বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > PBKS vs RCB: ‘লেগ স্লিপের’ ক্যাচ একহাতে ধরলেন কিপার, জিতেশের মুন্সিয়ানায় কোহলির ইনিংসে ইতি- ভিডিয়ো

PBKS vs RCB: ‘লেগ স্লিপের’ ক্যাচ একহাতে ধরলেন কিপার, জিতেশের মুন্সিয়ানায় কোহলির ইনিংসে ইতি- ভিডিয়ো

কোহলির ক্যাচ ধরছেন জিতেশ। ছবি- বিসিসিআই।

Punjab Kings vs Royal Challengers Bangalore IPL 2023: ক্যাপ্টেন হিসেবে মাঠে ফিরেই অনবদ্য রিভিউ নিয়ে মহেন্দ্র সিং ধোনিকে মনে করালেন বিরাট কোহলি।

ফ্যাফ ডু'প্লেসির সহজ ক্যাচ ছেড়েছেন। রান গলিয়েছেন বেশ কিছু। তবে পঞ্জাব কিংসের উইকেটকিপার জিতেশ শর্মা বৃহস্পতিবার মোহালিতে বিরাট কোহলির যে ক্যাচটি ধরেন, তার জন্য তাঁর প্রশংসা প্রাপ্য।

মোহালিতে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে শুরুতে ব্যাট করতে পাঠান পঞ্জাব দলনায়ক স্যাম কারান। ফ্যাফ ডু'প্লেসি ও বিরাট কোহলির ওপেনিং জুটি ব্যাঙ্গালোরকে শক্ত ভিতে বসিয়ে দেয়। ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৩৭ রান তুলে ফেলে ব্যাঙ্গালোর।

১৭তম ওভারে বল করতে আসেন হরপ্রীত ব্রার। প্রথম বলেই (১৬.১ ওভারে) সুইপ শট খেলার চেষ্টা করেন কোহলি। বল বিরাটের ব্যাটের কানায় লেগে লেগ স্লিপ অঞ্চলে উড়ে যাচ্ছিল, তবে বলের গতিমুখ অনুধাবন করে কিপার জিতেশ লেগ সাইডে সরে যান এবং দুরন্ত ক্ষিপ্রতায় বাঁ-হাতে ক্যাচ ধরে নেন। ফলে হাফ-সেঞ্চুরিকারী কোহলিকে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়। মাঠ ছাড়ার আগে ৪৭ বলে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেন বিরাট। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন।  

আরও পড়ুন:- PBKS vs RCB: দ্বিতীয় ক্রিকেটার হিসেবে IPL-এ ৬০০টি চার মারার বিরল নজির কোহলির, আর কার রয়েছে এমন কৃতিত্ব?

জিতেশ পরে ব্যাট হাতে ২৭ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। শেষবেলায় ঝড় তুলেও পঞ্জাবকে ম্যাচ জেতাতে পারেননি জিতেশ।

ফ্যাফ ডু'প্লেসি চোটের জন্য ফিল্ডিং করতে পারবেন না বলেই এই ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। নেতৃত্বের ব্যাটন হাতে নিয়েই তিনি রিভিউ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত মুন্সিয়ানা দেখান। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে মহম্মদ সিরাজকে চার মারেন অথর্ব টাইডে। তবে দ্বিতীয় বলেই ব্যাটসম্যানকে পরাস্ত করেন সিরাজ। বল গিয়ে লাগে অথর্বর প্যাডে। আরসিবি আউটের আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি।

সিরাজের বলে অথর্বকে সাজঘরে ফেরাতে বিরাট কোহলির দুর্দান্ত রিভিউ নেওয়ার ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে

কোহলিকে নাছোড়বান্দা দেখায়। তিনি নিজের উদ্যোগেই রিভিউয়ের আবেদন জানান। বল ট্র্যাকারে দেখা যায় বল স্টাম্পে লাগছে। ফলে আম্পায়ারকে নিজের সিদ্ধান্ত বদলাতে হয়। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন অথর্ব। ইনিংসের দ্বিতীয় বলেই আরসিবি প্রথম উইকেট তুলে নেয় বিরাটের রিভিউ নেওয়ার দক্ষতার জন্যই। কোহলির এই রিভিউ নেওয়া দেখে মহেন্দ্র সিং ধোনির কথাও মনে পড়ে যেতে পারে ক্রিকেটপ্রেমীদের।

ম্যাচে পঞ্জাব কিংসকে ২৪ রানে পরাজিত করে আরসিবি। প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালোর ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ১৮.২ ওভারে ১৫০ রানে অল-আউট হয়ে যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন