam Gambhir: খেলা যখন শেষ, তাহলে যা হয়েছে সব ভুলে যাও, বিরাট-গম্ভীরকে পরামর্শ অজি তারকার

বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলার মুহূর্ত। ছবি- আইপিএল (IPL)

'খেলা যখন শেষ যা হয়েছে ভুলে যাও।' বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ঝামেলা নিয়ে মুখ খুললেন শেন ওয়াটসন।

চলতি আইপিএলে এই মাসের শুরুতে অর্থাৎ ১ মে একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টস। ম্যাচ চলাকালীন নবীন উল হকের সঙ্গে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ঝামেলা শুরু হয়। সেই ঝামেলার রেশ গড়ায় ম্যাচের শেষেও। ম্যাচের পর সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর সঙ্গে কথা কাটাকাটি হল কোহলির। এই ঝামেলার বর্তমানে রেশ এখনও কাটেনি। অনেকেই এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। আবার সমালোচানও করেছেন। এবার এই ঝামেলা নিয়ে এবার বক্তব্য রাখলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন।

এই অজি কিংবদন্তি ক্রিকেটার ইউটিউব চ্যানেলে বলেন, 'মাঠে প্রতিদ্বন্দ্বিতা হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ সেখানে সবাই সবার সেরাটা দিতেই চেষ্টা করে। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা মাঠের বাইরে যখনই যায় তখনই সেখানে থেমে যেতে হয়। মাঠে এই প্রতিদ্বন্দ্বিতা নিজেদের সেরাটা দেওয়া, জেতার চেষ্টার জন্যই হয়। বিরাট এবং গৌতমের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছে সেটা কেউ দেখতে চায় না। আর যেখানে গৌতম খেলেই না মাঠে, তাঁর ঝামেলা করা ঠিক নয়। মাঠে এমন অনেক ঘটনাই ঘটে। সুতরাং ম্যাচ যখন শেষ, তখন এই ঘটনা ভুলে যাওয়া উচিত। এই পরিস্থিতি কাটিয়ে ওঠা উচিত।'

লখনউ-এর ক্রিকেটার নবীন উল হক যখন মাঠে খেলতে নামেন তখন খেলার মধ্যে স্লেজিংয়ের কারণেই হয়তো এই ঝামেলার উদ্ভব হয়। সেই ম্যাচ জিতে নেয় আরসিবি। এরপরই দুই তারকার মধ্যে ঝামেলা শুরু হয়। পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যায়। দুই দলের ক্রিকেটার এবং আম্পায়াররা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

তবে আইপিএলে এই দুই তারকার মধ্যে ঝামেলার ঘটনা একেবারেই নতুন নয়। গৌতম গাম্ভীর যখন ২০১৩ সালে কেকেআরের অধিনায়ক ছিল তখনও আরসিবি এবং কেকেআরের ম্যাচের পর তাদের ঝামেলা হয়। এই ঝামেলা সম্পর্কে ভারতের প্রাক্তন রবিন উথাপ্পা একটি সাক্ষাৎকারে বলেন, ‘এই ধরনের কাজ খেলার জন্য খুবই অপ্রীতিকর। একজন বোলার যদি আগে থেকেই ভেবে আসে যে, সে এমন ধরনের আচরণ করবে। তাহলে সেই বোলারকে এর জন্য তিরস্কার করা উচিত।’ বিরাট এবং গম্ভীরের এই ঝামেলার ঘটনা যে কেউ ভালো ভাবে নেননি তা স্পষ্ট হয়ে গিয়েছে। এখন এটাই দেখার বিষয় এই ঘটনার নিস্পত্তি কবে হয়।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন