বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > PBKS vs CSK: ছয় বছর পরে IPL-এ নেমে ‘প্রোটেকশন গিয়ার’ কেন পরেছেন ধাওয়ান? এটাই হল সত্যি কারণ

PBKS vs CSK: ছয় বছর পরে IPL-এ নেমে ‘প্রোটেকশন গিয়ার’ কেন পরেছেন ধাওয়ান? এটাই হল সত্যি কারণ

ঋষি ধাওয়ান। (ছবি সৌজন্যে আইপিএল)

ফুটবলের মতো আইপিএলেও ‘প্রোটেকশন গিয়ার’। চেন্নাই সুুপার কিংসের বিরুদ্ধে সেই ‘প্রোটেকশন গিয়ার’ পরে খেলতে নামলেন পঞ্জাব কিংসের ঋষি ধাওয়ান। যিনি ছয় বছর পরে আইপিএলে কোনও ম্যাচ খেলতে নামলেন।

ফুটবলের মতো কেন ‘প্রোটেকশন গিয়ার’ পরে খেলছেন ঋষি ধাওয়ান? অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। আসলে রঞ্জি ট্রফিতে মুখে বল লেগেছিল পঞ্জাব কিংসের বোলারের। সেই কারণেই ‘প্রোটেকশন গিয়ার’ পরে খেলছেন। যিনি ছয় বছর পর আইপিএলের কোনও ম্যাচে খেলতে নেমেছেন।

এবারের রঞ্জি ট্রফির মধ্যে বোলিংয়ের সময় ফল থ্রু'তে ঋষির মুখে বল লেগেছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর নাকে অস্ত্রোপচার হয়েছিল। সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেই বিশেষ ‘প্রোটেকশন গিয়ার’ পরেছেন ঋষি। যিনি চেন্নাইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে এক উইকেট নিয়ে ফেলেছেন। আউট করেছেন চেন্নাইয়ের তারকা শিবম দুবেকে।

(PBKS vs CSK ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)

চোটের কারণে হতাশা

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগেরদিন পঞ্জাব কিংসের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে ঋষি বলেন, ‘আমি চার বছর পর আইপিএলে ফিরতে চলেছি। তাই রঞ্জি ট্রফিতে চোট পাওযার পর কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল। আমার অস্ত্রোপচার হয়েছিল। সেজন্য প্রথম চারটি ম্যাচে খেলতে পারিনি। এখন আমি পুরোপুরি ফিট হয়ে গিয়েছি। এখন দলে ঢোকার জন্য তৈরি আছি। আমি কঠোরভাবে প্রশিক্ষণ করে যাচ্ছিলাম। ভালোভাবে প্রত্যাবর্তনের আশা করছি।’ যে ঋষিকে এবার আইপিএলের মেগা নিলামে ৫৫ লাখ টাকায় দলে নিয়েছে পঞ্জাব কিংস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন