চলতি আইপিএলে শনিবার দুপুরে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পাঞ্জাব কিংস আইপিএলের এই মরশুমে পয়েন্ট টেবলের সপ্তম স্থানে রয়েছে। যেখানে রাজস্থান রয়্যালস বর্তমানে পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে রয়েছে। এই মরশুমে পঞ্জাব কিংস দশটি ম্যাচ খেলেছে, যেখানে তারা পাঁচটি ম্যাচ জিততে সক্ষম হয়েছে এবং রাজস্থান রয়্যালসও এই মরশুমে দশটি ম্যাচ খেলে ছ'টিতে জিতেছে। পঞ্জাব কিংস তাদের শেষ ম্যাচটি গুজরাট টাইটানসের বিপক্ষে খেলেছিল। যেটি তারা ৮ উইকেটে জিতেছিল। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলে ৭ উইকেটে হেরেছিল।
রাজস্থান বনাম পঞ্জাব ম্যাচ ঘিরে আইপিএলে তুমুল উত্তজেনা রয়েছে। এই দুই দলই আইপিএলের প্রথম বছর থেকেই খেলছে। মাঝে দু’বছর রাজস্থান দল নির্বাসিত হয়েছিল। তবে এখনও পর্যন্ত মোট ২৩বার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে পঞ্জাব ১০বার জিতেছে। বাকি ১৩টি ম্যাচ জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস। সব মিলিয়ে শনিবার দুপুরে একটি রোমহর্ষক ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা। তবে দুই দলেই সম্ভবত কোনও পরিবর্তন হচ্ছে না। একই দল খেলাতে পারে পঞ্জাব এবং রাজস্থান।
আরও পড়ুন: কলকাতা টিমে পরিবর্তনের সম্ভাবনা, বাদ পড়তে পারেন আন্তর্জাতিক তারকা
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-
পঞ্জাব কিংস: ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, আর্শদীপ সিং, সন্দীপ শর্মা।
রাজস্থান রয়্যালস: জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), করুণ নায়ার, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।