বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তাঁর কেরিয়ারে আইপিএলে ষষ্ঠ সেঞ্চুরি করেন। এডেন মার্করামদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পরই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি সংগ্রহকারী ক্রিকেটারদের তালিকায় ঢুকে গেলেন তিনি। এর আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরির অধিকারী ছিলেন। বিরাট কোহলি এই বছর সেঞ্চুরি করে ক্রিস গেইলের সঙ্গে জায়গা করে নিলেন। এই নিয়ে পাকিস্তানের পেসার মহম্মদ আমিরও ভারতীয় তারকাকে ম্যাচ জেতানো খেলার জন্য প্রশংসা করেন।
পাকিস্তানের এই জোরে বোলার অনেকবার প্রকাশ্যে বিরাট কোহলির প্রশংসা করেছেন। তিনি যে বিরাট কোহলির ভক্ত, তা লুকিয়ে রাখেননি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকানোর পর তিনি বিরাটের প্রশংসা করেন। এদিনের ম্যাচে সানরা প্রথমে ব্যাট করে ১৮৭ রান টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি। অধিনায়ক ফাফ ডু'প্লেসির সঙ্গে জুটি বেঁধে ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলেন বিরাট। তিনি এই ইনিংসটি সাজান ১২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এরপরই আমির টুইট করে লেখেন, 'কি অসাধারণ ইনিংস। যা এসেছে শুধুমাত্র আসল রাজার থেকে। আরও এগিয়ে যাও।'
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। নিজেদের ইনিংসের পঞ্চম ওভারের শুরুতেই দুই ওপেনারকে তুলে নেয় তারা। এরপর এই মরমে সানরাইজার্স হায়দরাবাদের সর্বোচ্চ রান সংগ্রাহক হেনরিখ ক্লাসেন ব্যাট করতে আসেন। তাড়াতাড়ি দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর দলকে টেনে তুলে ধরেন তিনি। এই মরশুমে একজন বিদেশী ব্যাটার হিসাবে স্পিনের বিরুদ্ধে সেরা ফুটওয়ার্ক প্রদর্শন করেন তিনি। তিনি ৫১ বলে দুরন্ত ১০৪ রান করে দলকে পদস্থ রানে নিয়ে যান। মারেন ৮টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। এর ফলে হায়দরাবাদ ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে।
বড় লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে বিরাট ও ফাফ। বিরাট কোহলির সেঞ্চুরির সঙ্গে সঙ্গে অর্ধশতরান করেন ফাফ। এরপরে দুই ব্যাটার আউট হয়ে গেলেও ম্যাচ শেষ করে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে প্লেঅফের লড়াইয়ে অনেকটা এগিয়ে রইলেন বিরাটরা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের চার নম্বর স্থানে রয়েছে তারা। তবে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিততেই হবে কোহলিদের।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।