ধরমশালার ছবির মতো সাজানো স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ৬৬তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। ম্যাচের আগে উভয় দলের সংগ্রহেই ছিল ১৩ ম্যাচে ১২ পয়েন্ট করে। সুতরাং, জিতেও সরাসরি প্লে-অফের টিকিট পকেটে পোরা সম্ভব ছিল না কোনও দলের পক্ষে। তবে পঞ্জাবকে হারিয়ে রাজস্থান ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে। তারা এখন তাকিয়ে মুম্বই ও আরসিবির শেষ ম্যাচে হারের দিকে। একমাত্র সেক্ষেত্রেই নেট রান-রেটের নিরিখে শেষ চারের টিকিট হাতে আসতে পারে স্যামসনদের। তবে এদিনের হারের পরে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শিখর ধাওয়ানদের চলতি আইপিএল অভিযান শেষ হয়ে যায়।
ম্যাচের সেরা পাডিক্কাল
৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রাজস্থান রয়্যালসের দেবদূত পাডিক্কাল।
৪ উইকেটে জয় রাজস্থানের
পঞ্জাব কিংসের ৫ উইকেটে ১৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৯.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ২ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে রয়্যালস। ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন জুরেল। ২ বলে ১ রান করেন বোল্ট।
শিমরন হেতমায়ের আউট
১৮.৫ ওভারে স্যাম কারানের বলে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন শিমরন হেতমায়ের। ২৮ বলে ৪৬ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। রাজস্থান ১৭৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ট্রেন্ট বোল্ট। জয়ের জন্য শেষ ওভারে ৯ রান দরকার রাজস্থানের।
রিয়ান পরাগ আউট
১৭.৬ ওভারে কাগিসো রাবাদার বলে অথর্ব টাইডের হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ১২ বলে ২০ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। রাজস্থান ১৬৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল। রাবাদা ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট যশস্বী
৮টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ১৪.৩ ওভারে এলিসের বলে পরিবর্ত ফিল্ডার ঋষি ধাওয়ানের হাতে ধরা দেন জসওয়াল। তিনি ৩৬ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন। রাজস্থান ১৩৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিয়ান পরাগ।
সঞ্জু স্যামসন আউট
১০.৫ ওভারে রাহুল চাহারের বলে পরিবর্ত ফিল্ডার ঋষি ধাওয়ানের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ৩ বলে ২ রান করেন তিনি। ৯০ রানে ৩ উইকেট হারায় রাজস্থান। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের।
হাফ-সেঞ্চুরি করেই আউট পাডিক্কাল
৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দেবদূত পাডিক্কাল। তবে অর্ধশতরানে পৌঁছনোর পরেই তিনি আউট হয়ে বসেন। ৯.৫ ওভারে আর্শদীপের বলে হরপ্রীতের হাতে ধরা দেন পাডিক্কাল। তিনি ৩০ বলে ৫১ রান করেন। রাজস্থান ৮৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন।
৫০ টপকাল রাজস্থান
পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৫৭ রান। ৮ ওভার শেষে রয়্যালসের সংগ্রহ ১ উইকেটে ৬৭ রান। যশস্বী ২০ বলে ২৬ রান করেছেন। দেবদূত পাডিক্কাল ২৪ বলে ৪০ রান করেছেন। পাডিক্কাল ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৪টি চার মেরেছেন যশস্বী।
রান তাড়া শুরু রাজস্থানের, শুরুতেই আউট বাটলার
যশস্বী জসওয়ালকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জোস বাটলার। বোলিং শুরু করেন স্যাম কারান। প্রথম ওভারে ৩টি চার মারেন যশস্বী। দ্বিতীয় ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা। ১.৪ ওভারে রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বাটলার। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি বাটলার। ১২ রানে ১ উইকেট হারায় রাজস্থান। ব্যাট করতে নামেন পাডিক্কাল। ২ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ১৬ রান।
লড়াইয়ের রসদ পেল পঞ্জাব
শেষ ওভারে বোল্টের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন শাহরুখ খান। ওভারে ১৮ রান ওঠে। পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য রাজস্থানের দরকার ১৮৮ রান। স্যাম কারান ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। শাহরুখ খান ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪১ রান করে নট-আউট থাকেন। বোল্ট ৪ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
চাহালের ওভারে ২৮ রান
১৯তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শাহরুখ খান। ২টি ছক্কা ও ১টি চার মারেন স্যাম কারান। ওভারে ২৮ রান ওঠে। পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১৬৯ রান। কারান ৪৯ ও শাহরুখ ২৩ রানে ব্যাট করছেন। চাহাল ৪ ওভারে ৪০ রান খরচ করেছেন।
পঞ্জাবকে টানছেন স্যাম কারান
১৮ ওভার শেষে পঞ্জাব কিসের স্কোর ৫ উইকেটে ১৪১ রান। ২৮ বলে ৩৩ রান করেছেন স্যাম কারান। ১৪ বলে ১২ রান করেছেন শাহরুখ খান। সাইনি ৪ ওভারে ৪০ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন। জাম্পা ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
জিতেশ শর্মা আউট
১৪তম ওভারে নভদীপ সাইনির বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন জিতেশ শর্মা। ১৩.৫ ওভারে সাইনির বলে পরিবর্ত ফিল্ডার ফেরেইরার হাতে ধরা পড়েন তিনি। ২৮ বলে ৪৪ রান করেন জিতেশ। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। পঞ্জাব ১১৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহরুখ খান।
১০০ ছুঁল পঞ্জাব
১৩ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৪ উইকেটে ১০০ রান। ৩০ রানে ব্যাট করছেন জিতেশ শর্মা। ১৮ রানে ব্যাট করছেন স্যাম কারান।
অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে সন্দীপ শর্মার বলে ২টি ছক্কা মারেন জিতেশ শর্মা। ১০ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ৭৮ রান। জিতেশ ২০ ও কারান ৮ রানে ব্যাট করছেন।
লিভিংস্টোন আউট
৬.৩ ওভারে সাইনির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিয়াম লিভিংস্টোন। ১৩ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ব্যাট করতে নামেন জিতেশ শর্মা।
ধাওয়ানকে ফেরালেন জাম্পা
৫.৩ ওভারে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। ১২ বলে ১৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ব্যাট করতে নামেন স্যাম কারান।
অথর্বকে ফেরালেন সাইনি
৩.৪ ওভারে নভদীপ সাইনির বলে দেবদূত পাডিক্কালের হাতে ধরা পড়েন অথর্ব টাইডে। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন তিনি। পঞ্জাব ৩৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। ৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৪২ রান।
বোল্টের ওভারে ১২ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ট্রেন্ট বোল্ট। তাঁর বলে ১টি ছক্কা মারেন অথর্ব। ১টি চার মারেন ধাওয়ান। ওভারে ১২ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৩০ রান।
সন্দীপের ওভারে ১৬ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন সন্দীপ শর্মা। তাঁর বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শিখর ধাওয়ান। ১টি চার মারেন অথর্ব। ওভারে ১৬ রান ওঠে। ২ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ১৮ রান। ধাওয়ান ১১ রানে ব্যাট করছেন।
প্রথম ওভারেই আউট প্রভসিমরন
প্রভসিমরনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন প্রভসিমরন। দ্বিতীয় বলে বোল্টের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২ বলে ২ রান করেন প্রভসিমরন। পঞ্জাব ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অথর্ব টাইডে। ওভারের শেষ বলে অথর্বর ফিরতি ক্যাচ ছাড়েন বোল্ট। প্রথম ওভারে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ২ রান।
রাজস্থানের প্রথম একাদশ
যশস্বী জসওয়াল, জোস বাটলার, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দেবদূত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনি, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।
পঞ্জাবের প্রথম একাদশ
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), প্রভসিমরন সিং, অথর্ব টাইডে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, কাগিসো রাবাদা ও আর্শদীপ সিং।
টস জিতল রাজস্থান
পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্যাচে টস জিতল রাজস্থান রয়্যালস। টস জিতে সঞ্জু স্যামসন শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাব কিংসকে। সুতরাং, ধরমশালায় রান তাড়া করবে রাজস্থান।