PBKS vs RR: আইপিএলের মঞ্চে PBKS জার্সিতে অভিষেক 'চন্দননগর এক্সপ্রেস' ইশান পোড়েলের
1 মিনিটে পড়ুন . Updated: 21 Sep 2021, 09:41 PM IST- ম্যাচে সঞ্জু স্যামসনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ইশান।
শুভব্রত মুখার্জি
আইপিএলের মঞ্চে অবশেযে অভিষেক হল বাংলার ফাস্ট বোলার ইশান পোড়েলের। দুবাইতে স্পোর্টস কাউন্সিলের মাঠে আইপিএলের দ্বিতীয়ভাগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই পঞ্জাবের হয়ে অভিষেক ঘটল ইশানের।
টি-২০তে ইশানের রেকর্ডও বেশ ভাল। এখন পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২৯টি উইকেট। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে অভিষেক ম্যাচে অবশ্য বল হাতে একটি উইকেট নেন চন্দননগরের ছেলে ইশান। চার ওভার বল করে তিনি দিয়েছেন ৩৯ রান। বিপক্ষ রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকে মাত্র ৪ রানে সাজঘরে ফিরিয়েছেন বাংলার তরুণ। ইশানের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন সঞ্জু।
প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস এই ম্যাচের আগে অবধি আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে। আর সাত ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে রাজস্থান। প্লে অফের দৌড়ে টিকে থাকতে দুই দলেরই এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস দলের অধিনায়ক লোকেশ রাহুল।