বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > PBKS vs RR: পারফর্মই করতে পারিনি, হেরে IPL শেষ করে বোলারদের উপর চটলেন PBKS কোচ

PBKS vs RR: পারফর্মই করতে পারিনি, হেরে IPL শেষ করে বোলারদের উপর চটলেন PBKS কোচ

পঞ্জাবের বোলাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন জাফর। ছবি- টুইটার

গোটা মরশুম জুড়েই নাকি বোলাররা পারফরম্য়ান্স করতে পারেননি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর এমন অভিযোগ করলেন শিখর ধাওয়ানদের কোচ ওয়াসিম জাফর।

গ্রুপ পর্বের শেষ মুহূর্তের খেলা চলছে আইপিএলে। তবে কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান রয়্যালসও তাদের ১৪টি ম্যাচ খেলে ফেলেছে। সেই সঙ্গে পাকাপাকিভাবে বিদায় নিয়েছে পঞ্জাব কিংস। তবে রাজস্থান রয়্যালসের প্লেঅফে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ নির্ভর করবে অন্য দলের ওপরে।

শুক্রবার ধরমশালায় মুখোমুখি হয় পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্য়ালস। সেই ম্যাচে রাজস্থান জিতে পয়েন্ট টেবিলের কিছুটা উপরে চলে গিয়েছে। আর পাকাপাকিভাবে বিদায় নিয়েছে পঞ্জাব। পঞ্জাব ১৪ টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ছয়টিতে। পঞ্জাবের বোলিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। এদিনের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে চার উইকেট হারতে হয় পঞ্জাবকে।

তিনি আরও বলেন, 'আমাদের কাছে বিশেষ কিছু বোলিং আক্রমণ করার মতো বোলার ছিল। বিশেষ করে ফাস্ট বোলার এমনকী স্পিনারও ছিল। কিন্তু আমরা ঠিকঠাক সময়ে সেই বোলারদের কাজে লাগাতে পারিনি। বোলিং ইউনিট হিসেবে আমার প্রত্যাশা পূরণ হয়নি। এই মরশুমটা আমাদের জন্য খুবই হতাশার। এই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমাদের যে ধরনের স্কোয়াড ছিল তাতে আমরা শীর্ষে থাকতে পারতাম। আমার মনে হয় আমরা খুবই কম পারফরম্যান্স করেছি। আমাদের আর কটা ম্যাচ জেতা উচিত ছিল। কিন্তু আমরা ব্যাটিং ও বোলিং একসঙ্গে ঠিকঠাকভাবে করতে পারিনি।'

ধাওয়ানের সুরে সুর মিলিয়েছেন জাফরও। ধাওয়ানদের কোচ বলেন, 'আমাদের কখনও বোলিং হতাশা করেছে। আবার কখনও ব্যাটিং। আমরা দুটোই একসঙ্গে ঠিক ঠাক করতে পারিনি। আমরা সেই দিল্লির বিরুদ্ধে ৩০ রানে জিতেছিলাম। এছাড়া আমরা আর কোনও ভালো পারফরম্যান্স করিনি। আমরা জিতি বা হারি প্রতি ম্যাচেই ছিল টানটান উত্তেজনার। আমরা যখন মোহালিতে (হোম গ্রাউন্ড) খেলি তখন ব্যাটিং সুন্দর হয়। কিন্তু সেই পিচ বোলারদের জন্য একটু কঠিন হয়ে যায়। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমাদের দলে গুরুত্বপূর্ণ ব্যাটারদের চোট-আঘাত পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্য বড় ভূমিকা পালন করেছে। খেলার শুরুর দিকে লিভিংস্টোন চোটের কারণে খেলতে পারেনি। পরে ও যখন ফিরে আসে তখন চোট পায় শিখর। সেই সময়টাই আমাদের আক্রমণাত্মক খেলা উচিত ছিল। তবে তা আমরা খেলতে পারেনি।'

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন