চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে টি-২০ কেরিয়ারের অনবদ্য মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারেন লোকেশ রাহুল। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে ছক্কা মারার নজির গড়ার হাতছানি রয়েছে পঞ্জাব অধিনায়কের সামনে।
রাহুল এখনও পর্যন্ত ১৫৩টি টি-২০ ম্যাচের ১৪০টি ইনিংসে মোট ১৯৭টি ছক্কা হাঁকিয়েছেন। সুতরাং, চেন্নাই ম্যাচে ৩টি ছক্কা মারলে টি-২০ ক্রিকেটে ২০০টি ছক্কা মারার নজির গড়বেন তিনি।
চলতি আইপিএল মরশুম শুরুর আগে রাহুলের এই মাইলস্টোন ছুঁতে দরকার ছিল ৮টি ছক্কা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব দলনায়ক ৯১ রানের দুরন্ত ইনিংস খেলার পথে ৫টি ছক্কা মারেন। সেই ম্যাচেই লোকেশ আইপিএলে সার্বিকভাবে ২০০০ রান পূর্ণ করেন।
চেন্নাইয়ের বিরুদ্ধে ৫০ রানের গণ্ডি টপকালে পঞ্জাবের জার্সিতে শন মার্শের সর্বকালীন একটি রেকর্ড ছুঁয়ে ফেলবেন রাহুল। পঞ্জাবের হয়ে সবথেকে বেশি ২১ বার ৫০ রানের গণ্ডি টপকেছেন মার্শ। রাজস্থান ম্যাচের পর পঞ্জাবের হয়ে লোকেশ মোট ২০ বার ৫০-এর গণ্ডি টপকান। সুতরাং ধোনিদের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে অন্তত পক্ষে ৫০ রান করলে তিনি শন মার্শের সঙ্গে একাসনে বসে পড়বেন।