বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > PBKS vs RR: শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং, নিশ্চিত হারা ম্যাচে রাজস্থানকে জেতালেন কার্তিক ত্যাগী
রাজস্থানকে জেতালেন কার্তিক ত্যাগী। ছবি- আইপিএল।

PBKS vs RR: শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং, নিশ্চিত হারা ম্যাচে রাজস্থানকে জেতালেন কার্তিক ত্যাগী

শেষ ওভারের থ্রিলারে পঞ্জাবের বিরুদ্ধে ২ রানের উত্তেজক জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস। 

আইপিএল ২০২১-এর ফিরতি লেগে সম্মুখসমরে নামে লিগ টেবিলের ছয় ও সাত নম্বরে থাকা রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। শেষমেশ পঞ্জাবকে টেক্কা দেয় রাজস্থান।

22 Sep 2021, 12:05:43 AM IST

ম্যাচের সেরা হয়েছেন ত্যাগী

৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকটার নির্বাচিত হন কার্তিক ত্যাগী। আসলে শেষ ওভারের অবিশ্বাস্য বোলিংয়ের সুবাদেই ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি।

21 Sep 2021, 11:55:34 PM IST

রাজস্থান ২ রানে জয়ী

রাজস্থান রয়্যালসের ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৩ রানে আটকে যায়। ২ রানের উত্তেজক জয় ছিনিয়ে নেয় রাজস্থান। ব্যর্থ হয় লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালের দুরন্ত ব্যাটিং।

21 Sep 2021, 11:40:09 PM IST

হারা ম্যাচে রাজস্থানকে জয় এনে দিলেন ত্যাগী

শেষ ওভারে অবিশ্বস্য বোলিং ত্যাগীর। শেষ বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি অ্যালেন। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৪ রান। কার্তিক মাত্র ১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। সুতরাং শেষ ওভারে ৫টি ডটবল করেন তিনি। ত্যাগীর শেষ ওভার: ০, ১, উইকেট, ০, উইকেট, ০।

21 Sep 2021, 11:38:12 PM IST

হুডা আউট, শেষ বলে দরকার ৩ রা

ম্যাচ জমিয়ে দিলেন ত্যাগী। শেষ ওভারের পঞ্চম বলে হুডার উইকেট তুলে নিলেন তিনি। ২টি বল খেলে কোনও রান না করেই স্যামসনের দস্তানায় ধরা পড়েন দীপক। পঞ্জাব ১৮৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফ্যাবিয়ান অ্যালেন। জয়ের জন্য শেষ বলে দরকার ৩ রান।

21 Sep 2021, 11:35:56 PM IST

পূরান আউট

শেষ ওভারের তৃতীয় বলে পূরানকে ফেরালেন কার্তিক ত্যাগী। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩২ রান করে স্যামসনের দস্তানায় ধরা পড়েন নিকোলাস। পঞ্জাব ১৮৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হুডা। জয়ের জন্য ৩ বলে দরকার ৩ রান।

21 Sep 2021, 11:32:27 PM IST

শেষ ওভারে দরকার ৪ রান

জয়ের জন্য শেষ ওভারে পঞ্জাবের দরকার ৪ রান। তারা ১৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুলেছে। পুরান ৩২ ও মার্করাম ২৫ রানে ব্যাট করছেন।

21 Sep 2021, 11:26:53 PM IST

১২ বলে জয়ের জন্য দরকার ৮

১২ বলে পঞ্জাবের জয়ের জন্য দরকার ৮ রান। তারা ১৮ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তুলেছে। পুরান ৩০ ও মার্করাম ২৩ রানে ব্যাট করছেন।

21 Sep 2021, 11:24:04 PM IST

৩ ওভারে পঞ্জাবের দরকার ১৮

পঞ্জব কিংস ১৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৩ ওভারে ১৮ রান প্রয়োজন তাদের। মার্করাম ১৫ ও পুরান ২৮ রানে ব্যাট করছেন।

21 Sep 2021, 11:10:46 PM IST

১৫ ওভারে পঞ্জাব ১৪৮/২

১৫ ওভার শেষে পঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৩৮ রান। মার্করাম ৭ বলে ১২ ও পুরান ৮ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন।

21 Sep 2021, 11:02:20 PM IST

মায়াঙ্ককে ফেরালেন তেওয়াটিয়া

১৩তম ওভারে তেওয়াটিয়ার শেষ বলে লিভিংস্টোনের হাতে ধরা পড়েন মায়াঙ্ক আগরওয়াল। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৬৭ রান করে ক্রিজ ছাড়েন মায়াঙ্ক। পঞ্জাব দলগত ১২৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিকোলাস পুরান।

21 Sep 2021, 10:52:38 PM IST

হাফ-সেঞ্চুরি হাতছাড়া রাহুলের

নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে এলেন লোকেশ রাহুল। ব্যক্তিগত ৪৯ রানে আউট হয়ে বসেন পঞ্জাব অধিনায়ক। দ্বাদশ ওভারে সাকারিয়ার পঞ্চম বলে কার্তিক ত্যাগীর হাতে ধরা পড়েন লোকেশ। ৩৩ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। পঞ্জাব ১২০ রানের মাথায় ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্করাম।

21 Sep 2021, 10:43:48 PM IST

১০ ওভারে পঞ্জাব ১০৬/০

১০ ওভার শেষে পঞ্জাব কোনও উইকেট না হারিয়ে ১০৬ রান তুলেছে। মায়াঙ্ক ৫৮ ও লোকেশ রাহুল ব্যক্তিগত ৪১ রানে ব্যাট করছেন।

21 Sep 2021, 10:39:49 PM IST

ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি মায়াঙ্কের

দশম ওভারের মরিসের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মায়াঙ্ক আগরওয়াল। এই ওভারের প্রথম বলেও ছয় মারেন মায়াঙ্ক। সব মিলিয়ে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন মায়াঙ্ক।

21 Sep 2021, 10:15:42 PM IST

ফের রাহুলের ক্যাচ ছাড়ল রাজস্থান

পাওয়ার প্লে'র মধ্যে লোকেশ রাহুলের তিনটি ক্যাচ মিস করে রাজস্থান। ষষ্ঠ ওভারে মুস্তাফিজুরের পঞ্চম বলে সাকারিয়া ক্যাচ মিস করেন পঞ্জাব অধিনায়কের। এর আগে রাহুলের ক্যাচ ছাড়েন লুইস ও পরাগ। পাওয়ার প্লে'র ৬ ওবার শেষে পঞ্জাব বিনা উইকেটে ৪৯ রান তুলেছে। রাহুল ৩২ ও মায়াঙ্ক ১৫ রানে ব্য়াট করছেন।

21 Sep 2021, 10:11:26 PM IST

জোড়া জীবনদান রাহুলের

ইনিংসের দ্বিতীয় ওভারে সাকারিয়ার চতুর্থ বলে পয়েন্টে লোকেষ রাহুলের ক্যাচ ছেড়েছিলেন লুইস। এবার পঞ্চম ওভারে মরিসের শেষ বলে রাহুলের ক্যাচ মিস করেন রিয়ান পরাগ। ৫ ওভার শেষে পঞ্জাব কোনও উইকেট না হারিয়ে ৪১ রান তুলেছে। রাহুল ৩০ ও মায়াঙ্ক ৯ রানে ব্যাট করছেন।

21 Sep 2021, 09:50:02 PM IST

পঞ্জাবের রান তাড়া করা শুরু

পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। বোলিং শুরু করেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে পঞ্জাব ৪ রান তোলে। 

21 Sep 2021, 09:31:07 PM IST

১৮৫ রানে অল-আউট রাজস্থান

একসময় দু'শো রানের গণ্ডি টপকে যাওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল রাজস্থান রয়্যালসের। সেখান থেকে তারা ২০ ওভারে ১৮৫ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য পঞ্জাবের দরকার ১৮৬ রান।

21 Sep 2021, 09:28:10 PM IST

কার্তিককে বোল্ড করেন অর্শদীপ

পরপর দু'বলে ২ উইকেট। কার্তিককে বোল্ড করেন অর্শদীপ। সেই সঙ্গে ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। খাতা খুলতে পারেননি ত্যাগী। মুস্তাফিজুর কোনও বল খেলার সুযোগ পাননি। অর্শদীপ বোলিং কোটা শেষ করেন ৩২ রানে ৫ উইকেট নিয়ে।

21 Sep 2021, 09:26:59 PM IST

সাকারিয়াকে ফেরালেন অর্শদীপ

শেষ ওভারের পঞ্চম বলে চেতন সাকারিয়ার উইকেট তুলে নিলেন অর্শদীপ। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করে অর্শদীপের হাতেই ফিরতি ক্যাচ দেন সাকারিয়া। রাজস্থান ১৮৫ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান। অর্শদীপের এটি ম্যাচে চতুর্থ শিকার।

21 Sep 2021, 09:18:57 PM IST

মরিসকে ফেরালেন শামি

জোড়া সাফল্য শামির। তেওয়াটিয়ার উইকেট তুলে নেওয়ার পর একই ওভারের পঞ্চম বলে মরিসকেও ফেরত পাঠালেন তিনি। ৫ বলে ৫ রান করে মার্করামের হাতে ধরা পড়েন মরিস। রাজস্থান ১৭৮ রানে ৮ উইকেট হারায়। ম্যাচে শামির এটি তৃতীয় শিকার। তিনি বোলিং কোটা শেষ করেন ২১ রানে ৩ উইকেট নিয়ে। ক্রিজে নতুন ব্যাটসম্যান কার্তিক ত্যাগী।

21 Sep 2021, 09:14:45 PM IST

রাজস্থান শিবিরে ফের ধাক্কা শামির

১৯তম ওভারের প্রথম বলে রাহুল তেওয়াটিয়াকে বোল্ড করেন মহম্মদ শামি। ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন রাহুল। রাজস্থান ১৭৫ রানে ৭ উইকেট হারায়। শামির এটি ম্যাচে দ্বিতীয় শিকার। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতন সাকারিয়া।

21 Sep 2021, 09:07:16 PM IST

লোমরোরকে ফেরালেন অর্শদীপ

রাজস্থান রয়্যালস শিবিরে ফের ধাক্কা দিলেন অর্শদীপ। এবার তিনি ফিরিয়ে দিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা মহিপাল লোমরোরকে। ১৮তম ওভারের প্রথম বলে মার্করানের হাতে ধরা পড়েন লোমরোর। ফিরে যাওয়ার আগে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। রাজস্থান ১৬৯ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস মরিস। ম্যাচে অর্শদীপের এটি তৃতীয় শিকার। 

21 Sep 2021, 09:01:23 PM IST

রিয়ান পরাগের উইকেট তুলে নিলেন শামি

১৭তম ওভারের তৃতীয় বলে রিয়ান পরাগের উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। ৫ বলে ৪ রান করে মার্করামের হাতে ধরহা পড়েন রিয়ান। দলগত ১৬৬ রানের মাথায় রাজস্থানের অর্ধেক ব্যাটিং লাইনআপ সাজঘরে ফিরে যায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল তেওয়াটিয়া।

21 Sep 2021, 08:55:22 PM IST

হুডার ওভারে ২৪ রান তুললেন লোমরোর

ইনিংসে ১৬তম ওভারে দীপক হুডার বলে ২৪ রান তুললেন মহিপাল লোমররো। তিনি ৬ বলে যথাক্রমে ৬, ৬, ৪, ২, ২, ৪ রান সংগ্রহ করেন। এক আগে আদিল রশিদকে পরপর ২টি ছক্কা হাঁকিয়েছেন লোমররো। তিনি ১৫ বলে ৪২ রানে অপরাজিত রয়েছেন। রাজস্থান ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে।

