বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > সুয়াশ এটা কী করল! বোলারের ওয়াইড নিয়ে প্রশ্ন করলেন প্রাক্তন নাইট কর্তা

সুয়াশ এটা কী করল! বোলারের ওয়াইড নিয়ে প্রশ্ন করলেন প্রাক্তন নাইট কর্তা

কেন এমন করলেন সুয়াশ শর্মা? (ছবি-টুইটার)

একদিকে যশস্বী জসওয়াল যেখানে নায়ক হয়ে উঠছেন, সেখানেই খলনায়ক হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ বোলার সুয়াশ শর্মা। কারণ ম্যাচের মাঝেই কেকেআরের তারকা খেলোয়াড় সুয়াশ শর্মা এমন একটা কাজ করেছেন যে কারণে সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি যশস্বী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৫৬তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ইডেনের মাঠের চারিদিকে স্ট্রোক মারেন তিনি। কিন্তু তিনি তাঁর সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি এবং মাত্র ৯৮ রান করে অপরাজিত থাকেন। নিজের বিস্ফোরক ব্যাটিং দিয়ে যশস্বী জয় করেছেন সকলের মন। সেই কারণেই রাজস্থান রয়্যালস দল ম্যাচ জিততে পেরেছিল।

একদিকে যশস্বী যেখানে নায়ক হয়ে উঠছেন, সেখানেই খলনায়ক হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ বোলার সুয়াশ শর্মা। কারণ ম্যাচের মাঝেই কেকেআরের তারকা খেলোয়াড় সুয়াশ শর্মা এমন একটা কাজ করেছেন যে কারণে সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি যশস্বী। এর পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়তে হয়েছিল এই নাইট খেলোয়াড়কে। প্রাক্তন নাইট কর্তা জয় ভট্টাচার্যও নিজের সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুললেন। তাঁর বক্তব্য সুয়াশ এটা কী করলেন?

আরও পড়ুন… আসন্ন ICC ODI WC খেলতে কি ভারতে আসবে পাকিস্তান? বড় ইঙ্গিত দিলেন ICC-র কর্তা

রাজস্থান রয়্যালসের ইনিংসের ১৩তম ওভারটি কেকেআর বোলার সুয়াশ শর্মা করতে এসেছিলেন। এই ওভারের শেষ বলে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য দরকার তিন রান। তখন ক্রিজে ছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। সেই ওভারের শেষ বলটি লেগ স্টাম্পের ঠিক বাইরে করেছিলেন সুয়াশ শর্মা। যেটা ওয়াইড হতে পারত, কিন্তু সেরা উপায়ে সঞ্জু বল ডিফেন্ড করেন। এরপর যশস্বী জসওয়াল ১৪তম ওভারের প্রথম বলটি খেলেন এবং এই বলে চার মেরে রাজস্থানকে জয়ী করেন।

আরও পড়ুন… ওরা অন্য গ্রহ থেকে এসেছে নাকি! এশিয়া কাপ নিয়ে BCCI -এর সিদ্ধান্তে রেগে লাল পাক ক্রিকেটার

এরপরেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সুয়াশ শর্মার ক্লাস নিতে শুরু করেছেন। একজন নেটিজেন লিখেছেন যে, ‘তিনি ইচ্ছাকৃতভাবে ওয়াইড থ্রো করার চেষ্টা করেছিলেন যাতে যশস্বী তাঁর সেঞ্চুরি পূর্ণ করতে না পারেন।’ এই বিষয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও টুইট করে লিখেছেন যে, ‘যশস্বী যাতে সেঞ্চুরি করতে না পারেন, সেই কারণেই ওয়াইড বল করার চেষ্টা করা হয়েছিল। এটা ঠিক কাজ নয়।’ তিনি আরও লেখেন, ‘কল্পনা করুন একজন পাকিস্তানি বোলার কোহলিকে তাঁর সেঞ্চুরি পূর্ণ করতে বাধা দেওয়ার জন্য এটি করছেন।’

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

ম্যাচ জেতার জন্য কেকেআর রাজস্থান রয়্যালসকে ১৫০ রানের টার্গেট দিয়ে ছিল, যা রাজস্থান দল সহজেই অর্জন করে। রাজস্থানের হয়ে যশস্বী জসওয়াল করেন ৯৮ রান করেন এবং সঞ্জু স্যামসন করেন ৪৮ রান। একই সঙ্গে বোলিংয়েও দক্ষতা দেখিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন