পঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে উত্তেজক জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছে। এবার আইপিএল ২০২১-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে লোকেশ রাহুলরা মুখোমুখি হন মহেন্দ্র সিং ধোনির CSK-র। পঞ্জাবকে অনায়াসে হারিয়ে জয়ে ফেরে চেন্নাই।
ম্যাচের সেরা চাহার
১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দীপক চাহার।
চাহারের প্রশংসায় টিম ইন্ডিয়ার হেড কোচ
পড়ুন: দুরন্ত সুইং বোলিং চাহারের, প্রশংসায় ভরালেন রবি শাস্ত্রী
পঞ্জাবের বোলিং পারফর্ম্যান্স
শামি ২১ রানে ২টি উইকেট নেন। অর্শদীপ নেন ৭ রানে ১ উইকেট। ৩২ রানে ১ উইকেট মুরুগান অশ্বিনের।
চেন্নাইয়ের ব্যাটিং পারফর্ম্যান্স
রুতুরাজ ৫, ডু'প্লেসি অপরাজিত ৩৬, মঈন ৪৬, রায়না ৮, আম্বাতি ০, স্যাম কারান অপরাজিত ৫ রান করেন।
লজ্জার রেকর্ড পঞ্জাবের
পড়ুন: ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে চতুর্থ সর্বনিম্ন রানের রেকর্ড করল পঞ্জাব
৬ উইকেটে জয়ী চেন্নাই
পঞ্জাবের ৮ উইকেটে ১০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ১৫.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলে ম্যাচ জিতে যায়। স্যাম কারান ৫ ও ডু'প্লেসি ৩৬ রানে অপরাজিত থাকেন।
শামি ৪ ওভারে ২১/২
শামি ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২১ রানে ২ উইকেট নিয়ে।
১৫ ওভারে চেন্নাই ১০২/৪
১৫ ওভারে চেন্নাই ১০২/৪। শামির ওভারে ৫ রান ওঠে। ২ উইকেট পড়ে। ডু'প্লেসি ৩৫ রানে ব্যাট করছেন।
চেন্নাই ১০০
১৫ ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে সিএসকে।
আম্বাতি আউট
ক্রিজে এসেই আউট হন রায়াড়ু। রায়নাকে ফেরানোর ঠিক পরের বলেই আম্বাতির উইকেট তুলে নেন শামি। খাতা খোলার আগেই পুরানের হাতে ধরা পড়েন তিনি। চেন্নাই ৯৯ রানে ৪ উইকেট হারায়
রায়না আউট
১৫তম ওভারের দ্বিতীয় বলে রায়নাকে ফেরালেন শামি। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৮ রান করে রাহুলের দস্তানায় ধরা দেন সুরেশ। চেন্নাই ৯৯ রানে ৩ উইকেট হারায়।
১৪ ওভারে সিএসকে ৯৭/২
১৪ ওভারে সিএসকে ৯৭/২। মেরেডিথের ওভারে ২ রান ওঠে।
১৩ ওভারে চেন্নাই ৯৫/২
অশ্বিনের ওভারে ১১ রান ওঠে। ১৩ ওভারে চেন্নাই ৯৫/২। ডু'প্লেসি ৩৩ রানে ব্যাট করছেন।
মঈন আলি আউট
জুটি ভাঙলেন অশ্বিন। ১৩তম ওভারের তৃতীয় বলে মঈন আলিকে ফিরিয়ে দিলেন অশ্বিন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৬ রান করে শাহরুখের হাতে ধরা পড়েন মঈন। চেন্নাই ৯০ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রায়না।
১২ ওভারে চেন্নাই ৮৪/১
১২ ওভার শেষে চেন্নাই ৮৪/১। মঈন ৪০ ও ডু' প্লেসি ৩৩ রানে ব্যাট করছেন। রিচার্ডসেনর ওভারে ১০ রান ওঠে।
১১ ওভারে চেন্নাই ৭৪/১
১১ ওভারে চেন্নাই ১ উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলেছে। শামির ওভারে ১০ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন মঈন। তিনি ৩৯ রানে ব্যাট করছেন।
১০ ওভারে চেন্নাই ৬৪/১
১০ ওভারে চেন্নাই ৬৪/১। জয়ের জন্য ১০ ওভারে দলকার ৪৩ রান হাতে রয়েছে ৯টি উইকেট। অশ্বিনের ওভারে ১১ রান ওঠে। ১টি চার মারেন ডু'প্লেসি।
৯ ওভারে সিএসকে ৫৩/১
৯ ওভারে সিএসকে ৫৩/১। মেরেডিথের ওভারে ৬ রান ওঠে। মঈন ২৪ ও ডু'প্লেসি ২৩ রানে ব্যাট করছেন।
চেন্নাই ৫০
নবম ওভারে চেন্নাই দলগত ৫০ রান পূর্ণ করে।
৮ ওভারে চেন্নাই ৪৭/১
৮ ওভার শেষে সিএসকে ১ উইকেটের বিনিময়ে ৪৭ রান তুলেছে। মুরুগান অশ্বিনের ওভারে ১০ রান ওঠে। মঈন আলি ১টি বাউন্ডারি মারেন।
৭ ওভারে চেন্নাই ৩৭/১
৭ ওভার শেষে সিএসকে ১ উইকেটের বিনিময়ে ৩৭ রান তুলেছে। ডু'প্লেসি ১৯ ও মঈন আলি ১২ রান করেছেন। অর্শদীপের ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মঈন।
পাওয়ার প্লে'র খেলা শেষ
পাওয়ার প্লে'র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৩২ রান তুলেছে চেন্নাই। মেরেডিথের ওভারে ৮ রান ওঠে। ডু'প্লেসি ১৮ রানে ব্যাট করছেন।
রুতুরাজ আউট
ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে রুতুরাজকে ফিরিয়ে পঞ্জাবকে প্রথম সাফল্য এনে দিলেন অর্শদীপ সিং। ১৬ বলে ৫ রান করে হুডার হাতে দরা পড়েন তিনি। চেন্নাই ২৪ রানে ১ উইকেট হারায়। ওভারে মাত্র ২ রান ওঠে। নতুন ব্যাটসম্যান মঈন আলি।
৪ ওভারে চেন্নাই ২২/০
রিচার্ডসনের ওভারে ১৪ রান ওঠে। ২টি চার ও ১টি ছক্কা মারেন ডু'প্লেসি। ৪ ওভারে চেন্নাই ২২/০।
৩ ওভারে চেন্নাই ৮/০
৩ ওভার শেষে চেন্নাই বিনা উইকেটে ৮ রান তুলেছে। শামির ওভারে ৪ রান ওঠে।
২ ওভারে সিএসকে ৪/০
রিচার্ডসনের ওভারে ২ রান ওঠে। ২ ওভারে চেন্নাই ৪/০।
১ ওভারে চেন্নাই ২/০
শামির প্রথম ওভারে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ২ রান তোলে।
চেন্নাইয়ের রান তাড়া করা শুরু
সিএসকের হয়ে ওপেন করতে নামেন ডু'প্লেসি ও রুতুরাজ। বোলিং শুরু করেন শামি।
জাদেজার রেকর্ড
পড়ুন: রাহুলকে রান আউট করলেন, গড়লেন রেকর্ড, দেখুন জাদেজার রান আউটের ভিডিয়ো
চেন্নাইয়ের বোলিং পারফর্ম্যান্স
দীপক চাহার ১৪ রানে ৪টি উইকেট নেন। কারান ১২ রানে ১টি, মঈন ১৭ রানে ১টি ও ব্র্যাভো ১০ রানে ১টি উইকেট দখল করেন। জাদেজা ও শার্দুল উইকেট না পেলেও ৪ ওভারের কোটায় খরচ করেন যথাক্রমে ১৯ ও ৩৫ রান।
পঞ্জাবের ব্যাটিং পারফর্ম্যান্স
রাহুল ৫, আগরওয়াল ০, গেইল ১০, হুডা ১০, পুরান ০, শাহরুখ ৪৭, রিচার্ডসন ১৫, অশ্বিন ৬ ও শামি অপরাজিত ৯ রান করেন।
২০ ওভারে পঞ্জাব ১০৬/৮
২০ ওভারে পঞ্জাব ৮ উইকেটে ১০৬ রান তোলে। শামি ১২ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১০৭ রান। কারানের শেষ ওভারে ৬ রান ওঠে।
শাহরুখ আউট
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে শাহরুখ খানকে ফেরত পাঠালেন স্যাম কারান। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৭ রান করে ক্রিজ ছাড়েন শাহরুখ। জাদেজার হাতে ধরা পড়েন তিনি। পঞ্জাব ১০১ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান মেরেডিথ।
পঞ্জাব ১০০
১৯তম ওভারে দলগত ১০০ রান পূ্র্ণ করে পঞ্জাব। ব্র্যাভোর ওভারে ৪ রান ওঠে। পঞ্জাবের স্কোর ১০০/৭।
১৮ ওভারে পঞ্জাব ৯৬/৭