21 Sep 2021, 08:47:08 PM IST

হাফ-সেঞ্চুরি হাতছাড়া যশস্বীর

 নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলেন এলেন যশস্বী জসওয়াল। ব্যক্তিগত ৪৯ রানের মাথায় হরপ্রীত ব্রারের বলে আউট হলেন রাজস্থান ওপেনার। ১৫তম ওভারের দ্বিতীয় বলে মায়াঙ্কের হাতে ধরা পড়েন জসওয়াল। ৩৬ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। রাজস্থান দলগত ১৩৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিয়ান পরাগ। ১৫ ওভার শেষে রাজস্থান ১৪০/৪।

21 Sep 2021, 08:38:30 PM IST

লিভিংস্টোনের উইকেট তুলে নিলেন অর্শদীপ

অর্শদীপের দ্বিতীয় শিকার লিভিংস্টোন। দ্বাদশ ওভারের পঞ্চম বলে ফ্যাবিয়ান অ্যালেনের হাতে ধরা পড়েন লিয়াম। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৫ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ তারকা। রাজস্থান দলগত ১১৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহিপাল লোমরোর।

21 Sep 2021, 08:36:30 PM IST

১০০ টপকাল রাজস্থান

ইনিংসের ১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান রয়্যালস। ১১ ওভার শেষে তারা ২ উইকেটের বিনিময়ে ১০১ রান তুলেছে। যশস্বী ৪৫ ও লিভিংস্টোন ১১ রানে অপরাজিত রয়েছেন।

21 Sep 2021, 08:28:07 PM IST

ইশান ৪ ওভারে ৩৯/১

অভিষেক ম্যাচে ইশান পোড়েল ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন ৩৯ রানের বিনিমে ১ উইকেট নিয়ে। তিনি ফিরিয়ে দেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে। 

21 Sep 2021, 08:26:52 PM IST

১০ ওভারে রাজস্থান ৯৪/২

১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে। যশস্বী জসওয়াল ২৬ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন। লিয়াম লিভিংস্টোন ব্যাট করছেন ৮ বলে ৯ রান করে।

21 Sep 2021, 08:12:05 PM IST

আইপিএলে প্রথম উইকেট ইশানের

আইপিএলে প্রথম উইকেট ইশানের। অষ্টম ওভারের প্রথম বলে সঞ্জু স্যামসনের উইকেট তুলে নেন বাংলার পেসার। সঞ্জু ৫ বলে ৪ রান করে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন। রাজস্থান দলগত ৬৮ রানের মাথায় ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন।

21 Sep 2021, 08:00:20 PM IST

লুইস ঝড় থামালেন অর্শদীপ

ব্যাট হাতে ঝড় তোলে এভিন লুইসকে ফেরত পাঠালেন অর্শদীপ সিং। ষষ্ঠ ওভারে অর্শদীপের তৃতীয় বলে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন লুইস। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৬ রান করে ক্রিজ ছাড়েন। রাজস্থান দলগত ৫৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। পাওয়ার প্লে'র ৬ ওভারে রাজস্থান রয়্যালস ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে।

21 Sep 2021, 07:51:25 PM IST

ইশানের দ্বিতীয় ওভারে ওঠে ১৭ রান

ইনিংসের চতুর্থ ওভারে দ্বিতীয়বার বল করতে এলে ইশান পোড়েলের ওভারে ১৭ রান তোলে রাজস্থান। ৪টি চার মাকেন এভিন লুইস। ৪ ওভার শেষে রাজস্থান কোনও উইকেট না হারিয়ে ৪০ রান তুলেছে। লুইস ২৮ ও জসওয়াল ১০ রানে ব্যাট করছেন।

21 Sep 2021, 07:41:23 PM IST

ইশানের ওভারে উঠল ৯ রান

আইপিএলে নিজের প্রথম ওভারে ৮ রান খরচ করেন ইশান পোড়েল। বাড়তি ১ রান আসে লেগ-বাই হিসেবে। ১টি ছক্কা মারেন লুইস। রাজস্থান ২ ওভার শেষে বিনা উইকেটে ১৮ রান তুলেছে।

21 Sep 2021, 07:32:13 PM IST

ম্যাচ শুরু

সিপিএল মাতানোর পর এবার রাজস্থানের হয়ে আইপিএলে ওপেন করতে নামলেন এভিন লুইস। তাঁর সঙ্গী তরুণ যশস্বী জসওয়াল। পঞ্জাবের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন মহম্মদ শামি। প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন লুইস। প্রথম ওভারে ওঠে ৯ রান জোড়া বাউন্ডারি মারেন যশস্বী

21 Sep 2021, 07:24:25 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

রাজস্থান চার বিদেশির কোটায় মাঠে নামায়  লুইস, লিভিংস্টোন, মরিস ও মুস্তাফিজুরকে।রাজস্থানের প্লেয়িং ইলেভেন: যশস্বী জসওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া ও কার্তিক ত্যাগী।

21 Sep 2021, 07:13:07 PM IST

জন্মদিনে মাঠে নামার সুযোগ হল না গেইলের

পঞ্জাবের প্রথম একাদশে জায়গা হল না ক্রিস গেইলের। পঞ্জাব চার বিদেশির কোটায় মাঠে নামায় মার্করাম, পুরান, অ্যালেন ও রশিদকে।পঞ্জাবের প্রথম একাদশ: লোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল, এডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুডা, ফ্যাবিয়ান অ্যালেন, আদিল রশিদ, ইশান পোড়েল, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং ও মহম্মদ শামি।

21 Sep 2021, 07:06:36 PM IST

আইপিএল অভিষেক ইশানের

দীর্ঘদিন দলের সঙ্গে থাকার পর অবশেষে পঞ্জাব কিংসের জার্সিতে আইপিএল অভিষেক হয় বাংলার ইশান পোড়েলের। পঞ্জাবের তরফে ম্যাচের আগে ইশানের হাতে আইপিএল ক্যাপ তুলে দেওয়া হয়। সুতরাং, এই ম্যাচে জুটি বাঁধতে দেখা যাবে বাংলার দুই পেসার শামি ও ইশানকে। একা ইশান পোড়েলেরই নয়, বরং পঞ্জাবের হয়ে আইপিএল অভিষেক হচ্ছে এডেন মার্করাম ও আদিল রশিদেরও। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয় এভিন লুইসের।

21 Sep 2021, 07:03:05 PM IST

টস জিতল পঞ্জাব

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি লেগে টস জিতল পঞ্জাব কিংস। টস জিতে পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থানকে। দুবাইয়ে এর আগের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুতেই ব্যাটিং ভরাডুবির মুখে পড়তে হলেও শেষমেশ ম্যাচ জেতে সিএসকে। পঞ্জাব পরে ব্যাট করে ম্যাচ জিততে পারে কিনা, সেটাই হবে দেখার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তাপপ্রবাহের রেড অ্যালার্ট! তাপমাত্রা আরও কত ডিগ্রি বাড়বে? রইল আবহাওয়ার খবর দ্বিতীয় দফার প্রচার শেষ, কংগ্রেস–বিজেপি কার গ্যারান্টিতে আস্থা রাখবে মানুষ?‌ রাম হয়ে উঠতে কঠিন কসরত করছেন রণবীর, চেহারায় কোন কোন বদল আনলেন? শেষ ২ ওভারে DC হাফসেঞ্চুরি করল,পন্ত-স্টাবস ঝড়ে স্কোর পৌঁছে গেল ২২৪-এ, হল রেকর্ড বিড়ি বাঁধছে কন্যাশ্রীরা, লক্ষ্য স্বপ্নপূরণ, ভোটমুখী মুর্শিদাবাদে এ কোন ছবি! ‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’ চায়না মোবাইলকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপরেটর রিলায়েন্স জিও 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, ‘কেউ…’

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.