১৮ ওভার শেষে পঞ্জাব ৯৬/৭। ঠাকুরের ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন শাহরুখ। তিনি ৪৬ রানে ব্যাট করছেন।
অশ্বিন আউট
বল হাতে নিয়েই মুরুগান অশ্বিনের উইকেট তুলে নিলেন ডোয়েন ব্র্যাভো। ১৭তম ওভারের পঞ্চম বলে ডু'প্লেসির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অশ্বিন। ১৪ বলে ৬ রান করেন তিনি। ৮৭ রানে ৭ উইকেট হারায় পঞ্জাব। নতুন ব্যাটসম্যান শামি। ব্র্যাভোর ওভারে ৬ রান ওঠে। শাহরুখ একটি বাউন্ডারি মারেন। তিনি ৩৯ রানে ব্যাট করছেন।
১৬ ওভারে পঞ্জাব ৮১/৬
শার্দুলের ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন শাহরুখ। ১৬ ওভারে পঞ্জাব ৮১/৬। শাহরুখ ৩৪ রানে ব্যাট করছেন।
পঞ্জাব ১৫ ওভারে ৭৩/৬
মঈন আলির ওভারে ৯ রান ওঠে। ১টি ছক্কা মারেন শাহরুখ। পঞ্জাব ১৫ ওভারে ৭৩/৬। ২৭ রানে ব্যাট করছেন শাহরুখ।
জাদেজা ৪ ওভারে ১৯/০
জাদেজা ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন মাত্র ১৯ রাত খরচ করে। যদিও কোনও উইকেট পাননি তিনি।
১৪ ওভারে পঞ্জাব ৬৪/৬
জাদেজার ওভারে ৩ রান ওটে। ১৪ ওভারে পঞ্জাব ৬৪/৬। শাহরুখ ১৯ রানে ব্যাট করছেন।
১৩ ওভারে পঞ্জাব ৬১/৬
১৩ ওভার শেষে পঞ্জাব ৬১/৬। মঈনের ওভারে ৪ রান ওঠে। ১ উইকেট পড়ে।
রিচার্ডসন আউট
১৩তম ওভারের প্রথম বলে আউট রিচার্ডসন। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৫ রান করে বোল্ড হন তিনি। পঞ্জাব ৫৭ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুরুগান অশ্বিন।
১২ ওভারে পঞ্জাব ৫৭/৫
১২ ওভার শেষে পঞ্জাব ৫৭/৫। শাহরুখ ও রিচার্ডসন উভয়েই ১৫ রানে ব্যাট করছেন। জাদেজার ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন রিচার্ডসন।
পঞ্জাব ৫০
১১তম ওভারে পঞ্জাব কিংস দলগত ৫০ রান পূর্ণ করে। মঈন আলির ওভারে ৪ রান ওঠে। পঞ্জাবের স্কোর ৫২/৫।
১০ ওভারে পঞ্জাব ৪৮/৫
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে পঞ্জাব ৫ উইকেটে ৪৫ রান তুলেছে। জাদেজার ওভারে ৩ রান ওঠে।
৯ ওভারে পঞ্জাব ৪৫/৫
৯ ওভারে পঞ্জাব ৪৫/৫। ঠাকুরের ওভারে ১টি করে বাউন্ডারি মারেন ঝাই রিচার্ডসন ও শাহরুখ খান। ওভারে ১১ রান ওঠে। শাহরুখ ১২ রানে ব্যাট করছেন।
৮ ওভারে পঞ্জাব ৩৪/৫
জাদেজাকে ১টি ছক্কা মারেন শাহরুখ। ওভারে ৮ রান ওঠে। ৮ ওভার শেষে পঞ্জাব ৩৪/৫।
দীপক চাহার ৪ ওভারে ১৩/৪
১টি মেডেন-সহ ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন দীপক চাহার।
৭ ওভারে পঞ্জাব ২৬/৫
উইকেট-মেডেন ওভার চাহারের। ৭ ওভারে পঞ্জাব ২৬/৫।
হুডা আউট
সপ্তম ওভারের দ্বিতীয় বলে দীপক হুডাকে ফেরালেন দীপক চাহার। ম্যাচে এটি তাঁর চতুর্থ শিকার। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১০ রান করে ক্রিজ ছাড়েন হুডা। পঞ্জাব ২৬ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঝাই রিচার্ডসন।
পাওয়ার প্লে'র খেলা শেষ
পাওয়ার প্লে'র ৬ ওভারে পঞ্জাব ৪ উইকেটে ২৬ রান তুলেছে। শার্দুলকে ১টি বাউন্ডারি মারেন হুডা। ওভারে মোট ৭ রান ওঠে।
৫ ওভারে পঞ্জাব ১৯/৪
৫ ওভার শেষে পঞ্জাব ১৯/৪। চাহারের ওভারে ১ রান ওঠে। ২ উইকেট পড়ে।
পুরান আউট
গেইলকে ফেরানোর পর একই ওভারের চতুর্থ বলে দীপক চাহার তুলে নেন নিকোলাস পুরানের উইকেট। খাতা খোলার আগেই শার্দুলের হাতে ধরা দেন পুরান। পঞ্জাব ১৯ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহরুখ খান।
গেইল আউট
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে চাহার আউট করলেন ক্রিস গেইলকে। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১০ রান করে জাদেজার হাতে ধরা পড়েন গেইল। পঞ্জাব ১৯ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পুরান।
৪ ওভারে পঞ্জাব ১৮/২
৪ ওভার শেষে পঞ্জাব ২উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে।
৩ ওভারে পঞ্জাব ১৭/২
চাহারের ওভারে ১০ রান ওঠে। একটি উইকেট পড়ে। গেইল ২টি বাউন্ডারি মারেন। পঞ্জাব ৩ ওভার শেষে ২ উইকেটে ১৭ রান তুলেছে।
রাহুল আউট
তৃতীয় ওভারে দুর্ভাগ্যজনর রান-আউট হয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। জাদেজার দুরন্ত থ্রো সাজঘরে ফিরতে বাধ্য করে পঞ্জাব অধিনায়ককে। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন রাহুল। পঞ্জাব ১৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীপক হুডা।
২ ওভারে পঞ্জাব ৭/১
২ ওভার শেষে পঞ্জাব ১ উইকেটের বিনিময়ে ৭ রান তুলেছে। স্যাম কারানের ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন রাহুল।
১ ওভারে পঞ্জাব ২/১
প্রথম ওভারে পঞ্জাব ১ উইকেট হারিয়ে ২ রান তুলেছে। ওভারের শেষ বলে ক্রিস গেইলের ক্যাচ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়।
আগরওয়াল আউট
প্রথম ওভারেই পঞ্জাবের ওপেনিং জুটি ভেঙে দিলেন দীপক চাহার। চতুর্থ বলে মায়াঙ্ক আগরওয়ালকে বোল্ড করেন তিনি। ২টি বল খেলেও খাতা খুলতে পারেননি মায়াঙ্ক। ১ রানে ১ উইকেট হারায় পঞ্জাব। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস গেইল।
ম্যাচ শুরু
ম্যাচ শুরু। পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। বোলিং শুরু করেন দীপক চাহার।
অপরিবর্তিত দল
চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস, উভয় দলই প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে পরস্পরের বিরুদ্ধে।
পঞ্জাবের প্রথম একাদশ
লোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রিলি মেরেডিথ, মহম্মদ শামি ও অর্শদীপ সিং।
চেন্নাইয়ের জার্সিতে মাইলস্টোন ধোনির
সিএসকের জার্সিতে ২০০তম ম্যাচে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। সার্বিকভাবে ধোনি ২০৬ নম্বর আইপিএল ম্যাচে মাঠে নামছেন। তবে চেন্নাই সুপার কিংস ২ বছর নির্বাসিত থাকার সময় পুণের হয়ে মোট ৩০টি ম্যাচ খেলেন তিনি। সেই নিরিখে সিএসের হয়ে এটি ধোনির ১৭৬ নম্বর আইপিএল ম্যাচ। মাহি চ্যাম্পিয়ন্স লিগ টি-২০'তে চেন্নাইয়ের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন।
চেন্নাইয়ের প্রথম একাদশ
ফ্যাফ ডু'প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।
টস জিতলেন ধোনি
পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। চেন্নই দলনায়ক ধোনি টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান লোকেশ রাহুলদের।